নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আেলা আধােরর েখলা

সপ্ন আমার বাড়ি। আমি সপ্নের মাঝে থাকি।

আেলা আধােরর েখলা › বিস্তারিত পোস্টঃ

অনুগল্প‬

১৩ ই জুন, ২০১৫ সকাল ৯:৫৬

মাঝরাত। হটাত সারিকের ঘুম ভেঙ্গে গেল। কপালে হাত দিয়ে বুঝল আবার জ্বর এসেছে। গত শুক্রবার অধরার সাথে বৃষ্টিতে ভেজার পর থেকেই জ্বরে ভুগছে বেচারা। তার উপর প্রচণ্ড তৃষ্ণাও পেয়েছে। কিন্তু বিছানা থেকে নেমে ডাইনিং রুমে গিয়ে পানি খেয়ে আসবে সেই শক্তি শরীরে নেই। আবার বাসার কাউকে ডাকবে বা কল করে পানি আনতে বলবে তাও পারছেনা, কারন সবাই গ্রামের বাড়ি গিয়েছে আজ সকালে। শোয়ার আগে এক জগ পানি আর গ্লাস এনে রাখল না কেন ভেবে ওর নিজের উপর খুব রাগ হচ্ছে। চোখ বুজে বারবার ভাবছিল ইশ.....কেউ যদি এক গ্লাস পানি এনে দিত। ঠিক তখনি সারিকের মনে হল কে যেন ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। চোখ খুলতেই দেখে ওর নানু মাথার পাশে এক গ্লাস পানি হাতে বসে আছে। নানু কোন কথা না বলে শুধু পানির গ্লাসটা বাড়িয়ে দিলো। সারিক নানুকে থাঙ্কস বলে পানি খেয়ে আবার ঘুমিয়ে পড়লো। সকালে ঘুম থেকে উঠে মাথার পাশে খালি গ্লাসটা দেখে একটু অবাক হোল। কিন্তু রাতের কথা মনে পড়তেই সাথে সাথে ভয়ে জমে গেল। ভাবছে এ কিভাবে সম্ভব?!!!! যেই নানু আজ থেকে নয় বছর আগেই মারা গিয়েছে তিনি কিভাবে গতরাতে এসে পানি দিয়ে গেলো?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.