নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আেলা আধােরর েখলা

সপ্ন আমার বাড়ি। আমি সপ্নের মাঝে থাকি।

আেলা আধােরর েখলা › বিস্তারিত পোস্টঃ

একদিন বেনাপোল ইমিগ্রেশনে

১৫ ই জুলাই, ২০১৫ রাত ১:০০

বাংলাদেশ ইমিগ্রেশনে (বেনাপোল) আমার অভিজ্ঞতাঃ
জনৈক ইমিগ্রেশন কর্মকর্তা (শান্ত)ঃ (দীর্ঘক্ষণ আমার পাসপোর্ট হাতে নিয়ে) এই কি অবস্থা আপনার?
আমিঃ !!!!!!!!! কি অবস্থা?!!!!!!!
ই. ক. (শান্ত)ঃ আপনার তো পাসপোর্ট, ভিসার ছবির সাথে আপনার চেহারার কোন মিল নাই। শেভ করেন না ক্যান?
আমিঃ !!!!!!!!!! হ্যাঁ?!!!!!!! (ব্যাকগ্রাউন্ড এ ২-৪ ঠাডার আওয়াজ)
ই. ক. (শান্ত)ঃ সেভ করেননা ক্যান? কত দিন করেননা?
আমিঃ কেন? সেভ করলে কি চিন্তে পারতেন? পাসপোর্ট, ভিসার সাথে চেহারা মিলত?
ই. ক. (শান্ত)ঃ হ্যাঁ।
আমিঃ (অতপর সন্মানিত বন্ধুবর কচি হইতে প্রাপ্ত বুদ্ধি কাজে লাগাইয়া, দুই হাত দিয়া মুখের দাড়ি-গোঁফ ঢাকবার ব্যার্থ চেষ্টা করতে করতে) দেখুনতো এখন চিনছেন কিনা? ছবির সাথে চেহারা মিলে?
ক. (শান্ত)ঃ ধুরর মিয়া। (পাসপোর্ট এ সিল দিয়ে) এই নেন পাসপোর্ট। যান আপনি…
আমিঃ ধন্যবাদ।
অবশেষে শিক্ষা পেলাম এর পর কোন দিন যদি বাংলাদেশ ইমিগ্রেশনে দাড়াতে হয় তাহলে যথা সম্ভভ দাড়ি-গোঁফ সেভ করে, টিপ- টপ হয়ে, পারলে যে জামা পরে পাসপোর্টে ছবি তুলেছি সেই জামা পরে দাঁড়াবো।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৫ রাত ১:২১

সুমন কর বলেছেন: =p~

২| ১৫ ই জুলাই, ২০১৫ রাত ২:২৩

ইমদাদুল্লাহ বলেছেন: এ শুধুমাত্র বাংলাদেশ ইমিগ্রেশনে পাসপোর্ট প্রদর্শনের বেলায় নয়, বাংলাদেশের সে কোন জায়গায় আইডি কার্ড প্রদর্শনের বেলায় ও এ অবস্থার মুখোমুখি হতে হয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.