নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

~

Selfish Shellfish

তানজু রাহমান

নদীর অন্যপারে আছি।

তানজু রাহমান › বিস্তারিত পোস্টঃ

(প্রিয় কবিতা-১/মহাদেব সাহা) মানুষের বুকে এতো দীর্ঘশ্বাস

২৩ শে মে, ২০০৮ রাত ৯:২৪

কেউ জানেনা একেকেটি মানুষ বুকের মধ্যে কী গভীর দীর্ঘশ্বাস নিয়ে বেড়ায়-

কোনো বিষন্ন ক্যাসেটেও এতো বেদনার সংগ্রহ নেই আর,

এই বুকের মধ্যে দীর্ঘশ্বাসের পর দীর্ঘশ্বাস যেন একখানি অন্তহীন প্রগাঢ় এপিক!

পাতায় পাতায় চোখের জল সেখানে লিপিবদ্ধ

আর মনোবেদনা সেই এপিকের ট্রাজিক মলাট;

মানুষের বুকে এতো দীর্ঘশ্বাস, এতো দীর্ঘশ্বাস, কে জানতো!



দীর্ঘশ্বাসভরা এই বুকের চেয়ে শীতপ্রধান বিপন্ন অঞ্চল আর কোথাও নেই,

এমন হলুদ, ধূসর আর তুষারবৃত!

একেকটি মানুষ বুকের মধ্যে কী গভীর দীর্ঘশ্বাস নিয়ে বেড়ায়, কেউ জানে না

হঠাৎ একসঙ্গে অসংখ দুঃখ যদি কখনো কেঁদে ওঠে কিংবা যদি

প্রাচীন শিলালিপি থেকে সব শোকের গান সশব্দে বেজে যায়,

তাহলে যেমন মধ্যাহ্নের আকাশ সহসা দুঃখে ম্লান হয়ে যাবে

গোলাপ হবে কৃষ্ণবর্ণ, তার চেয়েও বিষন্নতা নেমে আসবে

মানুষের বুক থেকে এই দীর্ঘশ্বাস যদি বৃষ্টির মতো ঝরে পড়ে।



তেমন সম্ভাবনা আছে বলেই মানুষ বুকের মধ্যে দীর্ঘশ্বাস চেপে রাখে

তার চোখে নিয়তই জল ঝরে তবু দেখা যায় না;



মানুষের ভেতর কতো যে দীর্ঘশ্বাস, জমাট বেঁধে আছে

কতো যে ক্রন্দন, পাতা ঝরার শব্দ, মৃত্যুসংবাদ

মানুষের বুকের মধ্যে ব্যথিত ব্যাকুল ইতিহাস আর আহত সভ্যতা

মেঘের মতো ঘনীভূত হতে হতে একেকটি মর্মান্তিক দীর্ঘশ্বাস হয়ে আছে

মানুষ তাকে বয়ে বয়ে দগ্ধ বেঁচে থাকে;

একেকটি মানুষ বুকের মধ্যে কী গভীর দীর্ঘশ্বাস বয়ে বেড়ায়, কেউ জানে না

একেকটি মানুষ নিজের মধ্যে কীভাবে নিজেই মরে যায়, হায়, কেউ জানে না!



-মহাদেব সাহা



-----------------------------------------------------------------------



আমার সবচাইতে প্রিয় বাংলা কবিতা

মন্তব্য ২৫ টি রেটিং +১৪/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০০৮ রাত ১০:৫৭

নিলা বলেছেন: "একেকটি মানুষ বুকের মধ্যে কী গভীর দীর্ঘশ্বাস বয়ে বেড়ায়, কেউ জানে না
একেকটি মানুষ নিজের মধ্যে কীভাবে নিজেই মরে যায়, হায়, কেউ জানে না!"


চমৎকার একটা কবিতা। আগে কখনো পড়ি নি। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

০৯ ই জুন, ২০০৮ রাত ১১:৩১

তানজু রাহমান বলেছেন: আপনার ও ভালো লেগেছে জেনে ভীষন রকম খুশি লাগছে!

২| ১৬ ই জুন, ২০০৮ রাত ১:৩৪

শফিকুল বলেছেন: মানুষের বুকে এতো দীর্ঘশ্বাস।

সত্য কথা।

১৬ ই জুন, ২০০৮ রাত ৩:০৩

তানজু রাহমান বলেছেন: ...:(

৩| ১৭ ই জুন, ২০০৮ রাত ৩:৫১

উত্তরাধিকার বলেছেন:
মহাদেব সাহা আমার অন্যতম প্রিয় কবি।
আপনাকে অনেক ধন্যবাদ।

১৭ ই জুন, ২০০৮ রাত ৩:৫৩

তানজু রাহমান বলেছেন: :)
আমার ও। একমাত্র ওনার প্রায় সব(সব নয়) কবিতার সাথে আমি আইডেন্টিফাই করতে পারি।

৪| ১৭ ই জুন, ২০০৮ ভোর ৫:১২

দোলাহাসান বলেছেন: ভাল লাগলো। আগে পড়িনি:(
ভাল থাকুন

১৭ ই জুন, ২০০৮ সকাল ১০:৫২

তানজু রাহমান বলেছেন: আপনার ও ভালো লাগসে শুনে খুশি হইলাম! লম্বা কবিতা পড়ার ধৈর্য আমার নিজের ও থাকে না। তবে মহাদেব সাহার কবিতা গুলা সত্যি ভালো লাগে।

৫| ১৯ শে জুন, ২০০৮ রাত ৮:২৬

মানুষ বলেছেন: সবার কিন্তু শ্বাসকষ্ট থাকে না। এই যেমন আমার নেই। প্রিয়তে নিলাম।

১৯ শে জুন, ২০০৮ রাত ৮:৩০

তানজু রাহমান বলেছেন: হাহা...ভেরি ফানি! :-P

আমার প্রিয়টাও প্রিয় ভাবার জন্য ধন্যবাদ! :)

৬| ১৯ শে জুন, ২০০৮ রাত ১০:১৪

আউলা বলেছেন: কবিতা বুঝি না :(

১৯ শে জুন, ২০০৮ রাত ১০:২৬

তানজু রাহমান বলেছেন: ইহা তবে কি: Click This Link
আর এইটাতো শুধু কবিতা না! এইটা হল আধুনিক কবিতা। আধুনিক কবিতা ভর্তি শুধু ভাব...অবশ্য আমার ভাব ভালো লাগে :#)

৭| ১৯ শে জুন, ২০০৮ রাত ১১:৪৭

চিকনমিয়া বলেছেন: কোবতে বুজিনা:(

২০ শে জুন, ২০০৮ রাত ১:৫৫

তানজু রাহমান বলেছেন: তাওতো ঠিকই লেখ!

৮| ০২ রা জুলাই, ২০০৮ রাত ৯:৫১

ফাহমিম বলেছেন: আমি ছোটো,আমাকে মারবেন না।সাহস করে একটা কথা বলি।

মহাদেব সাহা কে আমার অনেক ওভাররেটেড মনে হয়।ওনার চেয়ে অনেক ভালো ভালো কবি আমার মতে এখানকার ব্লগার দের মধ্যেই আছে।

দুঃখিত।কারো সবচে প্রিয় কবিতা হবার মতো ভালো লাগলো না।

০২ রা জুলাই, ২০০৮ রাত ১০:১০

তানজু রাহমান বলেছেন: না না। এটাতো সম্পূর্ণ ব্যক্তিগত ধারনা। আমার কাছে নির্মলেন্দু গুণের কিছু কবিতা ভালো লাগে কিন্তু মহাদেব সাহার ক্ষেত্রে ভালোলাগাটা অনেক বেশি পরিমানে হয়...! তবে একটা পর্যায়ের পর একজন আরেকজনের চাইতে ভালো এ কথাটা আমি বলতে পারব না। কারন যত যাই বলি, সাহা কখনো গুণের মতন লিখতে পারবেন না & vice versa!

৯| ০৩ রা নভেম্বর, ২০০৮ ভোর ৬:৫৫

বিষাক্ত মানুষ বলেছেন: স্বাগতম ... ঠ্যাং সোজা করে মুখ দিয়ে ঝগড়া করে যান

০৩ রা নভেম্বর, ২০০৮ রাত ৯:৩৪

তানজু রাহমান বলেছেন: ধন্যবাদ আমাকে সম্বর্ধনা দেয়ার জন্য।
দোয়া রাখবেন! ঝগড়া মেডেল হাতছাড়া করবো না ইনশাল্লাহ! B-)

১০| ০৩ রা নভেম্বর, ২০০৮ রাত ১০:৫৬

মানুষ বলেছেন: স্বাগতম, কান ধরে দাঁড়িয়ে থাকুন

১১| ১৬ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:৫৭

সহেলী বলেছেন: প্রিয় এক কবির প্রিয় একটি কবিতা আমার ।

১২| ০৫ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:২৯

িনর্বাক বলেছেন: দারুন......।

১৩| ২৫ শে এপ্রিল, ২০১১ রাত ৮:২৬

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: মহা দেব সা হা। ভালো লাগা।

১৪| ২৫ শে এপ্রিল, ২০১১ রাত ৮:২৮

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: মহা দেব সা হা। ভালো লা গা।

১৫| ২৭ শে এপ্রিল, ২০১১ ভোর ৪:২৬

তানজু রাহমান বলেছেন: ধন্যবাদ

১৬| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৫

বোকামানুষ বলেছেন: এত সুন্দর একটা কবিতা আগে পড়া হয়নি

অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.