নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টেকনোলজি ভালোবাসি ছোট বেলা থেকে। কম্পিউটারের সাথে পরিচয় ১৯৯৯ এর দিকে, যদিও ঘরে কম্পিউটার এসেছে ২০০১ সালে। বহু কিছু শিখেছি, বহু কিছু শিখিয়েছি। আগে এক সময় টেকনোলজি নিয়ে ব্লগিং করতাম; মধ্যেখানে নিজের সাইটটা বাদ দেওয়াতে আর করা হতো না।\n\nভাবছি আবার শুরু করলে

টেক ব্লগার

টেক ব্লগার › বিস্তারিত পোস্টঃ

ফ্রির দুনিয়া - পার্ট ০১ - ছবি, ভিডিও, ভিডিও টেম্প্লেট ও ডিজাইন

২৫ শে জানুয়ারি, ২০২২ রাত ১:২৮



Photo by Shuttergames on Unsplash

অনলাইনে অনেক কিছুই ফ্রিতে মিলে। যদিও আমরা অনেকেই ফ্রি জিনিষের সন্ধান জানি না দেখে অবৈধ্য উপায়ে জিনিষপত্র ব্যবহার করি।

যেমন ধরেন অফিস প্রোগ্রাম (এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ইত্যাদি) গুলি আমরা অবৈধ্য ভাবেই ব্যবহার করি। আমি একটি সিরিজ লেখার চেষ্টা করছি। এখানে আমি আপনাদের জানাবো বিভিন্ন বৈধ্য কিন্তু ফ্রিতে পাওয়া যায় এমন সব জিনিষের কথা।

আজকের পর্ব "ছবি, ভিডিও, ভিডিও টেম্প্লেট ও ডিজাইন"

ডিজিটাল দুনিয়ায় ছবির প্রয়োজন অনেক। বিজ্ঞাপন বানাতে, লেখার দিকে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে ইত্যাদি ইত্যাদি কাজে আমাদের ছবির দরকার হয়। আবার একই সব কারণেই আমাদের ডিজাইনও দরকার হয়। গুগলে সার্চ দিলে সাধারণত যা পাওয়া যায়, তা পেইড। অর্থাৎ আপনাকে একটা কাজের জন্য কাড়িকাড়ি ডলার খরচ করে কিনতে হবে।

অনেকেই অবশ্য এই খরচ এড়াতে পেইড ছবিগুলি গুগল থেকে সেভ করে চালিয়ে দেয়। আপনি হয়ত অনেক জায়গাতেই নিচের ছবির মত জল ছাপ দেখেছেনঃ


কিন্তু আসলে এই ছবি গুলি, বা গুগল করলেই যে ছবি গুলি পাওয়া যায়, তার অধিকাংশই না কিনে বা না পারমিশন নিয়ে ব্যবহার বৈধ্য নয়।

আয়নাবাজি সিনেমার কতা মনে আছে? ঐ সিনেমা বাইরে আসার পর পাইরেসি নিয়ে সে কি এক কান্নাকাটি অবস্থা! সিনেমার পরিচালক, পরিবেশক, ভক্ত সবাই পাইরেসি নিয়ে গালি দিয়ে দুনিয়া অন্ধকার করে ফেলল; কিন্তু কেউ পয়েন্ট আউট করলো না যে ঐ সিনেমার ট্রেইলার থেকে গানের প্রচারের অনেক জায়গায় পাইরেসি করা হয়েছে। স্যাম্পল চান? Duniya দুনিয়া || Aynabaji Movie || Chirkutt লিখে সার্চ দিন ইউটিউবে। 12 Sept 2016 তারিখে আপলোড করা ঐ গানের শুরুতেই দেখবেন একটা লোগো এনিমেশন দেখানো হয়েছে। সাউন্ড একটু বাড়ালেই ১/২ সেকেন্ডের মাথায় শুনবেন "অডিও জঙ্গল" শব্দটি। এই সাউন্ডটা মূলত অডিও জঙ্গল নামের সাইট থেকে মেরে দেওয়া হয়েছে; কারণ কেনা হলে ঐ "অডিও জঙ্গল" কথাটা থাকতো না।

যাই হোক। এমন সব অবৈধ্য পন্থার থেকে সরে এসে আপনি চাইলেই ফ্রিতে ছবি ও ডিজাইন পেতে পারেন। তার কিছু ওয়েব সাইটের লিংক দিচ্ছিঃ

১। আনস্প্লাসঃ এখানে প্রচুর ছবি পাবেন। ব্যবহার ফ্রি। শুধু যেখানে ব্যবহার করবেন, তাদের ক্রেডিট দিতে হবে। (https://unsplash.com/)

২। ফ্রি পিকঃ এখানে পাবেন ছবি, পিএসডি ফাইল (ফটোশপের জন্য), এআই (ইলাস্ট্রেটরের জন্য)। তাদের ক্রেডিট দিতে হবে।

৩। মোশন এ্যারেঃ এখানে পাবেন আফটারইফেক্টস, প্রিমিয়াম রাস, প্রিমিয়াম প্রো, ফাইনাল কাট ইত্যাদির জন্য ফ্রি টেম্প্লেট। তাদের ক্রেডিট দিতে হবে।

৪। পিক্সেলসঃ লয়ালটি ফ্রি স্টক ভিডিও লাইব্রেরী

৫। গ্রেডিয়েন্টঃ আপনার ডিজাইনের জন্য গ্রেডিয়েন্ট কালার খুঁজছেন? এখানে দুর্দান্ত সব কম্বিনেশন পাবেন। ফ্রিতে!

আজ এ পর্যন্ত। আরও ফ্রি আইটেম, ফ্রি সফটওয়্যার, ফ্রি টিপস নিয়ে হাজির হবো সামনে। ইন শা আল্লাহ।

মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০২২ ভোর ৪:২০

গরল বলেছেন: ভালো টপিক, অনেকেই উপকৃত হবে আশা করি, টেক ব্লগিং চালিয়ে যান।

২৫ শে জানুয়ারি, ২০২২ ভোর ৪:২৫

টেক ব্লগার বলেছেন: উৎসাহ দেবার জন্য ধন্যবাদ। বিভিন্ন টপিকের উপরে ধারাবাহিক ভাবে টেকনোলজি নিয়ে লেখার আশা করছি।

ব্লগে তেমন ভাবে কেউ টেকব্লগিং করে না বললেই চলে। সেজন্যই লেখা শুরু করলাম।

২| ২৫ শে জানুয়ারি, ২০২২ সকাল ৭:৫২

নূর আলম হিরণ বলেছেন: ভালো সিরিজ। অনেকেরই কাজে লাগবে।

২৬ শে জানুয়ারি, ২০২২ রাত ১:১৯

টেক ব্লগার বলেছেন: ধন্যবাদ।

৩| ২৫ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:৩৪

রাজীব নুর বলেছেন: ওকে। জানলাম।

২৬ শে জানুয়ারি, ২০২২ রাত ১:২০

টেক ব্লগার বলেছেন: আশাকরি কখনও কাজেও লাগাতে পারবেন।

৪| ২৫ শে জানুয়ারি, ২০২২ রাত ৯:৫৮

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: দরকারী । চালিয়ে যান ।
ধন্যবাদ ।

২৬ শে জানুয়ারি, ২০২২ রাত ১:২০

টেক ব্লগার বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.