![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা সবাই মুসলমান। আমি বিষয়টাকে একটু ভিন্নভাবে উপস্থাপন করতে চাই যাতে আমাদের বিশ্বাসটা (belief) "confidence level" -এ যায় অথবা বিশ্বাস যার উপর আনলাম তার "চাওয়াটা (interest টা)" বুঝা যায়।
১. একটা অবস্থান (level) হলো - আল্লাহর উপর বিশ্বাস পর্যন্ত ;
২. আর একটা অবস্থান (level) হলো - আল্লাহর উপর বিশ্বাস আনা পর্যন্ত শেষ না করে আল্লাহর কথা (কুরআন) ১০০% মানার চেষ্টা করা। [আমি এখানে চেষ্টা বলছি এই জন্য যে, ১০০% হবে এটা বুঝা মুশকিল - হতে পারে একজন বড় নিষেধ থেকে বিরত থাকতে পারল কিন্তু ছোট নিষেধ মানতে পারলনা নিজের দুর্বলতার/emotion -র দ্বারা কিন্তূ চেষ্টা চালিয়ে যাচ্ছে]।
এখন জানতে হবে যার উপর বিশ্বাস করা হচ্ছে "তিনি কি চান":
১. তার কথার (কুরআন) "অনুসরণ" করা এবং তারপর মৃত্যুবরণ করা (see Quran 3:102)
২. Example: ঈমান আনা/রাখা আল্লাহর উপর পরিপূর্ণতা দেয় না অথবা ঈমান itself আমাদের মনে/হৃদয়ে ঢুকেনা যতক্ষননা আমরা কুরআন মানি বা মানার চেষ্টা চালাই (see Quran 49:14)।
আমাদের বিশ্বাস তখনি "confidence level" -এ যাবে যখন "আল্লাহর কথা মানার চেষ্টা জীবনে থাকবে" এবং এই চেষ্টা আল্লাহর ইচ্ছার কাছাকাছি নিবে বা পূর্ণ করবে। কিন্তূ শুধু আল্লাহর উপর ঈমান (মুখে/মনে), আমাদের confidence আল্লাহর উপর বাড়ায় না তাছাড়া এটা আল্লাহর ইচ্ছাও না। যদি ইচ্ছা এতটুকু (ঈমান) থাকতো তাহলে কুরআনে এটা করবানা ওইটা করবানা বলতেননা। অথবা এটা করো অথবা ওইটা করো বলতেন না।
১২ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৫
তুহীদ বলেছেন: আপনাকে ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৮
রাঘব বোয়াল বলেছেন: ভালো লিখেছেন।