![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেউতো বাইবেল, গীতা অথবা অন্য কোনো ঐশী গ্রন্থের বিরুদ্ধে বাজে কথা লেখেনা বা আগুন দিয়ে পুরায় না (হলেও খুব কম)। বাংলাদেশে আজ একাধিক কোরআন পুড়ানোর ঘটনা ঘটে (যদিও হাজারো কুরআন পুরানো নিয়ে আমার কোনো মাথা বেথা নেই যতক্ষণ লাখো হাফেজ এই পৃথবীতে এখনো বেচে আছে)।
কারা এরা যারা কুরআন পুরায়? যদি তারা সত্যিই কোনো ঐশী গ্রন্থ অনুসরণ করতো তাহলে আর এক ঐশী গ্রন্থ (কোরআন) পুরাত না বা বাজে ভাষা ব্যবহার করতনা এর বিরুদ্ধে । কুরআন অনুসরণকারি কখনো অন্য ঐশী গ্রন্থের বিরুদ্ধে বাজে ভাষা বা ব্যবহার (আগুনে পুরানো) করতে পারে না (see Quran 2:256, 06:108 and 109:06 and so on)।
তাহলে এরা কারা যারা কুরআন পুরায়? কুরআনের উপর এত আক্রোশ কেনো? খালি কোরআনই কি অন্য ঐশী গ্রন্থগুলো validate (কথা বলে) করে, অন্য গ্রন্থ গুলো কোরআনকে করেনা? তাহলে কোরআন কিভাবে অন্য অনেক ঐশী গ্রন্থের কথা বললো এবং কোরআনের অবস্থান কই এদের মধ্যে (see Quran 4:136, 5:44, 46 and 76:23 and so on)?
আমার মনে হয় যারা এই কাজের বা লেখাগুলার সাথে জড়িত তারা কোনো ঐশী গ্রন্থ অনুসরণ করেনা। তারা মনেকরে আমিই জানি কোনটা ভালো বা মন্দ। তাই কোনো ঐশী গ্রন্থ অনুসরণ করার দরকার নেই। Yes, it is true in the platform of no God, what I did (moack at God or set fire to Quran) was right as there is no wrong ans.
©somewhere in net ltd.