নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টেকনোলজি ভালোবাসি ছোট বেলা থেকে। কম্পিউটারের সাথে পরিচয় ১৯৯৯ এর দিকে, যদিও ঘরে কম্পিউটার এসেছে ২০০১ সালে। বহু কিছু শিখেছি, বহু কিছু শিখিয়েছি। আগে এক সময় টেকনোলজি নিয়ে ব্লগিং করতাম; মধ্যেখানে নিজের সাইটটা বাদ দেওয়াতে আর করা হতো না।\n\nভাবছি আবার শুরু করলে

টেক ব্লগার

টেক ব্লগার › বিস্তারিত পোস্টঃ

মাউসের স্ক্রোল হুইলের ব্যবহার

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৩৮

কম্পিউটারে মাউসের ব্যবহার প্রচুর। সাধারণত মাউসে দুইটি বাটন এবং একটি স্ক্রোল হুইল থাকে। আজকে আমরা এই স্ক্রোল হুইলের কয়েকটা কাজ দেখবো।


কাজ ১ঃ স্ক্রোল
এইটা সবাই জানেন। পেজ উপরে নিচে উঠা নামা করাতে এটা ব্যবহার হয়।

কাজ ২ঃ অটো স্ক্রোল
ধরেন আপনি কোন একটি লেখা পড়ছেন, এবং লেখাটি বেশ বড়, আপনাকে বার বার স্ক্রোল করে করে পড়তে হচ্ছে। এই বিরক্তিকর অবস্থা থেকে বের হতে পারেন স্ক্রোল হুইল দিয়েই।

লেখার মাঝে স্ক্রোল হুইলটি সাধারণ মাউস বাটনের মত ক্লিক করুন। দেখবেন নিচের মত একটা সিম্বল আসবে। ক্ষেত্র বিশেষে চার দিকের সিম্বল না এসে উপর নিচের সিম্বল আসবে।


এবার ধীরে ধীরে মাউস উপরে উঠান বা নিচে নামান, স্ক্রোল করবেন না, শুধু উপরে উঠাবেন বা নিচে নামাবেন। দেখবেন লেখাও সাথে সাথে স্ক্রোল হচ্ছে। আপনি যত উপরে উঠাবেন, বা যত নিচে নামাবেন, স্ক্রোলের স্পিডও তত বাড়বে। তো, সেট করুন আপনার নিজের স্পিড, আর মাউস ছেড়ে রেখেই পড়তে থাকুন।

কাজ ৩ঃ ব্রাউজার ট্যাব বন্ধ করা।
প্রায়সই আমাদের ব্রাউজারের একাধিক ট্যাব খুলতে হয়। ট্যাব বন্ধ করবার জন্য সাধারণত আমরা প্রতি ট্যাবের কোনায় থাকা ক্রস বাটনে ক্লিক করে বন্ধ করি।

এটা ছাড়াও আপনি যে কোন ট্যাবের উপরে নিয়ে মাউসের স্ক্রোল হুইল ক্লিক করতে পারেন। ট্যাবটি বন্ধ হয়ে যাবে।


কাজ ৪ঃ নতুন ট্যাবে লিংক ওপেন করা
ধরেন আপনি একটা লেখা পড়ছেন, এর ভিতরে রেফরেন্স হিসাবে কোন লিংক আছে। আপনি এই লিংকে ক্লিক করলে হয়ত যে লেখাটা পড়ছেন, সেই পেজেই ঐ ওয়েব সাইট লোড হবে। তাই আপনি চাইলেই কিবোর্ডে Ctrl চেপে রেখে ঐ লিংকে ক্লিক করতে পারেন; বা ঐ লিংকের উপরে রাইট ক্লিক করে Open in new tab এ ক্লিক করতে পারেন।

কিন্তু তার থেকে সহজে, আপনি শুধু ঐ লিংকের উপরে মাউস নিয়ে স্ক্রোল হুইলে চাপ দিতে পারেন। ব্যাস, লিংকটি আলাদা ট্যাবে ওপেন হয়ে যাবে।

কাজ ৫ঃ টেক্সট জুম ইন বা আউট
এক এক ওয়েব সাইটে লেখার সাইজ এক এক রকম হয়। আবার আমাদের অনেকেরই বড় বড় বা ছোট ছোট অক্ষরের লেখা পড়তে ভালো লাগে। তাই প্রায়সই বিভিন্ন ওয়েব সাইটে গিয়ে লেখা পড়তে গিয়ে একটু ঝামেলাই হয়।

তাই, আপনি যে (সাধারণত) কোন ওয়েব সাইটের লেখাকে বড় বা ছোট করে দেখতে চাইলে কিবোর্ডে Ctrl চেপে রেখে মাউস হুইল ঘোরাতে পারেন। দেখবেন এক দিকে ঘোরালে লেখা বড় হয়, অন্য দিকে ঘোরালে লেখা ছোট হয়।

-----------------------------------------
আজকে তাহলে এটুকুই থাকুক। আশাকরি কারও কাজে লাগবে। ধন্যবাদ।

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৩২

রাজীব নুর বলেছেন: কত কিছু আছে জানার!!!!

০৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:০৩

টেক ব্লগার বলেছেন: সেইটাই

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৩১

ইমরান আশফাক বলেছেন: অনেক ধন্যবাদ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:০৪

টেক ব্লগার বলেছেন: আপনাকেও ধন্যবাদ

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৫২

জ্যাকেল বলেছেন: ধন্যবাদ ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:০৪

টেক ব্লগার বলেছেন: আপনাকেও ধন্যবাদ

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৪৮

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: ৩,৪ জানা ছিলনা । দারুন উপকারী পোস্ট ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:০৫

টেক ব্লগার বলেছেন: নতুন কিছু জানার আনন্দই অন্যরকম। উপকার হয়েছে জেনে আনন্দ লাগল। আরো লেখার আগ্রহ পাচ্ছি
অসংখ্য ধন্যবাদ।

৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৪৪

নূর আলম হিরণ বলেছেন: দরকারি বিষয় জানিয়েছেন।

১১ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:১৮

টেক ব্লগার বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.