![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবাই বলে আমাকে দিয়ে কিচ্ছু হবে না
"হরতাল সমর্থক কিছু লোক দেয়ালের স্তম্ভে নড়াচড়া করার ফলে বিল্ডিং ধসে থাকতে পারে ।" গতকাল বিবিসিকে বলেন মগা আলমগির।
তিনি আরো বলেন - "শিবিরের ছেলেদের শক্তির পেছনে হরলিক্স আর বুস্ট এর মত বিদেশি শক্তির প্রত্যক্ষ মদদ রয়েছে। অবিলম্বে হরলিক্স ব্যান করা আমাদের ঈমানি দায়িত্ব।"
এ ব্যাপারে হরলিক্স এর গোডাউনের দারোয়ানের সাথে কথা বলে জানা গেছে দুর্ঘটনার আগের দিন কে বা কারা ১০ কার্টুন হরলিক্স কিনে নিয়ে গেছে।
২| ২০ শে মে, ২০১৩ ভোর ৫:২৬
আধারের কবি বলেছেন: কেমন আছ আপুমনি???????
৩| ২০ শে মে, ২০১৩ ভোর ৫:২৮
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ভাল, আপনি কেমন আছেন? আপনি আসেন না কেন? ভাল থাকবেন।
২০ শে মে, ২০১৩ ভোর ৫:৫৪
আধারের কবি বলেছেন: আমাকে সেফ করে দিসে :পি
©somewhere in net ltd.
১|
২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৩
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: "হরতাল সমর্থক কিছু লোক দেয়ালের স্তম্ভে নড়াচড়া করার ফলে বিল্ডিং ধসে থাকতে পারে ।"
সিভিল এঞ্জিনিয়ারিং এর বই এ যুক্ত করা হোক।