নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আেলা আধােরর েখলা

সপ্ন আমার বাড়ি। আমি সপ্নের মাঝে থাকি।

আেলা আধােরর েখলা › বিস্তারিত পোস্টঃ

রক্তগোলাপ‬

২৭ শে জুন, ২০১৫ সকাল ১১:২৫

মাজেদ সাহেব, পেশায় একজন সরকারী গোয়েন্দা। পেশাগত কারনেই সব সময় রাশভারী হয়ে থাকেন, কিন্তু আজ সকাল থেকেই তার মেজাজ খুব খারাপ। একটার পর একটা সিগারেট টেনেই চলছেন। অফিসের বড় কর্তার রুমে গিয়েছিলেন তিন দিনের ছুটির জন্য বউকে নিয়ে কোথাও ঘুরে আসবেন বলে। কিন্তু কিছু বলার আগেই বড় কর্তা একটা কেসের ফাইল ধরিয়ে দিলেন।
বড় কর্তাঃ কি খবর মাজেদ? কেমন চলছে দিনকাল।
মাজেদ সাহেবঃ সব ভালো স্যার। একটা কথা ছিল আপনার সাথে।
বড় কর্তাঃ ওসব পরে হবে। আগে একটা গুরুত্বপূর্ণ কেস নিয়ে আপনার সাথে আলোচনা করে নেই।
মাজেদ সাহেবঃ স্যার আমার একটা ছুটির আবেদন ছিল।
বড় কর্তাঃ মাজেদ সাহেব আপনি নিশ্চয়ই জানেন বনানীর ফ্ল্যাটে তরুণী হত্যার কেসটা পুলিশ তদন্ত করছিল। তারা কোন কূল- কিনারা করতে পারছেনা অনেকদিন ধরে। ওদিকে মিডিয়াতেও এইটা নিয়ে বেশ হইচই হচ্ছে। তাই একটু আগেই কেসের ফাইলটা আমাদের হাতে আসলো। যে করেই হোক দ্রুত খুনিকে এরেস্ট করতেই হবে।
মাজেদ সাহেবঃ কিন্তু স্যার.........
বড় কর্তাঃ আমাদের ডিপার্টমেন্টের সবথেকে অভিজ্ঞ আপনি। একমাত্র আপনিই পারবেন কেসটা শেষ করতে। আমি আসাদকে বলে দিয়েছি আপনাকে ফাইলটা দেয়ার জন্য। এই কেসে ও আপনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে।
মাজেদ সাহেবঃ জি স্যার।
.......................................................................................................................
সিগারেটের একরাশ ধোঁয়া ছাড়তে ছাড়তে মাজেদ সাহেব আসাদকে ডেকে ফাইলটা নিয়ে বসলেন। প্রথমেই তরুণীর লাশের ছবিটা দেখেই থমকে গেলেন। তরুণীর লাশ একটা চেয়ারে আধ-সোয়া অবস্থায়। খুনি খুব দক্ষ হাতে তরুণীর বুকের পাঁজর কেটে হৃত্পিণ্ড বের করে চেয়ারের পাশে টেবিলে রেখে দিয়েছে। কাটা হৃত্পিণ্ডের পাশে একটা রক্তে ভেজা লাল গোলাপ। বাকি শরীরের কোথাও কোন আঘাতের লক্ষণ নাই। আশ-পাশের সবও একদম পরিপাটি অবস্থায়। ছবিটা দেখেই মাজেদ সাহেব বুঝেছেন খুনি অনেক সময় নিয়ে, খুব যত্ন করে তরুণীর হৃত্পিণ্ড কাটার কাজ করেছে। কিন্তু কেন?!!!!! এর থেকেও অনেক সহজ উপায় ছিল খুন করার, এভাবে কেন হৃত্পিণ্ড কেটে রেখে দিলো? আর রক্তে ভেজা গোলাপের মানে কি?!!!!! নাহ......মানুষ দিন দিন পশু হয়ে যাচ্ছে। মাজেদ সাহেব আসাদকে সাথে নিয়ে অফিস থেকে বের হয়ে গেলেন। ডেডবডি আর ক্রাইম-সিনটা একবার দেখে আসা দরকার।


(অসমাপ্ত)..................

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০১৫ দুপুর ১:১৪

আহমেদ জী এস বলেছেন: আেলা আধােরর েখলা ,



আসলেই মানুষ দিন দিন পশু হয়ে যাচ্ছে।
সমাপ্তিটুকু দেখার অপেক্ষায় -----

২| ২৭ শে জুন, ২০১৫ বিকাল ৪:০৬

হোদল রাজা বলেছেন: চলুক....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.