নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ

টেনিদা বিভ্রাটে

ভাবছি বিস্ময়ে, ভাবছি বিনয়ে, ভাবছি বিদ্রোহে, ভাবছি বিষাদে, ভাবছি ভ্যাবাচ্যাকা খেয়ে ।

টেনিদা বিভ্রাটে › বিস্তারিত পোস্টঃ

দুঃখ বিলাসী সুখ

০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৫:০০

মাঝে মাঝে কারো মন খারাপে

নিজেকে অনেক বেশি কষ্ট দিতে ইচ্ছে করে।

মাঝে মাঝে কারো সুখ গুলোতে

নিজেকে আড়াল করতে ইচ্ছে করে।

মাঝে মাঝে কারো কান্নার নিঃশব্দে

নিজের হাত দুটো ভেজাতে ইচ্ছে করে

ইচ্ছে করে বুকটা ও ভিজুক

কারো দু'চোখের অঝোর শ্রাবণে।



মাঝে মাঝে কারো কষ্ট প্রহরে

নির্বাক হয়ে অনুভুতির ভাষা ব্যক্ত করতে ইচ্ছে করে।

মাঝে মাঝে কারো শুন্যতার মাঝে

পূর্ণতা হতে বড্ড ইচ্ছে করে।

মাঝে মাঝে কারো একলা পথে

রোদ ছায়া মাখামাখি করে

তার সাথে বহুদূর যেতে ইচ্ছে করে।

মাঝে মাঝে তার একলা হাতের মাঝে

নিজের একটি হাত রেখে বলতে ইচ্ছে করে

একলা নও তুমি রয়েছি এই আমি

কারো বিশ্বাসের নিঃশ্বাসের প্রতিটি স্পন্ধনে।



মাঝে মাঝে কারো অলস দুপুরে

একটু ছায়া হতে ইচ্ছে করে।

মাঝে মাঝে নিঃশব্দের বিকেলে

ছাদের এককোণে প্রতীক্ষায় থাকতে ইচ্ছে করে।

মাঝে মাঝে কারো সন্ধ্যে নামার পরে

বৃষ্টি শেষে জোনাক উৎসবে আমন্ত্রন জানাতে বড্ড ইচ্ছে করে।

মাঝে মাঝে কারো ঘুমের দেশে

স্বপ্ন হয়ে দুটি চোখের পাতায়

আঁশটে পৃষ্ঠে জড়িয়ে থাকতে ইচ্ছে করে।

মাঝে মাঝে কারো ঘুম ভাঙ্গা সকালে

ঘুমহীন রাত পার করে বলতে ইচ্ছে করে

ভালোবাসি জীবনের সকল শুভ্রতা দিয়ে

কিছু কষ্ট কিছু সুখ কিছু যোগ কিছু বিয়োগ দিয়ে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

বংশী নদীর পাড়ে বলেছেন: সবার জন্য উৎসর্গঃ-

প্রেম প্রেমের মতো..নূরের বাতি ঝ্লক দেয় হৃদয় কোণে....

২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৩৯

রেজওয়ান তানিম বলেছেন: ভাল লাগল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.