![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা খেয়াল করেছি কি না, already আমাদের "কিছু" ভাই-বোনেরা আল্লাহকে ছেড়ে চলে গেসেন। যারা আমরা আছি তাদের ছেড়ে যেতে বেশি দেরী হবে না যদি এভাবে চলতে থাকে ।
আসলে তাদের চলে যাবার পিছনে বিশেষ কোনো কারন ছিলনা। তারা সবাই মুসলিম পরিবারে জন্মেছিলো তাই আমরা ভাবলাম তারা মুসলিম এবং আল্লাহর সাথেই থাকবে। কিন্তূ আমাদের এহেন চিন্তা ভুল ছিলো এবং ভুল।
অবশই মুসলিম পরিবারে জন্ম নিলেই মুসলিম হওয়া যায় না যতক্ষণ না আপনি বুঝেন (independetly, not being influnced by family) কেন আপনি আল্লাহ কে বিশ্বাস করেন বা করবেন । যখনি আমরা এসব প্রশ্নের উত্তর না খুঁজে বা না বুঝে চুপ করে বসে থাকি তখন একদিন (কখন, কিভাবে) আমরা আল্লাহকে ছেড়ে এসেছি আমরা বুঝতে পারিনা । [যখনি আমরা আল্লাহকে ছেড়ে যাই বা আল্লাহর বিরোধিতা করি, আল্লাহ আমাদের প্রশ্ন করে যে কিসে তোমাদের প্রভুর পথ থেকে তোমাদের প্রতারিত করলো (Quran 82:6)।]
এই অসচ্ছতা আমাদের আল্লাহর উপর confidence কখনই বাড়ায় না, বরং কমায়। এই confidence হীনতা খুব সহজেই আল্লাহ উপর বিশ্বাস কেড়ে নেয় যদিনা আপনি খুব বেশি emotional প্রকৃতির হন। আর একটা বিষয় হলো emotion দ্বারা (আমার বেক্তিগত অভিমত) আপনি আল্লাহর উপর ইমান/বিশ্বাস আনতে পারেন কিন্তূ এই বিশ্বাসটাকে confidence লেভেলে নিতে পারবেন না।
এই dilema থেকে বেরিয়ে আসার জন্য সমাধান হিসাবে যা বলবো:
কোরআন কে জীবনের সাথে মিলিয়ে পড়া দরকার। জীবনে আমরা যাই করিনা কেন, করার আগে (বা পরে - depends on facts) জানা দরকার এ বিষয়ে কোরআন কি বলে। তার আগে আল্লাহ কেনো সচ্ছ ধারণার জন্য যে বিষয়গুলা পরিস্কার হওয়া দরকার (১) জীবনে সঠিক/বেঠিক বুঝবো কিভাবে, (২) কোরআন এবং science, (৩) কোরআন কি scintifically provable যে কখনো পরিবর্তন হয়নি এর অবতীর্ণ হতে।
আসলে জন্ম থেকেই আমরা কোরআন আবৃতি করি কিন্তূ কি আবৃতি করছিলাম বুঝি নাই তাই সময়ের গ্রাসে আল্লাহকে ছেড়ে চলে গিয়েছি। অনেকে আমার সাথে তর্ক করতে চায় কেন আমার বিভিন্য লেখায় কোরআন আবৃতির বিরোধিতা করা হয়েছে। আসলে আমি কোরআন আবৃতির বিরোধিতা করিনাই। আমি বলেছি কোরআন বুঝার পর আবৃতি করা উচিত যেহেতু কোরআন অবতীর্ণের উদ্দেস্য সমর্কে আল্লাহ আমাদের guidance বলেছেন (Quran 2:185) । তাই এখানে বিতর্কের আর কিছু নেই।
মানুষ আল্লাহর উপর বিশ্বাস বাড়ানোর জন্য বিভিন্য গল্প, কিচ্ছা - কাহিনী বলে কিন্তূ তারা যদি আসলেই সহযোগিতা (Quran 5:2) করতে চাইতো তবে ডাইরেক্ট কোরআন থেকেই বলতে পারতো কারণ কোরআনের কথা বলে আমি শেষ করতে পারছিনা এবং এটা অসম্ভব (Quran 31:27)। আসলে যারা গল্প, কিচ্ছা-কাহিনী নিয়ে হাজির হয় তারা মনে হয় কোরআনটাকে grasp করতে পারে নাই। নতুবা তারা কোরআন থেকে আগে বলতো। কোরআন বুঝে না পড়লে কখনোই আল্লাহর উপর confidence বাড়বে না।
©somewhere in net ltd.