নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কোনটা সঠিক কিভাবে বুঝবো

তুহীদ

তুহীদ › বিস্তারিত পোস্টঃ

একটি বাচ্চা কি পারিবারিক বন্ধন ধরে রাখার সহায়ক?

২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:০১

বাচ্চাতো বাচ্চাই। বড় হবার আগ পর্যন্ত সে বাচ্চাই। কোন মা যখন এই বাচ্চাটিকে নিয়ে চলে যায়, তখন এই বাচ্চার সাথে পিছে ফেলে রাখা memories বাবাকে পিরা দেয়।
১. বাবা খারাপ হতে পারে কিন্তু সেও মানুষ বাকি আর কয়জন বাবার মত তারও দোষ থাকতে পারে তার মানে এই না যে সে বাচ্চার বিচ্ছেদে কাতর নয়।
২. আমাদের এই কঠিন সমাজ (সাদা-কালর আইন) এই বাবার কষ্ট অনুভব করতে অপারগ। এই আইনের কাছে হেরে গিয়ে বাবা একাকিত্ত কান্দে, না পারে মুসলিম হিসাবে suicide করতে। হায় বাবা, হায় সমাজ, হায় জীবন!!!
৩. আমাদের মা'রা কি পারবে নিজে sacrifice করে এই বাবার সাথে থাকতে বা তার দোষ মোচনে সহযোগি হতে (Quran 5:3)?
৪. এই বাবা কেই তো একদিন সে ভালবেসে কাছে নিয়েছিল। তার ভালবাসার DNA তো এক বিন্দু পরিবর্তন হয়নি। তবে কি পরিবর্তিত হলো?
৫. হা তাকে এই সমাজ শিখায় সুখি না হলে চলে যাও। আসলে কিসে সুখ? চলে গেলেই কি সুখি হওয়া যায়? অনেক মেয়েকে দেখেছি চলে গিয়ে একাই থাকে
৬. আজকের সমাজ কি পরিবার গঠনের পক্ষে? যদি তাই হয় তবে কই সে পারিবারিক জিবনের শিক্ষা।
৭. এই সমাজ তো সুধু সুখের কথা বলে। তারা এমন কি সুখের কথা বলে যা বাচ্চার feeling বাবার তরে, বাবার feeling বাচ্চার তরে, বুঝে না। নিজদের কথা বাদি দিলাম।
৮. যদি এই সমাজ সঠিক ভালবাসা না শিখায় তবে কি আমাদের মা'রা বাচ্চার দিকে তাকিয়ে সুখ নিয়ে একটি পরিবার টিকিয়ে রাখতে পারবে?? বাচ্চার দিকে তাকালে কি সুখ আসে??
আল্লাহ কই? তিনি কি মা'র তরে এই বাচ্চার লাগি sacrifice -র দারা অথবা একটি পরিবার ধরে রাখার কারনে তাকে সুখি করতে পারে যদি আল্লাহ পরিবার গঠনেরই পক্ষে???

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৩৩

আবু আফিয়া বলেছেন: কারো বিচ্ছেদ কাম্য নয়, বিচ্ছেদ কষ্টকর।
সন্তানের মুখের দিকে তাকিয়ে হোক বা স্বামী-স্ত্রীর ভালোবাসার টানে হোক বিচ্ছেদের চিন্তা না করে ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকার মাঝে প্রকৃত শান্তি।

২| ২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৩৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সবতো প্রশ্ন করে গেলেন। এখান থেকে আপনি কী বুঝলেন??

৩| ২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:০৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: ছাড় দেওয়া বা বুঝাপড়া ভালো হলে সংসার টিকে থাকে। তবে, অনেক 'মা' বা 'বাবা' সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে সঙ্গীর দোষ ত্রুটি, অপরাধ ছাড় দিয়ে সংসার টিকিয়ে রাখবার চেষ্টা করেন। এক্ষেত্র বলা যায়, সন্তান সংসার অর্থাৎ বাবা-মা'কে একসাথে বেধে ররাখতে রাখতে রশির মতো কাজ করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.