![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হলঘরের সংস্কৃতি কর্মী হওয়ার চেয়ে জমির আইলে লেইট্টপাড়ি বসে পাঠচক্র সংঘটনের সদস্য হওয়া নিতান্ত গৌরবের।বিনোদনমুখী সংস্কৃতি চর্চ্চায় বিনোদন ও হয় না ,চর্চ্চাও হয় না ,শিল্পমানতো দূরে থাক!বড়জোর হয়ত ব্যক্তিগত প্রবৃদ্ধি হবে,হলঘরের কাঠামোগত প্রবৃদ্ধি হবে ,সভায় সেমিনার ডাক পাওয়ার প্রবৃদ্ধি হবে কিন্তু কালচার বলতে যা বোঝায় তাতো পাওয়া যায় না বা হবে না।দশের ভেতর থেকে এগারজন হওয়ার যে বাসনা সেটাতো পূরণ হবে না।বিনোদন নির্ভর সংস্কৃতি আকার বড় ,বাণিজ্য বড়,পেট বড় হতে পারে তবে এই পেটে কালচার থাকে না থাকে কালচারের বর্জ্য,কালচার টাউট থাকে আর থাকে কালচার চাটুকার।প্রতিপাদ্য যেন ... কুঁড়ে ঘরে থেকে কর শিল্পের বড়াই !! বীজ ছড়ানো ,শস্যফলানো যদি সংস্কৃতির লক্ষ্য হয় তাহলে সে লক্ষ্য এখন অর্ধমৃত,শরীর ও মেদ নির্ভর।নিষ্প্রাণ সমাজে স্বতঃস্ফুর্ততার ধারালো ফলা ---এই হবে সংস্কৃতির লক্ষ্য।নিজ অভিজ্ঞতা আমাকে এই শিক্ষা দিয়েছে।ছোট সীমানায়,ছোট পরিসর,ছোট জগত,চারদেয়াল ঘেরা সংস্কৃতি চর্চ্চা -- বীচিকলা,আইট্টাকলা কালচার বটে হয়ত আর বড়জোড় বিটিবেগুনের কালচার হবে।তবু হয়ত অনেকেই বলবেন, "তেলাপোকার মত টিকে আছি ,অতিকায় হস্তি লোপ পেয়েছে!!" হুম আস্ত ঠিক কথা,শতবছর টিকে থাকুন কেননা পাইপের দৈর্ঘ্য বাড়লে তেলাপোকার কর্মসংস্থান আর বাসস্থান সংখ্যা বাড়বে না কেন? জয় হোক রক্তমাংসহীন সিমেন্টেঘরের সংস্কৃতি কর্মীদের ।তাহলে ও অন্তত বলা যাবে এই শিল্প র্চচ্চা করলে লাখ টাকা আর এটা চর্চ্চা করলে হাজার টাকা আয় করা যায় ।বড় বড় শহরে ঘরভাড়া দিয়ে জীবন যাপন তো করতে পারছি এই কি কম কথা!! পেশাদারিত্ব বলে কথা!!! পাওয়া ও পাওয়ারের ভেতর থাকলে সন্তুুষ্টি থাকে এভাবে চর্বির মত বড় আকারের সংস্কৃতি হবে দেশে সমাজে ।কিন্তু মনে রাখা চায়,চর্বিযু্ক্ত শরীর ভবিষ্যৎ বড় রোগের উৎস।এই সংস্কৃতির বড় দেহ ধসে পড়েছে বা পড়বে বেড়ি বাঁধের মত !এত বড় বড় মুখ তারা সভা চেনে ,সেমিনার চেনে,হলিউড চেনে,পাম-কান চেনে বাহ নিজের শেকড় চিনে না।তাতে যদি আবার জমির আইলে দাঁড়াতে হয় ............!!!!
©somewhere in net ltd.