![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বকালের সেরা মুস্টিযোদ্ধা মোহাম্মদ আলী শুধু সেরা লড়িয়েই ছিলেন না,তিনি উপস্থিত জবাবের জন্য বেশ দক্ষ ছিলেন।সাংবাদিকদের জায়গায় হাসিয়ে ফেলতেন।১৯৬৭ সালে আমেরিকা তখন পুরোদমে ভিয়েতনামে লড়ে যাচ্ছেন।মরছেও সমানে সমান।প্রেসিডেন্ট লিন্ডন বি জনসন দেশজোড়া ব্যাপক সৈন্যযোজন চালাচ্ছেন।এই প্রচারনার ধাক্কা তিনি খেলাধুলায় এনে ফেললেন।
সেরা মুস্টিযোদ্ধা হিসাবে তিনি মোহাম্মদ আলীকে চাইলেন দেশের যুবকদের কাছে যুদ্ধে নামার আহবান জানাতে।প্রস্তাব শোনামাত্র মোহাম্মদ আলীর ঘৃনা ভরে প্রত্যাখান।তিনি তারা ঐতিহাসিক ডায়লগটি দিলেন- কেনো আমি ভিয়েতনামীদের বিরুদ্ধে যুদ্ধে যাবো।তোমরা আমাকে নিগার বলো,কই তারা তো কোনদিন আমায় নিগার বলেনি।
এর ফলে আলীকে ৬ বছর ইচ্ছাকৃতভাবে রিং এর বাইরে একঘরে করে রাখা হয়।১৯৭৩ সালে তিনি আবার রিং এ ফিরেন।সেরা ক্রীড়াবিদেরা সবসময় হোয়াইট হাউসে ডিনারের দাওয়াত পায়,এটা মার্কিন মুল্লুকের রীতি।কিন্তু মোহাম্মদ আলী কোনদিন এই দাওয়াত পায়নি।
১৯৭৫ সালে জায়ারের প্রেসিডেন্ট মবতু সেসে সিকো তাকে কিনশাসা প্রেসিডেন্ট প্যালেসে দাওয়াত দেন,কারন কিনশাসায় উনি হেভিওয়েট লড়াইয়ের জন্য গিয়েছিলেন।যারা জায়ারের প্রেসিডেন্ট প্যালেস দেখেছেন,তারা জানেন এটা হোয়াইট হাউস থেকে শতগুনে সেরা,পুরোটাই শ্বেত পাথরে গড়া।মবতু তাকে ডিনারে আমন্ত্রন জানানোর জন্য যখন এগিয়ে এলেন,মোহাম্মদ আলী বললেন,আমি আপনার কাছে অত্যান্ত কৃতজ্ঞ।আমার নিজ দেশের হোয়াইট হাউসে আমি কখনো নিমন্ত্রিত হয়নি,কিন্তু আপনার ব্ল্যাক হাউসে আপনি আমায় নিমন্ত্রন করলেন।সবাই হেসে উঠেছিলো।
২৯ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৪৯
তৌফিকতুহিন বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
২| ২৯ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: Ali is Greatest!! American politicians not!
২৯ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৪৯
তৌফিকতুহিন বলেছেন: সঠিক।
৩| ২৯ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:২৬
শাহরিয়ার খান রোজেন বলেছেন: আসলেই গ্রেট।
২৯ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৫১
তৌফিকতুহিন বলেছেন: আসলেই।
©somewhere in net ltd.
১|
২৯ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৩২
খেয়া ঘাট বলেছেন: এ মহান ক্রীড়াবিদ সম্পর্কে নতুন কিছু জানলাম।
অনেক ধন্যবাদ আপনাকে।