![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আল্লাহ আমাদের সেইসব পরীক্ষারই সম্মুক্ষীন করেন যা আমরা মোকাবেলা করতে সক্ষম,
জীবন যখন অনেক কঠিন মনে হয় শুধু একবার ভাবুন, আল্লাহ জানেন যে, আপনি এই বিপদ মোকাবেলা করার মতই শক্তিশালী। _____হুমায়ুন আহমেদ
কথাটাকে বুঝার জন্য ২টি বিষয় পরিষ্কার হওয়া দরকার। ১. বিপদের সংগা এবং ২. আমাদের শক্তি।
১. আল্লাহ বিপদের সংগা দিয়েছেন যেমন ভয়, ক্ষুধা এবং সম্পদের ক্ষতি এবং ....... দ্বারা আমাদের পরীক্ষা করবেন (Quran 2:155) । আর আমাদের শক্তির বিষয়ে বলেছেন
২. আমি অনেক দুর্বল করে সৃষ্টি করেছি (Quran 4:28)
এখন সমাধান কি বিপদ আসলে? সমাধান এটা না যে আমি বিপদ মোকাবেলা করতে সক্ষম। বরং এটা যে আমি "চেষ্টা" (Quran 13:11) করবো বিপদটিকে overcome করার এবং যদি অপারগ হই চেষ্টার পর, মেনে নিবো যে এটা আমার তাকদীরে ছিলো।
মজার বিষয় হলো আমরা সবাই মুসলমান কিন্তূ তাকদীর (ভাগ্য) বিশ্বাস করতে নারাজ। এভাবে কি জীবনে সুখী হওয়া সম্ভব? যেমন মনে করেন এক বিপদে আপনি পরেছেন এবং আপনি বিশ্বাস করেন যে আপনি সকল বিপদ মুকাবেলা করার ক্ষমতা রাখেন। আপনি চেষ্টা করলেন কিন্তূ মুকাবেলায় fail করলেন। এখন আপনি যেহেতু বিশ্বাসী ছিলেন যে যেকোনো বিপদ মকাবেলার ক্ষমতার অধিকারী, চেষ্টার পর আপনার কি হতাশা আসবেন না ?
কিন্তূ আপনি যদি তাকদীরে বিশ্বাসী হতেন এবং চেষ্টার পর fail করেল আপনি কি হতাশ হতেন? হতেন না, কারণ আপনি তাকদীরের সাথে বিশ্বাসগত ভাবে compromise করে নিয়ে ছিলেন প্রথম থেকেই । পরে সুধু চেষ্টা করলেন। তবে অনেকে চেষ্টা না করে তাকদীরের উপর blame দেয় তা সঠিক নয়।
২| ০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৩
শাহাদাত হোসেন বলেছেন: ভালো লাগলো
৩| ২২ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৪১
তুহীদ বলেছেন: I will be in BD in June.
Hope to meet up. pls add me on WhatsApp 00447809396996
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৩:৪২
বিজন রয় বলেছেন: ভাল লিখেছেন।
+++++