![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Fish Magazine: ধরুণ এইরকম ”মৎস্য ম্যাগাজিনে” হিটলিস্টে যদি শিরোনাম হয় বাংলাদেশ ইলিশ উৎপাদনে বিশ্বে প্রথম!! এই কথা শুনার সাথে সাথে বাঙালির তেত্রিশ ইঞ্চি বুক ফুইলা ৪৫ ইঞ্চি হতে এক সেকেন্ডকে একশতে দিয়েভাগ করলে যা হয় তার থেকে কম সময় লাগবো! আহা দেশ চারিদিকে আগাই যাইতাছে!!কে বলে বাঙালি অংকে কাঁচা ।এর মতো অংকবিদ পৃথিবীর আর কোন দেশে নাই।কতবড় জটিল অংক।পিথাগোরাস বাপ বাপ করে মাফচায় বলে পালাতো যদি এদেশে জন্মাতো!!
বাস্তবে কি??
দেশের নদী শুকায় গেলে ইলিশের কেমনে উৎপাদন বাড়ে এটা কারও মগজে যায় না। পদ্মায় ধানচাষ হয়,গরু মহিষ চড়ে। অথবা হতে পারে --মানুষ নিজেই ঃ ইলিশ বিয়োই!!
বছরের তিনমাস জাইল্লারা মাছ ধরতে পারে না ইলিশ উৎপাদন বাড়বো বইল্যা। অথচ বাজারে ইলিশ ১৫০০- ২০০০ হাজার টাকা দাম ভরা মৌসুমে। কোন বিশেষ পার্বন আসলে ৭-৮ হাজার টাকা!!আবার নাকি ইলিশ রপ্তানিও করে? পৃথিবীর কোন দেশ আছে নিজের চাহিদা না মিটায়ে বিদেশে কিছু রপ্তানি করে! নাকি ইহা গার্মেন্টেসের পণ্য যে শতভাগ রপ্তানিযোগ্য তাই অভ্যন্তরীণ বাজারে কেনা পাওয়া যাবে না!! আর পাওয়া গেলে ও ভ্যাট ট্যা্ক্স বা ইনকোটার্মসে শর্তমেনে আইন্যা খাইতে হবে।
যে দেশের মানুষের ৫০ শতাংশ পুরো পুষ্টিহীনতা আর ৭০ শতাংশ মানুষ আধা পুষ্টিহীনতায় ভুগে। সেদেশে দুই একটা ইলিশের ছবি দেখে অন্তত শান্তি পায়-তাও আবার ফেবুতে। কাগজে কলমের ইলিশ ! ইলিশ না খাইলেও সমস্যা নায়। ইহা প্রতিষ্ঠিত হইল যে, ইলিশ শুধু জাইল্লারা ধরবে আর বড় লোকরা খাবে।ইলিশের যারা খেতে পারবেন না তারা এইবলে স্বান্তনা দেবেন,তারা নিরামীষভোজী!!!
©somewhere in net ltd.