![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাবছি বিস্ময়ে, ভাবছি বিনয়ে, ভাবছি বিদ্রোহে, ভাবছি বিষাদে, ভাবছি ভ্যাবাচ্যাকা খেয়ে ।
মধ্যরাতের বৃষ্টির পর সুখগুলো বাঁধনহারা
এক পা দু পা করে ঘর ছেড়ে বাহির হওয়া।
অন্ধকারে কালো রাস্তাটাকে ঠিক ঠাওর করা যায় না।
কালো রাস্তা পেরিয়ে সবুজ মাঠটাকে
এখন আর সবুজ মনে হয় না।
বিকেল বেলায় ছেলেগুলো এখানেই
বড্ড দস্যিপনায় মেতে উঠে
মধ্যরাতে ঠিক তার বিপরীত
স্বভাবসুলভ আচরণ নিয়ে পড়ে আছে।
কেউ নেই এখানে
আছে শুধু শুনশান, নিথর, নীরব, নির্বাক।
তোমার আঙুলের সাথে আমার আঙুলের সন্ধি
এগিয়ে আসছে আরও কিছু শব্দ আরও কিছু অনুভুতি
কালো রাস্তা পেরিয়ে মাঠের একপাশ দিয়ে হাঁটছি।
কথা নেই কোন শুধু আছে কিছু অনুভুতির ব্যাখ্যা।
মাঠ পেরিয়ে কিছুদূর এগিয়ে যেতেই রাতের মাতাল হাওয়া।
তোমার চুলগুলো আঁধারে এলোমেলো এইমুহূর্তে
এলোমেলো আঁধারে নগ্ন পায়ে হাঁটছি আমরা।
তবুও নেই কোন কথা।
কেউ নেই এখানে
আছে শুধু শুনশান, নিথর,নীরব,নির্বাক।
কালো মেঘ সরিয়ে উঁকি দেওয়া আধোচাঁদ
বুকের পাঁজরে জমতে থাকা ভালোবাসা
বৃষ্টিস্নাত সবুজ ঘাসের উপর নগ্ন পায়ের চলন,
ঘরে ফেরার আপাতত নেই কোন তাড়া
নীরবতা ভেঙ্গে কাছে টেনে নেওয়া।
উষ্ণতা ভাগাভাগি অবশেষে।
পৃথিবীর বুকে জেগে থাকা একফালি ভালোবাসা
আধমুখো চাঁদোয়ার আলোয় জেগে আছি আমি আর তুমি।
২| ০১ লা আগস্ট, ২০১৩ ভোর ৫:২৮
টেনিদা বিভ্রাটে বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০১ লা আগস্ট, ২০১৩ রাত ২:৫১
টুম্পা মনি বলেছেন: ভালো লাগল।