নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি WordPress.org তে একজন PlugIn Developer এবং আমার ঠিকানা হল https://profiles.wordpress.org/tawhidurrahmandear/

তাওহীদুর রহমান ডিয়ার

তাওহীদুর রহমান ডিয়ার › বিস্তারিত পোস্টঃ

মানবাধিকা রক্ষা, না মহামারী বিস্তার ঠেকানো। কোনটা বেশি জরুরি?

২৮ শে মার্চ, ২০২০ বিকাল ৫:০৩



বাংলাদেশে দীর্ঘদিন ধরে টিনেজ ছেলেদের লম্বা চুল পুলিশ, ম্যজিস্ট্রেট, ইউনিয়ন চেয়ারম্যান ধরে কেটে দিচ্ছেন। যা আইনের স্পষ্ট লঙ্ঘন, কারন বাংলাদেশের কোন আইনে লম্বা চুলের বিরুদ্ধে বলা হয় নি। চুলের স্টাইল কি হবে তাও বলা নেই। শাস্তিও নেই।

আপনি কি তখন প্রতিবাদ করেছিলেন?

বাংলাদেশের দীর্ঘদিন কাপলরা পার্কে বসে আড্ডা দিতে গেলে প্রশাসনের কর্মকর্তারা নাজেহাল করে, কানে ধরে উঠবস করায়। বাংলাদেশের কোন আইনে পার্কে আড্ডা নিষেধ?

আপনি কি তখন প্রতিবাদ করেছিলেন?

বাংলাদেশে দীর্ঘদিন বিভিন্ন হোটেলে তথাকথিত অভিযান চালিয়ে বিয়ে বহির্ভুত যৌন সম্পর্কের অভিযোগে অনেককে গ্রেফতার করা হয়। বাংলাদেশের আইনে যাদের বয়স ১৮-র বেশি তারা ইচ্ছা করলেই শারীরিকভাবে মিলিত হতে পারে। বিবাহিত কেউ বিয়ে বহির্ভুত যৌন সম্পর্কে লিপ্ত হলে তা আমার দৃষ্টিতে অবশ্যই অন্যায়। তবে সেটা নৈতিক অন্যায়। রাষ্ট্রের আইনে প্রতিবন্ধকতা থাকা উচিত না। এতে আইনের অপব্যবহার হয় বেশি। কক্সবাজারে ঘুরতে গেলে কাবিননামা রাখা লাগে। কি অদ্ভুদ!

আপনি কি তখন প্রতিবাদ করেছিলেন?

যদি সেই সময়গুলোতে প্রতিবাদ না করে থাকেন, তবে এখন প্রতিবাদের অধিকার আপনার নাই।

উপরের ৩ টা ঘটনা স্বাভাবিক সময়ে হয়েছে। আর এখন একটা অস্বাভাবিক মূহুর্ত চলছে। কারো লম্বা চুলে কারো ক্ষতি হয় না, কেউ পার্কে আড্ডা দিলে অন্য কারো ক্ষতি হয় না। কেউ রুমের ভিতর সেক্স করলে অন্যর শরীর জ্বলে কেন? কিন্তু কেউ বাইরে ঘুরে ভাইরাস ছড়ালে মানুষের মৃত্যু হতে পারে। আজকে হতে একশ বছর আগে স্প্যানিশ ফ্লুতে ১ কোটি ৭০ লাখ হতে ১০ কোটি মানুষ মারা যায়। আর ২০২০ সালে এটা এখন যুদ্ধকালীন পরিস্থিতি। এই মুহুর্তে বৃহত্তর স্বার্থে অনেক কিছুই গ্রহণযোগ্য। এখন মানবাধিকারের তুলনায় মহামারী নিয়ন্ত্রণ জরুরী। প্রতিদিন হাজারবার বলা হচ্ছে, অপ্রয়োজনীয় ঘোরাঘুরি বন্ধ করুন। বাইরে বের হলেও মুখে মাস্ক পরুন।

আর আইনগত দিক? তবে পুলিশ আর আর্মির লাঠিচার্জ কিংবা বৃদ্ধের কানে ধরান বেআইনি ছিল। আমি সংবিধান অনুযায়ী জরুরি অবস্থা ঘোষণা করা উচিত মনে করি। আমি নৈতিকভাবে মানুষজনকে বাসার ভিতরে রাখার জন্য পুলিশ আর আর্মির লাঠিচার্জ সমর্থন করছি। বা অন্য কোন বিশেষ পদক্ষেপ। তবে সেটা লিগ্যালি ভ্যালিড করতে হলে সংবিধান অনুযায়ী জরুরি অবস্থা ঘোষণা একমাত্র রাস্তা।

বাসায় বাসায় খাবার পৌঁছান অতি জরুরি। আর সেটার জন্য সমন্বিত পরিকল্পনা অত্যাবশ্যক। যা হচ্ছে সব এলোমেলো। কোন কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বা সমন্বয় আছে বলে মনে হয় না। যার মাথায় যেটা আসতেছে, সে সেটা করতেছে।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:০১

নতুন বলেছেন: বৃদ্ধ ব্যক্তিদুইজন সবজি বিক্রি করছিলেন। তাদের অপরাধ মনে হয় মাক্স পরা ছিলো না।

তার জন্য তাদের অপমান করা কোন আইনেই সমথ`ন করেনা।

বিশ্বের সকল দেশই তাদের নাগরিকদের সোসাল ডিসটেন্সিং করতে বলেছে এবং জনগনকে বাইরে না বের হতে বলছে।

সভ্য দেশের পুলিশ বলছে বাইরে বের হলে জরিমানা অথবা জেল হবে।

শুধুই অসভ্য দেশের পুলিশ রাস্তায় মানুষকে লাঠি পেটা করছে, কান ধরে উঠবস করাচ্ছে।

পুলিশ অপরাধ করলে তাকে জরিমানা দিতে পারে, জেল দিতে পারে কিন্তু অপমান করতে পারেনা।

ঐ মহিলা ঐ দুইজনের ছবি সরকারী ওয়েবসাইটেও ব্যবহার করেছে।

২| ২৮ শে মার্চ, ২০২০ রাত ৮:৪৩

মাহমুদুর রহমান বলেছেন: বাস্তবতা সম্পর্কে আপনার জ্ঞান অনেক কম। দেশের সাবিক পরিস্থিতি বিবেচনা করুন।তারপর পোষ্ট লিখুন।

শুভকামনা আপনার জন্য।

৩| ২৮ শে মার্চ, ২০২০ রাত ৮:৪৩

মাহমুদুর রহমান বলেছেন: বাস্তবতা সম্পর্কে আপনার জ্ঞান অনেক কম। দেশের সাবিক পরিস্থিতি বিবেচনা করুন।তারপর পোষ্ট লিখুন।

শুভকামনা আপনার জন্য।

৪| ২৮ শে মার্চ, ২০২০ রাত ৯:৫৩

রাজীব নুর বলেছেন: দুঃখজনক।

৫| ২৮ শে মার্চ, ২০২০ রাত ১০:১৯

একনিষ্ঠ অনুগত বলেছেন: ছবিতেই তো দেখা যাচ্ছে ম্যাডামের পাশেই একজন নামকা ওয়াস্তে ফেস মাস্ক পড়ে আছেন। তারও কি কানে ধরা উচিৎ না। আপনিই আপনার দৃষ্টিভঙ্গি থেকে বিবেচনা করুণ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.