![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাত
ভাত দে
ভাত খায়
ডিয়ার অলস্’।
উপোসের সুখ লইয়া দল উপদল গোত্র উপগোত্র
ভাতের এসব নাই।
ভাত লইয়া রাজনীতি আছে।
ঊনত্রিশ বা ত্রিশদিন
সঙ-যম।
দুপুরদিন
সূর্য ভরাপেটে থাকে
খালিপেটে শ্রম-কান্তা লোক।
শহরের র্চাচগুলো শূণ্য
মসজিদগুলো শূণ্য
মন্দিরের গেট ভরা থাকে।
পথখাবার দোকান প্লাস্টিকে মোড়ানো
আপন বলে তার কেউ নাই।
মাইক থেকে মিছিল থেকে মাঝে মাঝে হুংকার আসে
ভাংচুর হয়
কিছু দোকান বোরকা পড়ে লজ্জা নিবারণ করে।
পদপিষ্টে বোরকাপড়া টুপিপড়া লোকের আর্তনাদ শুনা যায়
ভাত
ভাত দে
ভাত খায়
মরণ খায়
ডিয়ার অলস্’।
টাকা ছাড়া মন্দিরেও কি ভাত মেলে?
ত্রিশ টাকা আছে
ভাত খেতে যায়
ভাত ভালবাসি তাই।
চার্চ ডাকে না
মসজিদ ও না
যদি ডাকত ভালবেসে যেতাম
একদিন কম বা বেশি।
১৫ ই মে, ২০১৮ বিকাল ৩:১৬
তাওিহদ অিদ্র বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ আর শুভেচ্ছা।
২| ১৫ ই মে, ২০১৮ বিকাল ৫:০২
রাজীব নুর বলেছেন: বাহ !!!!!
১৬ ই মে, ২০১৮ দুপুর ২:৪৫
তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ। ভালথাকুন।
৩| ১৫ ই মে, ২০১৮ বিকাল ৫:০৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমার এই কথাটি অনেকের কাছে মনে হতে পারে খুবই সাধারণ কথা। কিন্তু বিশ্বাস করুন এটা আমার মনের কথা। প্রাণের গভীর থেকে নিংড়ানো সত্যি কথা।
আমি জানি, ভাত খেতে খুবই ভালো লাগে। আমি নিজে এক গরীব পরিবারের সদস্য হিসাবে এবং গ্রামে বসবাস করার সুবাদে সাধারণ মানুষদেরকে খুব কাছ থেকে দেখেছি। এখনো দেখছি। আমার এবং তাদের কাছে ভাত খুবই উপাদেয় খাদ্য। আমরা অনেক আয়েস করে ভাত খাই। অনেক উপাদেয় কোন মাছ মাংস লাগে না। কেবল ১টি মরিচ আর পেয়াজ,লবণ আর একটু পানি হলেই অনেক মজা করে ভাত যারা খায় আমি তাদেরই এক জন। কেএফসি কিংবা ম্যাগডোনালডস নয়; আমরা সামান্য ভাতেই মহাখুশী।
আমাদের সব কিছু তাই বিবেচিত হয় চালের দামের সুচকে। নেতারাও এটা জানেন। তাই তারা ভোটের মৌসুম এলে ৪০ টাকা দামের চাল চার ভাগের এক ভাগ দামে খাওয়ানোর লোভ দেখিয়ে ভোট নিতে চান। ভোট আর ভাত একই কাতারে চলে আসে।
মাঝে মাঝে কোন জামাকাপড় কিংবা একটু দামী জিনিস যা না হলেই নয় কিনতে গেলে দাম শুনে অবাক হলে দোকানী বলে উঠে--- চালের মন কত কইরা জানো মিয়া?
সারাটা জীবনই তো আমাদের কাটে চালের দামের হিসাব করে। কারণ- আমাদের সব কিছু তাই বিবেচিত হয় চালের দামের সুচকে। আমরা ভাত খেতে চাই। কেননা. ভাত খেতে আমাদের খুবই ভালো লাগে।
১৬ ই মে, ২০১৮ দুপুর ২:৫২
তাওিহদ অিদ্র বলেছেন: আমাদের খাদ্যাভাসের অন্যতম হলো ভাত।সময়ের পরিবর্তনে কিছুটা পরিবর্তন আসছে বটে।
ভাতের সাথে রাজনীতির যোগ আছে।রাজনীতি মানুষের না হয়ে দু-চারটা গোষ্ঠীর জন্য হলে বিপর্যয় আসে।তাতে ভুক্তভোগী হয় আমরা।
এই যে রমজান।যারে সংযমের মাস বলে ডাকি।অথচ কি লোভী আমরা।
........।সে যাক, নিজেরে গরীব বলছেন কেন?গ্রাম মানেই গরীব নয়।
--
এখনো কয়েককোটি মানুষ দুবেলা পেটভরে ভাত খেতে পারি না।
রমজান আসলে শ্রমিক মানুষের আহার ভাত রমজানের নামে বন্ধ করে দিই।এটারে আমি শয়তানি বলি।মানুষ কখনো মানুষরে বুঝে উঠতে পারে না।
নিজেরে পারে না।
ধর্মরে পারে না।
আমার ও প্রিয় খাবার ভাত আপনি আর আমি ভাতাড়ে
শুভেচ্ছা।ভালথাকুন।
©somewhere in net ltd.
১|
১৫ ই মে, ২০১৮ দুপুর ১২:০৬
সোহাগ তানভীর সাকিব বলেছেন: আপনার কবিতাটি পড়ে কাজী নজরুল ইসলামের "মানুষ" কবিতাটি মনে পড়ে গেল।