নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কোনটা সঠিক কিভাবে বুঝবো

তুহীদ

তুহীদ › বিস্তারিত পোস্টঃ

সৃষ্টিকর্তা বলতে কিছু আছে কিনা এ বেপারে "সন্দেহান" অথবা স্রষ্টার "বিশ্বাস মুক্ত" (সংক্ষিপ্ত কিছু কথা):

১৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২৭

১. কোরআন কি scientifically প্রমান করা যায় যে কখনো পরিবর্তন হয়নি?
উ: এর একটি প্রমান হলো হাফেজরা (যারা সম্পূর্ণ কোরআন মুখস্ত করে)। যেহেতু তারা কোরআন অবতীর্ণের সময় হতে আজ পর্যন্ত মুখস্ত করে রাখছেন।

২. কিন্তূ কোরআন কি স্রষ্টার কথা?
উ: বিষয়টা scientifically প্রমান করার জন্য একটি উদাহরণ (অনেকগুলোর মধ্যে): "সাত" আসমানের কথা Quran 2:29, 17:44।
যারা কোরআন কে বিশ্বাস করেনা তারা বলে আসমান "১টা"। কিন্তূ ৭ আসমান বলার পিছনে কারণ আছে। আমার incapacity (কত দূর আমি গিয়েছি বা কত দূর আমি যেতে পারি আধুনিক বিজ্ঞান দ্বারা) একটা বিষয় কে উড়িয়ে দিতে পারি না। Lets discuss as much as possible.

৭ আসমান কি জমিনের নিচ হতে? কেউ কেউ ৭ আসমানকে দেখে জমিনের নিচ হতে। যা কোরআনের কথার সাথে যায় না (আমার মনে হয়)। কারণ -

(i) Quran 23:17 states, "seven paths above you", not below u.
(ii) আমি এখানে Quran 23:17, 37:6, 67:5, 71:15-16 এবং 78:12 আলোচনা করবো comparatively।

(a) Quran 37:6 বলে "নিকটবর্তী আসমান"। যদি কেউ মনে করে ৭ আসমানের ৭তম (অথবা ১ম) আসমান মাটির নিচ হতে শুরু, তাহলে Quran 37:6 ই আবার বলে "(নিকটবর্তী আসমান) তারকা দ্বারা সুশোভিত করেছি" এবং
(b) Quran 71:16 বলে "সূর্য এবং চন্দ্রকে (৭ আসমানের - Quran 71:15) মধ্যে রেখেছি"।

যখন এই ২টি আয়াতকে (Quran 37:6 এবং 71:16) এক সাথে দেখা হয়, তখন প্রশ্ন আসে যে, চন্দ্র, সূর্য এবং তারকা যদি মাটির নিচে থাকতো তাহলে আলো দেখতাম না।

(c) Quran 23:17 প্রমান করে, যেহেতু এখানে "তোমাদের উপরে" বলা হয়েছে। এবং Quran 71:15 (৭ আসমান) "একটার উপর আর একটা" বলেছে, তাহলে ৭ম আসমান যদি শুরু হয় তারকা (Quran 67:5, 37:6) দ্বারা এবং সূর্য-চন্দ্র যদি থাকে ৭ আসমানের মধ্যে (হতে পারে ১/৭ম আসমানে) এবং ৭ আসমান যদি একটার উপরে আর একটা (Quran 71:15) থেকে থাকে, তাহলে ধারণা (যেহেতু বিজ্ঞান ঐ পর্যন্ত যায়নি) করা যায় যে ৭ আসমান আমাদের উপর দিয়ে আমাদের নিচ দিয়ে না। (আল্লাহ ভালো জানেন)

আমার অক্ষমতা জমিন ছেড়ে উপরে শেষ পর্যন্ত যেতে পারেনি, তার মানে এইনাযে ৭ আসমান বলতে কিছু নেই। ঐ দিনই এটা বলা সম্ভব যেদিন জমিন ছেড়ে উপরে শেষ পর্যন্ত যাওয়া হবে। কথাটা হচ্ছে "শেষ পর্যন্ত"

৩. কোরআন যদি অপরিবর্তিত হয় এবং স্রষ্টা যদি থাকে, তাহলে কি বলে ডাকবো তাকে?
উ: Quran ২০:১৪ ("আমি আল্লাহ"), 27:9 ("আমি আল্লাহ"), 59:22-24 ("তিনি আল্লাহ") এবং 17:110 ("আমাকে আল্লাহ ..... বলে ডাকো ")।

(Please make your valuable comments so that I can edit this writing. J.khairan)

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪১

মোঃ ছিদ্দিকুর রহমান বলেছেন: আল্লাহু ভাল জানেন। আরো বেশি কোরআন পড়ুন ও ব্যাখ্যা করুন তবে আরো বেশি জানতে পারবেন। ইনসা আল্লাহু, আপনাকে ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.