নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাতরে ফিরি আলো

আত্নভোলা

আমি একজন মানুষ!

আত্নভোলা › বিস্তারিত পোস্টঃ

সারোগেসি

১৭ ই জুন, ২০১৩ রাত ৮:২৪

আজকে একটা পুরাতন শব্দ নতুন করে মনে নাড়া দিলো - সেটা হচ্ছে ‘সারোগেসি’

সারোগেসি শব্দটার অর্থ ইন্টারনেট ঘেটে যা জানতে পারলাম তার মানে দাড়ায় কৃত্তিম উপায়ে গর্ভ সঞ্চার অর্থাৎ এক কোথায় গর্ভ ভাড়া দেয়া । বর্তমান পৃথিবীতে কোনো দম্পতি তাদের শুক্রানু ও ডিম্বানু সংগ্রহ করে কৃত্তিম উপায়ে ল্যাব এ ফার্টিলাইজেশণ করার পর তা অন্য কোনো মহিলার গর্ভে স্থাপন করার মাধ্যমে সন্তান জন্ম দেয়ার যে পদ্ধতি, তাই 'সারোগেসি' নাম পরিচিত



আমাদের দেশের পার্শবর্তী দেশ ভারতে এই পদ্ধতি রীতিমত ব্যাবসার পর্যায়ে চলে গিয়েছে, যেখানে অর্থের বিনিময়ে গর্ভ ভাড়া পাওয়া যায়! একটা বিষয় আমার কাছে খুবই অদ্ভুত লাগলো যে এই পদ্ধতিতে যারা জন্ম নিচ্ছে তারা তাদের জেনেটিক মায়ের ডিম্বানু ব্যতিত কোনো রকম দৈহিক সংস্পর্শ পায় না, না পায় মাতৃদুগ্ধ। আর গর্ভধারণের মাধমে সন্তানের সাথে যে মনোদৈহিক সম্পর্ক গড়ে ওঠে তা থেকেও তারা বঞ্চিত হয়! আর সেই সব গর্ভদানকারী মহিলাদের ব্যাপারটা একবার ভাবুন! বুঝলাম এইটা বর্তমান চিকিৎসা বিজ্ঞানের চরম উন্নতির ফলাফল .... কিন্তু বিষয়টা কিন্চিৎ হলেও আমার গর্ধব মনকে আধুনিকতার প্রতি বিরোধী করে তুলছে |

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০১৩ রাত ৮:৩৬

কাজী রহমতুল্লাহ বলেছেন: আধুনিকতার প্রতি বিরোধী করে তুলছে কেন ?

নিঃসন্তান দম্পতির দৃষ্টিকোন থেকে দেখার চেষ্টা করুন, আধুনিকতার প্রতি শ্রদ্ধা বেড়ে যাবে।

২০ শে জুন, ২০১৩ বিকাল ৪:০৮

আত্নভোলা বলেছেন: নিঃসন্তান দম্পতির জন্য এটা আসলেই আশীর্বাদ, এটা আগামি দিনের কর্পোরেট মহিলাদের জন্য একটা ভাল পথও বটে, "এত ঝামেলার কি দরকার গর্ভ ভাড়া করলেই তো হয়"........
এমনই চিন্তা হওয়া থেকেই তারা সারোগেসির দিকে ঝুকবে এবং যার মানে সন্তান এবং মায়ের আত্বিক সম্পর্কের দুরত্ব...

২| ২১ শে জুন, ২০১৩ সকাল ৭:২৮

কাজী রহমতুল্লাহ বলেছেন: কর্পোরেট মহিলা আবার কি বস্তু ?
আপনি কি "সারোগেসি" তে ফোকাস করছেন নাকি পুরুষতন্ত্রের সৃষ্ট ভ্রান্তির বিরুদ্ধে দাঁড়াচ্ছেন?
কি চাচ্ছেন সেটা পরিষ্কার না করলে যে না ঘরকা না ঘাটকাতে থেকে যাবেন ।

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১:২৪

আত্নভোলা বলেছেন: আমি যেটা বলতে চেয়েছি তা হল একটা ভাল জিনিসের সাম্ভাব্য বাজে ব্যবহার।

আর আপনার ভাষায় "বস্তু" টা খুজতে গুগুলান তাহলেই পাবেন। আর আমি যদি প্রশ্ন করি পুরুষতন্ত্রের সৃষ্ট ভ্রান্তি!!!!??? এটা তত্ব আবার কোথায় হতে নিয়া আসলেন? পুরুষতন্ত্রের সৃষ্ট ভ্রান্তি গুলা একটু বলবেন কি??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.