![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেকে আমরা মুসলিম বলে নিজকে পরিচয় দেই আবার আল্লাহর নির্দেশ মানি না। আল্লাহকে ধরার সাথে সাথেই তিনি নামাজের নির্দেশ দিয়েছেন কিন্তু আমাদের যে অবস্থান আল্লাহর সাথে তা আমাদের তার নির্দেশ মানতে সহযোগি নয়। তাই সর্বপরি এসকল নামাজ না পড়া লোকেল সমস্যা দোদুল্যমান ঈমান। বাংলাদেশে এই সংখা (observation) more than 80%।
তাই এদের পরিস্কার হওয়া দরকার যে আল্লাহ আছে কিনা? এর উত্তর পেতে হলে কোরআন কি আল্লাহর কথা কি নে এটা পরিস্কার হওয়া দরকার। এখানে ২টি বিষয় - ১. Factual এবং ২. Philosophical ।
১. Factual : a. সুর্য একটি নির্দিষ্ট সময়ের দিকে এগিয়ে যাচ্ছে (Q 36:38) যেরকম অনেক scientists বলেছে যে একটা সময় পর সুর্যের chemical reaction শেষ হবে। b. সাতটি আসমান (Q 2:29) এটিকে বেঠিক প্রমান করতে আমরা আকাশের ভ্রমন শেষ যায়গা পর্যন্ত করতে পারিনি তার মানে হলো এই আয়াতটি তখনি ভুল প্রমাণিত হবে যখন আমাদের আকাশ ভ্রমন সমাপ্ত হবে। এইখানে কয়েকটা মজার বিষয় - ১. channel 4 documentary on Moon বলে মানুষর পক্ষে দুনিয়ার বাহিরে আকাশের একটি surface ভেদ করে যাওয়া সম্ভব নয় কারন মানুষর সাভাবিক অবয়ব পরিবর্তন হতে পারে। ২. আল্লাহ শয়তানদের প্রথম আকাশ cross করতে দেয় না (Q 37:6-8)। ৩. আল্লাহর অবস্থান সাত আসমানের উপরে (Q 7:54, 11:7)। এসব একসাথে করলে যা পাওয়া যায়, শয়তান ১ম আকাশ অতিক্রম করতে না পারলে, মানুষ কিভাবে পারবে।
Factual aspect -এ ২টি উদাহরণ দেয়া হল অনেকগুলার মাঝথেকে। মানুষ যদি তার limitation না বুঝে বা গ্রহণ করে, তাকে কোরআনের অবস্থান বুঝান অসম্ভব যা তার ধারনার বাহিরে।
২. Philosophical: গিতা থেকে বাইবেল পর্যন্ত এবং বাইবেল থেকে কোরআন পর্যন্ত সাংস্কৃতিক এবং philosophical অনেক মিল। সকল বই এক জিনিষ নিষেধ করেছে। এখানে আবার কয়েকটি মজার বিষয় - ১. কোরআন scientifically prove করা সম্ভক যে কখন পরিবর্তন হয় নি হাফেযদের কারনে। ২. কোরআন latest guidance as sealed by God (Q 33:40)। ৩. জিবনের সঠিক - বেঠিক কোরআন ছাড়া জানা অসম্ভব।
Factual এবং philosophical অবস্থান balance of probability -র মাঝে more than 50% chance রাখে আল্লাহর অস্তিত্ব।
যদি এই দুই অবস্থান ঠিক করতে অপারগ হয়, অন্তত জিবনের সঠিক - বেঠিক বুঝার তরে কোরআনের সাথে থেকে অস্থিরতা মুক্ত হওয়া সম্ভব।
©somewhere in net ltd.