![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাবছি বিস্ময়ে, ভাবছি বিনয়ে, ভাবছি বিদ্রোহে, ভাবছি বিষাদে, ভাবছি ভ্যাবাচ্যাকা খেয়ে ।
সেই ফেলে আসা বালিশের তলায় মুঠোফোনে বন্দী ছিল বিকেলের ভালোবাসা। বালিকা তোমার অপেক্ষায় কেটে গেছে বহুবেলা। একবার জেগে উঠবে জানি রিংটোনে সেলফোন। সেই দুপুর গড়িয়ে বিকেল অতঃপর সন্ধ্যে নামার ক্ষণে ক্ষণে অপেক্ষা ছিল তোমার জন্য বালিকা। কিন্তু সেদিন ভুলেও আসেনি কোন ফোন। একরাশ মন খারাপ নিয়ে কালো রাস্তায় স্যান্ডেলের তলা ক্ষয়ে ক্ষয়ে হেঁটে গেছি উদ্দেশ্যহীন ভাবে অনেকদূর পর্যন্ত। জ্বলন্ত সিগারেট হয়তো ঠোঁটে না জ্বলে শেষ হয়ে পুড়েছে দুই আঙুলের মাঝেই ।
সেই উদ্দেশ্যহীন ভালোবাসার ভালোলাগাগুলো ঠিক আদৌ কি বেঁচে আছে আমাদের মাঝে ? নাকি ভালোবাসা খুঁজে নিয়েছে কোন এক উদ্দেশ্য ?
©somewhere in net ltd.