নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এখানে সীমাহীন রাজনৈতিক চাপাবাজি হয় ।

টার্মিনেটর

রাজনৈতিক মাতলামির কোন সীমানা নাই তবে....

টার্মিনেটর › বিস্তারিত পোস্টঃ

রাজনীতি ও তরুণ প্রজন্ম

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৯

জনগণপ্রদত্ত ক্ষমতাবলে রাজনীতিকেরাই মূলত একটি দেশের নীতিনির্ধারক ও দেশ পরিচালনার দায়িত্বে নিয়োজিত। একজন দক্ষ নাবিক যেমন সঠিক দিকনির্দেশনা দিয়ে জাহাজকে তাঁর কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে নিয়ে যান, তেমনি কোনো দেশের রাজনীতিকেরা সৎ ও বিচক্ষণ হলে সে দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়—এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর এর বিপরীত কিছু ঘটলে সে দেশকে প্রতিনিয়তই যে ধুঁকে ধুঁকে চলতে হয়,

তা বর্তমানে এ দেশের জনগণ ভালোভাবেই টের পাচ্ছে।

বহুকাল ধরে আমাদের দেশে যে অসুস্থ রাজনীতির চর্চা চলে আসছে, তা বদলানোর প্রয়াসে সুশীল সমাজ থেকে শুরু করে বিভিন্ন সময় বিভিন্ন মহল নানাভাবে দাবি তুলে আসছে। কিন্তু বাস্তবে এর কিছুই হয়নি। বর্তমানে শিক্ষিত তরুণ প্রজন্মের অধিকাংশ রাজনীতিতে জড়িত হওয়ার প্রসঙ্গ উঠলেই গা এড়িয়ে চলে। এর দায়ভার আমাদের বয়োজ্যেষ্ঠ রাজনীতিকদের নিতে হবে। কারণ, তাঁদের অধিকাংশই এমন ভালো কোনো দৃষ্টান্ত তৈরি করতে পারেননি, যা দেখে তরুণ প্রজন্ম রাজনীতিচর্চায় উদ্বুদ্ধ হবে। কিন্তু এভাবে আর কত দিন?

তরুণদের মধ্য থেকে সৎ ও যোগ্যরা যদি রাজনীতির মূলধারায় যুক্ত হতে না পারেন, তবে এই রুগ্ণ পরিস্থিতি থেকে উতরানোর সম্ভাবনা খুব কম। এ ক্ষেত্রে দু-একজন রাজনীতিক, যাঁরা সুস্থ রাজনীতির সঙ্গে জড়িত, তাঁরা রাজনীতির মঞ্চে সঠিক দৃষ্টান্ত স্থাপন করে তরুণ প্রজন্মকে রাজনীতিতে উৎসাহী করতে ইতিবাচক ভূমিকা রাখতে পারেন। পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমেরও যথেষ্ট শক্তিশালী ভূমিকা রাখার সুযোগ রয়েছে।

আমরা চাই, দেশের রাজনীতিতে দূষণের মাত্রাটা এমন পর্যায়ে নেমে আসুক, যাতে ভবিষ্যৎ প্রজন্ম তাদের জীবনের লক্ষ্য ঠিক করতে গিয়ে রাজনীতিবিদ হওয়ার ব্যাপারটাও মাথায় রাখতে পারে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.