![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব ব্যবসার জন্যে একটি ভিন্নধারার প্লাটফর্ম তৈরী করেছে বাংলাদেশী ওয়েবসাইট টেক্সহাট। মুলত এই ওয়েবসাইটটি তৈরী পোশাক, টেক্সটাইল, লেদার, পাট, এক্সেসরিজ ও প্যাকেজিং, রাসায়নিক ও গার্মেন্টস ও টেক্সটাইল মেশিনারিজের বায়ার এবং সাপ্লায়ারদের একত্রিত করেছে। বিগত কয়েক বছর কঠোর পরিশ্রমের পর ওয়েবসাইট এখন ধীরে ধীরে জনপ্রিয়তা অর্জন করতে শুরু করেছে। এই ওয়েবসাইট বিনামূল্যে সাপ্লায়ারদের পন্য বায়ারদের কাছে প্রচার করে। একইভাবে, টেক্সহাট বায়ারদেরও বিনা মূল্যে সাপ্লায়ারদের সাথে যোগাযোগের ব্যবস্থা করে দেয়।
টেক্সহাট কি?
টেক্সহাট হল একটি ওয়েবসাই যা তৈরী পোশাক, টেক্সটাইল, লেদার, পাট, এক্সেসরিজ ও প্যাকেজিং, রাসায়নিক ও গার্মেন্টস ও টেক্সটাইল মেশিনারিজের বায়ার এবং সাপ্লায়ারদের একত্রিত করে এবং পন্য ক্রয় ও বিক্রয়ের সুযোগ করে দেয়।
টেক্সহাটের সেবা কোন কোন ব্যবসার জন্য প্রযোজ্য?
তৈরী পোশাক, টেক্সটাইল, লেদার, পাট, এক্সেসরিজ ও প্যাকেজিং, রাসায়নিক ও গার্মেন্টস ও টেক্সটাইল মেশিনারিজের কোম্পানী সম্পুর্ন বিনামূল্যে টেক্সহাটের সেবা নিতে পারবে। এছাড়াও কিছু ডিট্রিবিউটর কোম্পানী আছে যারা টেক্সহাটের সুবিধা গ্রহন করতে পারবে। যেমন গার্মেন্টস কেমিক্যাল ডিট্রিবিউটর কোম্পানী এই ওয়েবসাইটটি থেকে বিনা মূল্যে এসব সুবিধা গ্রহন করতে পারে।
ভবিষ্যৎ-এ যেসব সেবা দিবে টেক্সহাটঃ
টেক্সহাট কোম্পানীর ফেসবুকপেজ ও ব্লগের মাধ্যমে তারা তাদের আগাম সেবা সম্পর্কে জানিয়েছে। তাদের স্বপ্ন আরও বড় ধরনের। আগামী কয়েকমাসের মধ্যেই তারা এইসব সেক্টরে কর্মরত চাকুরীজিবীদের জন্য নতুন সুবিধা নিয়ে সবার সামনে নিজেদের দক্ষতা নতুন ভাবে তুলে ধরবেন। তবে টেক্সহাট তাদের নতুন সুবিধা সম্পর্কে আগাম কিছু জানায়নি, আর আমার মতো নতুন টেক্সটাইল ইন্জিনিয়ারগন বসে আছেন নতুন সূর্যোর অপেক্ষায়...............
১৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৬
অনামিকা টেক্সটাইল বলেছেন: ধন্যবাদ কাবিল ভাই, এটা ব্লগ না অ্যাপারেল বায়ার এবং সাপ্লায়ারদের প্লাট ফরম। আর আমি নতুন ব্লগিং শিখছি চাকরীর পাশাপাশি!
©somewhere in net ltd.
১|
১৪ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:০০
কাবিল বলেছেন: ভালো খবর।
শুভ হোক ব্লগিং।