![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আল্লাহকে পাবার পর যদি কেউ জীবনে সুখী হতে না পারে তবে বুঝতে হবে বিশ্বাসের মাঝে কোনো gap আছে। বাংলাদেশের বেশিরভাগ ছেলে মেয়েরা বাবা-মা মুসলমান বলে নিজেদেরকে মুসলিম মনে করে। যদিও আল্লাহ এভাবে চায় নায়। তিনি individually দেখতে চান। এটা একটা subjective বিষয় (যদি আমি কোরআন ভুল না বুঝি)
জীবনে সুখী না হওয়া বা হলেও জীবনের কোনো কোনো মুহুর্তে অস্থির মন অসুখী করে তুলা প্রমানিত করে কোরানের (আল্লাহর) প্রতি ১০০% submission হয় নাই । অবশ্যই ৫০:৫০ কোরানের অনুসরণের (যদিও আল্লাহ এটা চায় না (Quran 2:85)) প্রবনতা নিজেদের মাঝে guilty mind লালিত করে। আর তা অসুখী করে তুলে আমাদের ।
অবশ্যই আল্লাহকে জানা বা মানা যায় না কুরআন কে জীবনের সাথে মিলিয়ে নিতে না পারলে। কোরআনের একটা বড় দিক হলো যে কোনো উপায়ে আমাদের মন ভালো করবেই। Just জীবনের সাথে comratively পড়া দরকার । যেমন আপনি কিছু চাইলেন কিন্তূ পাইলেন না বলে মন খারাপ করে পরে রইলেন। এই মন খারাপ অবস্থানটা কোরআন বিভিন্ন ভাবে cure করার চেষ্টা করে (যেমন Quran 42:27-28, 30) ।
তাহলে আল্লাহকে পাবার পর মন যদি খারাপ থাকে, তার এক মাত্র কারণ কোরআনের সাথে জীবনের প্রতিটা মুহূর্ত comapre না করা।
কেউ কেউ এই comparison করতে গিয়ে extreme approach নেয় বিভিন্য কিচ্ছা/গল্প দিয়ে, কোরআনকে প্রতক্ষ ভাবে apply না করে । আবার কেউ জীবনের সাথে কোরআনকে মিলিয়ে নিতে রাজি না। বলে ধর্মকে জীবনের আলোচনায় আনলে কথা বলবনা। এই ২টি approach -ই ভুল এবং সুখী করতে অপারগ ।
আমাদের একটা gross mistake হলো কোরআনকে সুধু ধর্মীয় বই হিসাবে দেখা যেখানে কোরাআন যে পাঠালেন সে এটাকে একটা জীবনের guidance হিসাবে দিয়েছেন (Quran 2:185) যাতে মানুষ তাদের জীবনের প্রত্যেকটা step সঠিক/বেঠিক হচ্ছে কিনা বুঝে এবং সুখী হয় ।
©somewhere in net ltd.