নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful
আমাদের বিল্ডিং এর ছাদে ছোট একটি রুম আছে যাতে ইনডোর জিম এর মতো অল্প কিছু ইন্সট্রুমেন্ট আর টেবিল টেনিসের ব্যাবস্থা করা, আমি প্রায়ই টেবিল টেনিসে হেরে যাই কোনো না কোনো বন্ধুর কাছে ! হেরে যাওয়ায় যেই আনন্দ তা কোনো দিন জয়ে পাইনি, অদ্ভুত একটি ব্যাপার মনে হতে পারে ! কিন্তু সত্যি বলতে কি প্রতিপক্ষের হাসিমুখ আর আনন্দ দেখতে পারা আয়নায় নিজেরই প্রতিচ্ছবি, তাই পরাজয়ে ও আনন্দ ।
জয় হোক পরাজয় দিবসের
শুক্রবার ২৭/০৭/২০১৮
২৭ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:১৬
ঠাকুরমাহমুদ বলেছেন: স্রাঞ্জি সে, ভাই ধন্যবাদ আপনাকে ।
২| ২৭ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৫৬
কাওসার চৌধুরী বলেছেন:
গুরু, গুগলিটায় তো মাথা আউলা করে দিল। এ বিষয়টি এভাবে তো কখনো ভাবিনি!! "আয়নায় নিজেরই প্রতিচ্ছবি" হুম এটা সত্যি কথা। ভাবনার একটি বিষয় পেলাম, নতুন লেখায় কাজে লাগবে এই ফিলোসফিটা।
২৭ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:১৭
ঠাকুরমাহমুদ বলেছেন: হেরে যাওয়াতে আনন্দ আছে, আমার ভালো লাগে গুরু ।
৩| ২৭ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:০৫
পদাতিক চৌধুরি বলেছেন: আহা! নুতন ফিলোজফি। গুরু - শিষ্যের এমন মিথোস্ক্রিয়া চলতে থাকুক।
শুভকামনা রইল।
২৭ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:১৮
ঠাকুরমাহমুদ বলেছেন: পদাতিক ভাই, ধন্যবাদ সাথে ছিলেন সাথে আছেন - আমি কৃতজ্ঞ আপনার কাছে ।
৪| ২৭ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:১৩
চাঁদগাজী বলেছেন:
খেলায় একপক্ষ জয়ী হয়, অন্যপক্ষ পরাজিত হয়; দরকার হলে, খুবই ঘনিষ্ট জনকে জয়ী করা হয়: বাবা-মা বাচ্চাদের সাথে খেললে, বাচ্চাদের জয়ী হতে দেয়; তবে, খেলতে হয় জয়ী হওয়ার ইচ্ছা নিয়ে।
২৭ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:২০
ঠাকুরমাহমুদ বলেছেন: আপনার কথা সত্যি, জয়ের মধ্যে যে আনন্দ আছে তার চেয়ে অনেক বেশী আনন্দ কখনো কখনো হেরে যাওয়ার মধ্যে ।
৫| ২৭ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:২১
ওমেরা বলেছেন: আপনি কোন খেলোয়ারই না ।
২৭ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:২৯
ঠাকুরমাহমুদ বলেছেন: আপনি ঠিকই বলেছেন ।
৬| ২৭ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৭
রাজীব নুর বলেছেন: ভালো মানসিকতা।
২৭ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৩
ঠাকুরমাহমুদ বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই, ধন্যবাদ আপনাকে ।
৭| ২৭ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: পরাজয়ে ডরে না বীর
আর পরাজয়ে যে শিক্ষা নেয় সে মহাবীর (আমাদের ক্রিকেট টিম)
জয় নয় অংশগ্রহনই বড় কথা! এটাও কি প্রবোধ না মহত্ব!!! ভাবনা বিষয়!
২৭ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:০৭
ঠাকুরমাহমুদ বলেছেন: বিদ্রোহী ভৃগু ভাই, মহত্ব অনেক বড় শব্দ - সেখানে আমি নিতান্ত নগণ্য মানুষ - আসলে বন্ধু জয়ের হাসি নিজের হেরে যাওয়া কোনো কষ্টই না বরং মজাদার । আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা এমন সুন্দর মন্তব্যর জন্য ।
৮| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ৮:২১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বার বার কিন্তু হারতে চাইব না আমি। আমার কী দোষ, আমি ও মানুষ...
২৭ শে জুলাই, ২০১৮ রাত ১১:১৪
ঠাকুরমাহমুদ বলেছেন: সিনেমায় এটিএম শামসুজ্জামান সাহেবের একটি ডায়লগ ছিলো “ম্যান ইজ মরটাল - মানুষ মাত্রই ভুল করে”
৯| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ৮:২১
আহমেদ জী এস বলেছেন: ঠাকুরমাহমুদ ,
বিদ্রোহী ভৃগুর মন্তব্যটাই তুলে দিতে হয় - "পরাজয়ে ডরে না বীর .......জয় নয় অংশগ্রহনই বড় কথা!"
আর ৪নং প্রতিমন্তব্যে যে বললেন - "জয়ের মধ্যে যে আনন্দ আছে তার চেয়ে অনেক বেশী আনন্দ কখনো কখনো হেরে যাওয়ার মধ্যে ।" সে হেরে যাওয়া তো শুদ্ধ ভালোবাসার কাছে , ভালোবাসার নামে খেলার কাছে নয় ।
২৭ শে জুলাই, ২০১৮ রাত ১১:১৮
ঠাকুরমাহমুদ বলেছেন: আহমেদ জী এস ভাই,
ভালো লাগে, আরেকটা ব্যাপার বয়ষ হয়েছে এখন লাইনের পেছনে থাকতে ভালো লাগে হুটোপুটি নেই একটু ঝিমিয়েও নেওয়া যায় সেই সুযোগে । আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই ।
১০| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ৯:১৪
রাকু হাসান বলেছেন: হেরে যাওয়ার আনন্দ আছে বা কেউ পায়,এই প্রথম শুনলাম আমি , যে হেরে যাওয়ার আনন্দ টা কে ভালবাসে অন্যের জয়ে ,বাহ! তাদের বিজয়োল্লাস দেখাও একটি ভাল লাগা, হেরে যাওয়া টি ইচ্ছাকৃত নাকি ..?
২৭ শে জুলাই, ২০১৮ রাত ১১:২২
ঠাকুরমাহমুদ বলেছেন: রাকু হাসান ভাই, অনেকটা ইচ্ছাকৃত বলতে পারেন ধিরে ধিরে পিছিয়ে পড়া বা হঠাৎ পিছিয়ে পড়া, আচমকা জয় বন্ধু খুশীতে দুই কান পর্যন্ত একটা হাসি আর আমি সেই হাসিতে খোঁজে পাই আমার নিজের উল্যাস - - - - - -
ধন্যবাদ ভাই, ধন্যবাদ
১১| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ১:৫৯
চঞ্চল হরিণী বলেছেন: আপনার এই ছোট্ট একটি ব্লগ পোস্টে আমার ভেতর কি খেলে গেলো ঠিক বোঝাতে পারবো না। এমন অনুভূতির মানুষ খুব খুব কম পাওয়া যায়। আমি খুব স্পষ্টভাবেই আপনার অনুভূতি উপলব্ধি করতে পারি, কারণ আমি নিজেও তাই। কিন্তু নিজের এই অনুভূতি লুকিয়ে রাখতে হয় অন্যদের ভুল জাস্টিফাইয়ের অবকাশে। অন্যের জয় দেখে আনন্দ পাই, তার চেয়ে বড় কথা কাউকে হেরে যেতে দেখলে আমার খুব কষ্ট হয়। সেই কষ্টের জন্য আমার নিজের জয়টা ঠিক শান্তি নিয়ে উপভোগ করতে পারি না আমি । তখন মনে হয়, আমি হেরে গেলে এত কষ্ট পেতাম না, তার চেয়ে যে হেরে গেছে সে জয়ী হলে আত্মতৃপ্তির হাসি হাসতে পারতাম। আর শুধু এই একটা কারণে সমাজে বিদ্যমান প্রতিযোগিতামূলক কোন কিছুই আমার ভালো লাগে না, যেখানে আরেকজনকে দাবিয়ে দিতে হয়। বরং প্রতিযোগিতা হওয়া উচিত নিজের সাথে নিজের। কিন্তু কথা হল, এই চিন্তাধারায় আমাদের প্রচলিত সমাজ ব্যবস্থায় জীবন যাপন করা অত্যন্ত কষ্টের, কঠিন। মানুষ ভাববে আমি দুর্বল, বোকা, ভীরু, ব্যর্থ ইত্যাদি এবং সরল বুঝে আরও অনেক বেশী অন্যায় সুযোগ নেবে তারা। আপনার তো বয়স হয়েছে, আমার তো দীর্ঘ পথ বাকি ।
২৮ শে জুলাই, ২০১৮ রাত ৩:৫৭
ঠাকুরমাহমুদ বলেছেন: ভাই চঞ্চল হরিণী, বেলা বেলা সময় চলে গেছে - বয়ষ ও হয়েছে, একটা কবিতা ছিলো:-
“বেলা গেলা হাঁস মুরগী ঘরে তোলো দাদী কে ঔষধ দাও” এখন দাদীকে ঔষধ দেওয়ার মতো কেউ নেই, দাদীর ঔষধ দাদীর নিজেই খেতে হয় - বাস্তব সত্য । তাই পুরাতন প্রজন্ম হয়ে নতুনদের কিছু শেখাতে চেষ্টা করি - জানি লাভ নেই, তারপরও চেষ্টা অবিরত চলছে । জীবনের পথ সব সময়ই দীর্ঘ হয় তারপরও দীর্ঘদিন পর মনে হবে এই তো সেদিনের কথা - আহারে সময় কতো দ্রুত চলে যায় ।
আপনার জন্য রইলো অনেক অনেক শুভ কামনা, ভালো থাকুন - সুস্থ থাকুন ।
১২| ৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০৪
ল বলেছেন: সহমত--- মাঝে মাঝে হেরে যাওয়াতে আনন্দ আছে
০২ রা আগস্ট, ২০১৮ ভোর ৪:০৩
ঠাকুরমাহমুদ বলেছেন: ধন্যবাদ ল ভাই, ধন্যবাদ আপনাকে ।
©somewhere in net ltd.
১| ২৭ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৪৭
স্রাঞ্জি সে বলেছেন:
প্রীশু নিয়েন।
হা হা
না পারলে এটাতো বলাই হবে।
যাক আপনার মত কিন্তু আমারও একি অবস্থা হয় মাঝে মাঝে।