নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিত্ব কে আবিষ্কার করা...

তাওিহদ অিদ্র

জীবন অর্থবহ...

তাওিহদ অিদ্র › বিস্তারিত পোস্টঃ

অনুকাব্য বা কালের ব্যথাসংবরণ--- ১১

২৩ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:১৪




এক.
কোথাও না কোথাও লেখা ছিল //

কোন পাশটায় লুকিয়ে ছিল ভেবে পাই না
বাম না ডান
কোথাও না কোথাও সর্বনাশ লেখা ছিল।
জলগুলো কেমন পাক খেয়ে খেয়ে গড়িয়ে যাচ্ছে
হয়ত মিশে যাবে
দিগন্ত ভ্রমে!দিগন্ত নিয়ে মানুষের ভ্রমের কোন শেষ নেই
গ্রামেও এমন দিগ-ভূতের কথা শুনতে পেতাম!
কত মান কত বর নিয়ে মানুষ একসাথে থাকে,
থাকে না
কে কোন পাশে
কে কার পাশে কেউ বুঝতে পারে না।
শব্দও ভ্রান্ত অথবা ভ্রম
অথবা ভ্রমাচর!




দুই.
গাল-গপ্পো বিষয়ক //
ময়না গো! ও ময়না! ময়নার গল্প কি নিপুণে বোনা
গোপাল ভাঁড়,ঠাকুরমার ঝুলি,তেঁতুল গাছের ভূত গল্প!
প্রথম যেদিন গল্প শুনেছিলাম সেদিনের কথা মনে আছে?
ভেবে অবাক!সেসব দিনের মুখ চোখ কেমন ছিল?
শিশুর মতন,
পূর্ণ হলেই নাকি মানুষ বেঁকে যায়!
ময়না গো! ও ময়না ! তুমি নাকি অতিথিদের সুখপাখি,
সুখবর্ণ ঢেলে দাও।
অথচ এইমাত্র খাঁচায়পুরা ময়না দেখে এসেছি
মানুষ চায় মানুষের বর্ণে ওরা কথা বলুক!
পাখি কি মানুষ হয়?
মানুষ কি পাখি হয়?
কার ওপর কে সওয়ার? অবিকল মানুষের ভেতর পাখি থাকতে দেখেছি
পাখিদের জীবন মানুষ কখনো চায় না।
গল্প নাকি,
অভিসারের গোপন কথাতুলে আনে
অভিসারে মানুষ কিরুপে ঘুমায়
শিশুর মত ছড়ানো নাকি পূর্ণদের মত জড়োসড়ো।
পূর্ণ মানুষ গল্প শেষ কোরে
বলে – কবর!কবরে ময়না !
গল্প দিয়ে ময়না-তদন্ত কোরো না।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.