নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গুগলক্রোম এখন প্রায় ৬৫% ব্যবহারকারী ব্যবহার করেন। এদের মধ্যে মোবাইল, ট্যাব, কম্পিউটার সব ধরণের ব্যবহারকারী আছেন।
গুগলক্রোম আমার যে কয়টা কারণে পছন্দ হয়, তার মধ্যে একটি হচ্ছে ক্রোম এক্সটেনশন গুলি। একটু খুঁজলেই প্রায়সই ফ্রিতেই যা যা পাওয়া যায় তা অভাবনীয়।
এই এক্সটেনশন গুলির একএকটার কাজ এক এক রকম। মূলত বলা চলে এরা মূল ব্রাউজারের সাথে নানান ফিচার যোগ করে আপনার কাজকর্মকে সুবিধা দেয়। কয়েক লক্ষ ক্রোম এক্সটেনশন আছে। তাদের মধ্যে থেকে আমি আজকে পাঁচটি নিয়ে কথা বলবো, তারমানে এটা নয় যে এরা সেরা। আমি নিজে এই পাঁচটি দৈনন্দিন বিভিন্ন কাজে ব্যবহার করি।
এই এক্সটেনশন গুলি গুগলের ডেস্কটপ ভার্সনের জন্য। এবং সবগুলিই ফ্রি!
১. গুগল ডিকশনারীঃ
চরম সিম্পল একটা এক্সটেনশন। ইন্সটল করার পর আপনি যে কোন ওয়েব সাইটের মধ্যে থেকে যে কোন ওয়ার্ডের উপরে ডাবল ক্লিক করলে পপআপে আপনাকে ঐ শব্দের ইংরেজী অর্থ দেখিয়ে দিবে। এমনকি ই্ংরেজী সাইটের ভিতরেও যদি কোন শব্দে ডাবলক্লিক করেন, তাহলে সেটার অর্থ সহজ ইংরেজীতে দেখাবে।
ডাউনলোড লিংকঃ Google Dictionary (by Google)
এটা ব্যবহারের পর আমার ইংরেজী শব্দজ্ঞান অনেক বেড়েছে!
২. গুগল কিপঃ
আমি প্রচুর নোট নেই। কোন ওয়েব সাইট দেখতে দেখতে, কোন বই পড়তে পড়তে বা কোন কিছু মাথায় আসতেই। আর মাল্টিডিভাইস সিঙ্ক্রোনাইজেশনের জন্য গুগুল কিপ এর জুড়ি নেই। তাই, এই এক্সটেনশনটা আমি গুগুল ক্রোমে যোগ করে নিয়েছি। ফলে যখন যেখানে চাই, সহজেই নোট নিতে পারি।
ডাউনলোড লিংকঃ Google Keep Chrome Extension
৩. ডার্ক রিডারঃ
কম্পিউটার রিলেটেড জোকস গ্রুপ গুলিতে প্রায়ই একটা কথা বলা মজা করা হয়, once you select dark mode, there's no going back! কথাটা অন্যদের জন্য সত্য কিনা জানি না, তবে আমার জন্য সত্য।
এই প্লাগইনটি আপনার ব্রাউজারের সব ওয়েব সাইটকে ডার্ক মুডে নিয়ে যাবে। ফেসবুক বলেন আর সামু বলেন, প্রায় সব সাইটই ডার্ক মুডে চলে যায়। আমার অফিসের একটা ওয়েব সাইট এটা দিয়ে ডার্ক করে ব্যবহার করতেছিলাম দেখে অফিসে আরও অন্ততপক্ষে ১০জন এটা ব্যবহার শুরু করেছে।
আমার পিসিতে সামু এমন দেখায়ঃ
ডাউনলোড লিংকঃ Dark Reader
৪. স্ক্রীণশট ও স্ক্রীণ রেকর্ডারঃ
এটা খুব সম্ভবত সবার খুব ফ্রিকোয়েন্টলি লাগবে না। তবুও দিলাম, আমার প্রচুর লাগে। এটি দিয়ে আপনি কোন ওয়েব পেজ এর স্ক্রীণশট যেমন নিতে পারবেন, সাথে সাথে টুকটাক এডিটও করতে পারবেন। আমার প্রিয় ফিচার ছবির অংশ বিশেষ খুব সহজেই ব্লার করা। আবার ভিডিও রেকর্ডও তৈরী করতে পারবেন।
আমি আমার নিজের কাজ গুলি ডকুমেন্ট করতে খুব পছন্দ করি। কিভাবে কাজগুলি সহজে করি, তার ভিডিও করে কলিগদের মাঝে শেয়ার করি। আমাদের অফিসের সোশ্যাল সাইটে আমার গাদিখানেক সাবস্ক্রাইবার আছে!
ডাউনলোড লিংকঃ Awesome Screenshot and Screen Recorder
৫. ক্রোম রিমোট ডেস্কটপঃ
প্রায়ই আমার বাসার বাইরে থেকে কম্পিউটারে টুকটাক কাজ করার দরকার পড়ে। আবার কখনও কখনও কোন কোন ফাইল খুলে দেখা লাগে। তাছাড়া বাচ্চারা কম্পিউটারে কি করছে কি না করছে তার সামান্য নজরদারির জন্যও দেখা লাগে যে কম্পিউটারে কি চলছে। এজন্য আমি ক্রোম রিমোট ডেস্কটপ ব্যবহার করি।
ইন্সটল করে মোবাইলে বা অন্য কম্পিউটারে একবার কানেক্ট করে নিলেই হয়। আর ঝক্কি ঝামেলা নাই। কানেক্ট দিলেই কানেক্ট। এটা এনিডেস্ক বা টিমভিউয়ারের মত ঝামেলার না।
ডাউনলোড লিংকঃ Chrome Remote Desktop
---------------------------
আশাকরি দু-একটা এক্সটেনশন আপনাদের সাথে মিলে যাবে বা আপনাদের কাজে লাগবে।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৩:৩৫
টেক ব্লগার বলেছেন: পোষ্টে বলতে ভুলে গেছি, এর সবগুলিই ফ্রি। ৪নংটায় টাকা দিয়ে বাড়তি কিছু ফিচার যোগ করা যায়।
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:৩০
ইফতেখার ভূইয়া বলেছেন: ব্যক্তিগতভাবে ক্রোম ব্যবহার করি না। কাউকে ব্যবহার করতে উৎসাহিতও করি না। ওয়েব ডেভেলপার হিসেবে কাজের জন্য মাঝে মাঝে বিভিন্ন সাইট টেস্ট করা হয় এই যা। তুলানমূলকভাবে ফায়ারফক্সকে বেশী নিরাপদ বলে মানে করি। ধন্যবাদ।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:২৮
টেক ব্লগার বলেছেন: আপনি যদি ওয়েব ডেভলপার হন, তাহলে আপনার ক্রোমেই কাজ করা উচিৎ। কারণ কোন জিনিষ যদি ক্রোমে ঠিকঠাক কাজ করে, তাহলে ৬৫% এর ও বেশী মানুষের কাছে কাজ করবে। ফায়ারফক্সের ব্যবহার এখন কমে গেছে।
৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪৮
জ্যাক স্মিথ বলেছেন: ডার্ক রিডার এবং স্ক্রীন রেকর্ডার ব্যবহার করি, আর রিমোটলি কাজের জন্য AnyDesk ব্যবহার করি। আমি এখন ক্রোমের ভক্ত।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:২৮
টেক ব্লগার বলেছেন: এনিডেস্ক আমিও ব্যবহার করি, যখন অন্যদের পিসিতে কানেক্ট করতে হয়। নিজের মোবাইল/ল্যাপটপ থেকে নিজের পিসি ব্যবহারের জন্য আমি সব সময় ক্রোম রিমোট ডেস্কটপ ব্যবহার করি।
৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:১৬
রাজীব নুর বলেছেন: আমি ক্রোম ইউজ করি।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:২৯
টেক ব্লগার বলেছেন: তাহলে এক্সটেনশন গুলি ট্রাই করতে পারেন।
৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:০৬
নেওয়াজ আলি বলেছেন: জেনে নিলাম । ভালো হলো।
১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:১০
টেক ব্লগার বলেছেন:
৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:৩৫
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: তাহলে এক্সটেনশন গুলি ট্রাই করতে পারেন
হ্যাঁ অবশ্যই।
১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:১০
টেক ব্লগার বলেছেন: ধন্যবাদ।
৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:৪০
রূপক বিধৌত সাধু বলেছেন: আমিও ক্রোম ব্যবহার করি। এক্সটেনশনগুলো কাজে লাগাতে হবে।
১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:১১
টেক ব্লগার বলেছেন: এখন দুই ধরণের মানুষ ক্রোম ব্যবহার করে না!
১। অতি নন-টেকি মানুষ, যারা আসলে ব্রাউজার কি তাই বুঝে না!
২। অতি টেকি মানুষ, যারা মূলত ভাব দেখানোর জন্য ক্রোম ব্যবহার করে না।
৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৩৭
নিমো বলেছেন: লেখক বলেছেন: এখন দুই ধরণের মানুষ ক্রোম ব্যবহার করে না!
২। অতি টেকি মানুষ, যারা মূলত ভাব দেখানোর জন্য ক্রোম ব্যবহার করে না।
আপনার এই কথাটা ভুল। উপরে ইফতেখার ভূইয়া ফায়ারফক্স ব্যবহারের খুব যৌক্তিক একটা কারণ বলেছেন। তাই ভাবের কিছু এখানে আছে বলেতো মনে হয় না।
১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৪৩
টেক ব্লগার বলেছেন: ওহ, সরি, ঐ মন্তব্যের কথা ভুলেই গেছিলাম। তৃতীয় ধরণের মানুষের তালিকায় উনি। আমি মূলত সাধারণ মানুষের কথা মাথায় রেখে বলেছিলাম। ইফতেখার ভাইতো ডেভলপার, উনারা আলাদা ধরণের মানুষ!
©somewhere in net ltd.
১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৩:১৭
সোনাগাজী বলেছেন:
৫ নং আমার দরকার হবে; এটা ফ্রি?