নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কোনটা সঠিক কিভাবে বুঝবো

তুহীদ

তুহীদ › বিস্তারিত পোস্টঃ

অপরকে ক্ষমা করলে নিজের গুনাহ মাফ হয়

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৯

আমরা অভিমান করে, অসুন্তস্ট বা রাগ হয়ে অপরকে মাফ করতে পারিনা। কিন্তূ আমাদের কে যিনি সৃষ্টি করলেন (যদি সৃষ্টি কর্তা বলতে কেউ থাকে) তিনি সর্বদা আমাদের মাফ (e.g. Quran 2:37, 30:21 and 42:25) করে দেয়ার জন্য প্রস্তূত।

আমরা কি প্রস্তূত অপরকে মাফ করে দিতে? আল্লাহ যদিও বলেন অপরকে মাফ করে দিতে (see Quran 3:134, 42:37 & 43), কিন্তূ আমরা রাজি না তার কথা শুনতে । যদি আমরা এই প্রভুর কথা মানতে রাজি নাই হই তাহলে এই কোরআনের উপর বিশ্বাস রাখার দরকার কি !!!!! এই বিশ্বাস (কোরআন) কি শেলফে রাখা একটা শোপিস?

অপরকে ক্ষমা করলে নিজের গুনাহ মাফ হয় (Quran 5:45) এবং আল্লাহ পুরুস্কৃত করবেন (Quran 42:40)।

আমাদের জীবন চলার পথে আমরা কারো কথায় বা কাজে কষ্ট পেলে আর পাফ করতে পারিনা। যেমন, ভাই - বোনের কোনো এক কথা ধরে বসে থাকি। Relatives দের মাফ করতে পারিনা, তাদের পূর্বের কোনো এক সময়ের কষ্ট দেয়াকে ধরে রেখে । স্বামীকে মাফ করতে পারিনা যখন সে আর এক বিবাহ করে (যদিও হালাল Quran 4:3, হারাম না) । ইত্যাদি ইত্যাদি।

এভাবে কি আল্লাহর রঙে রঙিন (Quran 2:138) হওয়া যাবে !!!!!
এভাবে কি এই ছোট্ট জীবনে শান্তি পাওয়ায় যাবে, যদি কালকে মারা যাই !!!!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:১৮

আহসানের ব্লগ বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.