নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি কেমন করে গান করো হে গুনী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি ।।

ঠাকুরমাহমুদ

sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful

ঠাকুরমাহমুদ › বিস্তারিত পোস্টঃ

অতীত বর্তমান ভবিষ্যৎ

০৩ রা আগস্ট, ২০২০ বিকাল ৫:৪৮



অতীত কখনো ভুলতে নেই
মরচে ধরা অতীতকে টান টান করে বর্তমানে টেনে ধরতেও নেই,
বর্তমান সময়ে অতীতকে যারা মনে রাখেন
ভবিষ্যৎ তাদের।।


ঠাকুরমাহমুদ
ঢাকা, বাংলাদেশ
তারিখ: অগাষ্ট ০৩, ২০২০

উৎসর্গ: কথামালা’টি উৎসর্গ করছি আমার প্রিয় ব্লগার অন্তরন্তর ভাইকে, যিনি সামহোয়্যারইন ব্লগকে খুবই পছন্দ করেন এবং সামহোয়্যারইন ব্লগের সুখ দুঃখের সঙ্গী। একজন সত্যিকারের বড় হৃদয়ের মানুষ, দীর্ঘদিন যাবত ব্লগে জড়িত আছেন, তিনি সকল ব্লগারদের লেখা পড়তে পছন্দ করেন এবং খুবই সুন্দর ও গঠনমূলক মন্তব্য করেন।

ছবি: গুগল
কৃতজ্ঞতা স্বীকার: সামহোয়্যারইন ব্লগ কর্তৃপক্ষ।








মন্তব্য ৪৮ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০২০ বিকাল ৫:৫৮

ঢুকিচেপা বলেছেন: চার লাইনের “কথামালা’টি” চমৎকার।
আমার খুব পছন্দ হয়েছে।
অন্তরন্তর ভায়ের সব লেখা দেখি ড্রাফট করে নিয়েছেন।

০৩ রা আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:০৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




অন্তরন্তর ভাই কোনো এক সময়ে লিখেছেন এখন তিনি পড়তে পছন্দ করেন। ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি চার লাইনের কথামালার অর্থ ধরতে পেরেছেন। এই চার লাইনে পৃথিবীর বড় বড় খেলা জড়িত। অতীত বর্তমান ভবিষ্যৎ যিনি চেইনলক করতে পেরেছেন তিনি সময়ের নায়ক।

২| ০৩ রা আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:১২

আহমেদ জী এস বলেছেন: ঠাকুরমাহমুদ,




অতীতকে শৃঙ্খলিত করে বেধে রাখতে নেই। তাকে মিশিয়ে দিতে হয় চলমান কালের মাঝে তবেই বিনির্মিত হয় উজ্জ্বল ভবিষ্যত।
অন্তরন্তর কে আসলেই অনেকদিন ধরেই দেখছিনে ।

০৩ রা আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:২৫

ঠাকুরমাহমুদ বলেছেন:




আহমেদ জী এস ভাই, যথার্থ বলেছেন - “অতীতকে শৃঙ্খলিত করে বেধে রাখতে নেই” যারা যারা অতীতকে শৃঙ্খলিত করতে চেয়েছেন তারা চোরাবালিতে ডুবে গেছেন। অন্তরন্তর ভাই কিছুদিন ব্লগে অনুপস্থিত আছেন তবে শীঘ্রই ব্লগে আসবেন। আমি অন্তরন্তর ভাইকে খোঁজ করছি।

৩| ০৩ রা আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:১৩

ঢুকিচেপা বলেছেন: আমার সর্বশেষ পোস্ট “নভোনীল-১১”-তে অনেক জনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি তার মধ্যে আপনার নামও আছে।

০৩ রা আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৩২

ঠাকুরমাহমুদ বলেছেন:




একটি গল্পের সিরিয়াল এক এক জনের হাতে এক এক ভাবে লেখা সত্যি সত্যি কঠিন কাজ, আপনি সেই কঠিন কাজটি করেছেন। ব্লগে যখন কেউ নামের তালিকা পোস্ট দেন, আমি সেই তালিকাতে পরিক্ষা পাশের তালিকার মতো নিজের নাম খোঁজ করি, বেশীর ভাগ তালিকায় আমার নাম থাকে না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমার নাম আপনার তালিকাতে বাদ পরেনি।

৪| ০৩ রা আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:২১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
যাকে এই পোস্টটি উৎসর্গ করেছেন তার তো দেখি কোন পোস্টই নেই আজ পর্যন্ত।

০৩ রা আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:০৩

ঠাকুরমাহমুদ বলেছেন:




মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভাই, আপনি কি সিনেমায় কখনো কখনো পার্শ অভিনেতার রোল দেখেছেন? মূল অভিনেতার অভিনয়কে ছাড়িয়ে যান পার্শ অভিনেতা কখনো কখনো। ব্লগে কমেন্টার না থাকলে ব্লগের মহা দুর্দিন হতো। উদাহরণ: আহমেদ জী এস ভাই, তিনি হয়তো মাসে একটি পোস্ট দেন, কিন্তু নিয়মিত ব্লগে মন্তব্য করে যাচ্ছেন - খুবই মূল্যবান মন্তব্য।

অন্তরন্তর ভাইয়ের মন্তব্য পড়লে আশা করি বুঝতে পারবেন তিনি কেমন লেখক।

৫| ০৩ রা আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৩৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: অতীত থেকে শিখে বর্তমানে বাঁচতে হবে ভবিষ্যতের সাফল্যের লক্ষ্যে। তবে অনেক অহঙ্কারি মানুষ অতীত ভোলার ভান করে।

০৩ রা আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:১৫

ঠাকুরমাহমুদ বলেছেন:




অহংকার পতনের মূল। শুধু পতন নয়, ভয়ঙ্কর পতন হয়। সঠিক বলেছেন “অতীত থেকে শিখে বর্তমানে বাঁচতে হবে ভবিষ্যতের সাফল্যের লক্ষ্যে” তবে দুঃখ বেশী বেশী মনে করতে নেই - তাতে দুঃখ বাড়ে।

৬| ০৩ রা আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৩৭

চাঁদগাজী বলেছেন:



আপনি কি ধরে নিয়েছেন যে, ব্লগারেরা আজকাল ২/৪ লাইনের বেশী পড়তে চাহে না?

০৩ রা আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৫৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




চাঁদগাজী ভাই, আমার ধারণা ব্লগাররা সাধারণত ১০০০ - ১৫০০ ওয়ার্ডের লেখাগুলো পড়েন। ব্লগে পড়ার জন্য আপনার লেখা পোস্টের সাইজ উত্তম। এর চেয়ে বড় লেখাগুলো আমি নিজেও পড়ি না, একমাত্র ডঃ এম এ আলী ভাইয়ের লেখা ব্যতিত। ডঃ এম এ আলী ভাই এক রিম লিখলেও পড়ার যোগ্য।

আপনাকে ঈদের শুভেচ্ছা। ভালো থাকুন, নিরাপদ থাকুন।

৭| ০৩ রা আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:০২

ইসিয়াক বলেছেন: চমৎকার কথামালা।তবে পোস্টটা আরেকটু বড় হলে ভালো হতো।ভালোলাগা জানবেন।
#আপনি কি জানেন প্রিয় মাহমুদ ভাই ? আমার পোস্ট সংখ্যা ৪৯৮টি হয়েছে আর দুটো পোস্ট হলে ৫০০তম পোস্ট হবে। ভেবেছিলাম ৫০০তম পোস্টটা একটু অন্যরকমের পোস্ট দেবো। কিন্তু লিখতে গিয়ে মাথা কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। যা হোক আপনার উৎসাহে কিন্তু আমার এতোদুর আসা এ কথাটা আমি ভুলিনি।ভালো থাকবেন প্রিয় ভাই।শুভকামনা।

০৩ রা আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:১২

ঠাকুরমাহমুদ বলেছেন:




প্রিয় ইসিয়াক ভাই,
আপনি মনে রেখেছেন আমি কৃতজ্ঞ। আমি আপনাকে খুবই পছন্দ করি, আপনার কিছু কিছু লেখা পড়ে মনে হয় এই লেখাগুলো আমার মনের কথা বলেছে। আপনি একটু অপেক্ষা করুন, ধৈর্য্য ধরুন - তারপর না হয় আর দুটি পোস্ট দিন। আমার মনে হয় তাতে আপনি খুব ভালো ফল পাবেন। আপনার একটি কমপ্লিমেন্ট পাওনা থাকবে ৫০০ পোস্টে।

আপনাকে ঈদের শুভেচ্ছা। শুভ কামনা রইলো।

৮| ০৩ রা আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:০৮

Rajibrpsoft বলেছেন: ছোট কথা বিষদ বর্ণনা

০৩ রা আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:২৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




ছোট করে বলা কথা আপনি বুঝতে পেরেছেন মূল্যায়ন করেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

৯| ০৩ রা আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৩২

মিরোরডডল বলেছেন:



যাক ফাইনালি ঠামার লেখা আসলো তাহলে ।

আজ যেটা বর্তমান
কাল সেটা অতীত
গতকাল সেটা ভবিষ্যৎ ছিলো
বর্তমান হচ্ছে অতীত আর ভবিষ্যতের যোগসূত্র ।


অতীত অবশ্যই মনে রাখি । ভবিষ্যৎ নিয়ে খুব বেশী মাতামাতি নেই ।
বর্তমানটাই আমার সবচেয়ে প্রিয় ।

ঠামা সেই ট্র্যাভেল ফান পোষ্ট কিন্তু এখনও হয়নি ।
আমি কিন্তু মনে করিয়ে দিতেই থাকবো যতদিন পোষ্ট না করা হচ্ছে :)

০৩ রা আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৫১

ঠাকুরমাহমুদ বলেছেন:




মিরোরডডল বোন, সময় মানুষের সাথে নানা ধরনের খেলা খেলে থাকে, মানুষ কখনো কখনো সময়ের হাতের পুতুল মাত্র। তবে সহজ হিসাব হচ্ছে - অতীত আর বর্তমানের কর্মফল হচ্ছে ভবিষ্যৎ।

১০| ০৩ রা আগস্ট, ২০২০ রাত ৮:১৭

পদাতিক চৌধুরি বলেছেন: সম্পূর্ণ সহমত প্রিয় ঠাকুরনগর ভাই আপনার সঙ্গে।
খুব অল্প কথায় অথচ অনেক কিছু বলে গেলেন। অনুকাব্য ভালোলাগা। ‌

শুভেচ্ছা নিয়েন।

০৩ রা আগস্ট, ২০২০ রাত ৮:২৫

ঠাকুরমাহমুদ বলেছেন:




আমাদের জীবন যাপন লুকিয়ে আছে ছোট ছোট অনুকাব্য আর কথামালাতে আর পৃথিবীর সকল মূলমন্ত্রও লুকিয়ে আছে অতীত বর্তমান আর ভবিষ্যতে। সুখের কথা মনে করলে সুখ বাড়ে তেমনি দুঃখের কথা মনে করলে দুঃখ বাড়ে। তাই সহজ একটি হিসাব আছে দুঃখ কম মনে করাইটাই ভালো, অতীত পরিবর্তন করা সম্ভব নয় তাই দুঃখ মনে করে করে দুঃখ না বাড়িয়ে ভবিষ্যৎ সুন্দর করার জন্য এগিয়ে যাওয়াটা উত্তম।

শুভ কামনা রইলো। ঈদ মোবারক।


১১| ০৩ রা আগস্ট, ২০২০ রাত ৮:২২

ঢাবিয়ান বলেছেন: খুব মূল্যবান কথাগুলো

০৩ রা আগস্ট, ২০২০ রাত ৮:৪৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




সময়কে যিনি মূল্য দিতে পেরেছেন তিনিই সময়ের নায়ক।


১২| ০৩ রা আগস্ট, ২০২০ রাত ৮:৪৩

অন্তরন্তর বলেছেন: বেশ কিছু বছর আগে ব্লগার ঘুড্ডির পাইলট ভাইএর এক পোস্ট ছিল মাত্র একলাইনের। আমি লিখেছিলাম এক লাইনের পোস্ট যথেষ্ট এবং এমন পোস্ট আরও আশা দরকার। ওটা ছিল খুব সম্ভব স্বাধীনতা দিবস নিয়ে পোস্ট। অতীত না থাকলে তার বর্তমান বা ভবিষ্যৎ নেই। তার মানে এই না অতীত নিয়ে পরে থাকতে হবে। অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে সাজাতে হবে এবং ভবিষ্যৎকে উজ্জ্বল করতে হবে। আপনার চার লাইনের লিখা অনেক গভীর, এটা থেকে শিক্ষা নেবার অনেক কিছু আছে। আহমেদ জী এস ভাই সহ যারা আমাকে স্মরণ করেছেন তাদের আন্তরিক ধন্যবাদ। ঠাকুর ভাই আমাকে উৎসর্গ করে অনেক কৃতজ্ঞতায় আবদ্ধ করলেন। আমার শারীরিক অসুস্থতা ছিল তাই ব্লগে আসা হয় নি। সৃষ্টিকর্তা সকলের মঙ্গল করুন এই প্রার্থনা।

০৩ রা আগস্ট, ২০২০ রাত ৮:৫৫

ঠাকুরমাহমুদ বলেছেন:




অন্তরন্তর ভাই,
মাত্র এক লাইনে যিনি অনেক কথা বলে দিতে পারেন তিনি অবস্যই একজন প্রথম শ্রেণীর লেখক। উদাহরণ: (ভাবসম্প্রসারণ) “জ্ঞানহীন মানুষ পশুর সমান” এই এক লাইন কথার অর্থ লিখতে গিয়ে রিম রিম কাগজ শেষ করেও ব্যাখ্যা শেষ করা সম্ভব নয়।

সৃষ্টির ভয়ঙ্কর এক শক্তির নাম সময়। অতীত বর্তমান ভব্যিষৎ যা আমাদের মানবকূল সহ সমস্ত পৃথিবী নিয়ন্ত্রণ করে। অন্তরন্তর ভাই, আপনাকেও ধন্যবাদ। আপনাকে ব্লগে আহমেদ জী এস ভাই খোঁজ করছেন, আপনার আগমনে ভালো লাগছে। আপনি ভালো থাকুন। সৃস্টিকর্তা সকলের মঙ্গল করুন।

১৩| ০৩ রা আগস্ট, ২০২০ রাত ৮:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+

০৩ রা আগস্ট, ২০২০ রাত ৮:৫৯

ঠাকুরমাহমুদ বলেছেন:




সেলিম আনোয়ার ভাই, আমার মাঝে মাঝে মনে হয় সৃস্টিকর্তার পরিচয় আছে “সময়ে”। সময়ের আরেক নাম সৃস্টিকর্তা। সময়ের সাথে তিনি যোগ বিয়োগ পূরণ ভাগ করছেন।

১৪| ০৩ রা আগস্ট, ২০২০ রাত ৯:৩০

ইসিয়াক বলেছেন:




লেখক বলেছেন:আপনার কিছু কিছু লেখা পড়ে মনে হয় এই লেখাগুলো আমার মনের কথা বলেছে।
এ যে কত বড় পাওয়া আমার জন্য বলে বোঝাতে পারবোনা প্রিয় মাহমুদ ভাই।আমি সত্যি কৃতজ্ঞ আপনার প্রতি। সামুর সকল ব্লগারদের প্রতি। সর্বোপরি কৃতজ্ঞ সামহোয়্যার ইন ব্লগের প্রতি।সবার জন্য শুভকামনা।

০৩ রা আগস্ট, ২০২০ রাত ৯:৪০

ঠাকুরমাহমুদ বলেছেন:




ভোরের পাখি ইসিয়াক ভাই, একটা সময় ছিলো ভোর হতো আপনার কবিতা পড়ে - তাই আপনার নাম ও উপাধি “ভোরের পাখি” ব্লগে আমি যাদের উপাধি দিয়েছি অত্যন্ত সম্মানের সাথে সে সব উপাধি দেয়া হয়েছে। আপনি কবিতা লিখে যাচ্ছেন - সত্যি সত্যি কবিতা মজাদার, সুন্দর, সাবলীল ও মনঃপুত ভাষা।

বাংলা ভাষাকে সম্মান করে বাংলা ভাষায় লেখার যোগ্যতা সবার থাকে না - আপনার আছে। আপনার কাছে অনুরোধ ও দাবী আপনি এই যোগতা ও সম্মান ধরে রাখবেন।

আপনার জন্য শুভ কামনা ছিলো - শুভ কামনা আছে - শুভ কামনা থাকবে অনন্তকাল।

১৫| ০৩ রা আগস্ট, ২০২০ রাত ১০:৪১

রাজীব নুর বলেছেন: অতি মনোরম।
অল্প কথায় অনেকখানি ভালোবাসা প্রকাশ।

০৩ রা আগস্ট, ২০২০ রাত ১০:৫৭

ঠাকুরমাহমুদ বলেছেন:




“যার হাতে কিছুই নেই, তার হাতেও সময় আছে। এটাই আসলে সবচেয়ে বড় সম্পদ”

১৬| ০৪ ঠা আগস্ট, ২০২০ রাত ১:২৪

নীল আকাশ বলেছেন: সব কথা বিস্তারিত বলতে হয় না। কিছু শব্দ অনুচ্চারিত থাকাই ভালো।
নিজের অতীত নিয়ে যারা কুন্ঠিত থাকে তারা ভবিষ্যত নিয়েও দোটানার মধ্যে থাকবে।
ভালো থাকুন, নিরন্তর।

০৪ ঠা আগস্ট, ২০২০ রাত ৩:২৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




নীল আকাশ ভাই, আপনার পোস্টে আমার ৫ নং মন্তব্য উত্তর আজো পাইনি, মন্তব্য উত্তর খোঁজার জন্য বার বার আপনার ব্লগে গিয়ে কমপক্ষে ৫০ টি ভিউ/পঠিত সংখ্যা বাড়িয়েছি। ভাই মন্তব্য করতে কষ্ট লাগে, উত্তর না পেলে আরো কষ্ট লাগে। এই যে দেখুন আপনি মন্তব্য করেছেন আমি উত্তর না দেওয়া পর্যন্ত আমার দায়িত্ব শেষ হবে না।

আপনাকে মজার একটি তথ্য দেই আমরা সব সময় বাস করি বর্তমানে! এই যে মন্তব্য উত্তর লিখছি এক একটি শব্দ লিখার সাথে সাথে তা অতীত হয়ে যাচ্ছে। তবে অতীত আর বর্তমান যিনি চেইনলক করতে পারেন ভবিষ্যতে তিনি হোন সময়ের নায়ক। অতীত ভুলা যাবে না, তবে তা যেনো মাথা ব্যথার কারণ না হয়ে দাড়ায়।

আপনার লেখালেখির শুভ কামনা করছি।

১৭| ০৪ ঠা আগস্ট, ২০২০ সকাল ৯:২৯

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার শেয়ার এবং উৎসর্গ !
ঈদ মোবারাক ভাইয়া !

০৪ ঠা আগস্ট, ২০২০ সকাল ১১:১৩

ঠাকুরমাহমুদ বলেছেন:




মনিরা সুলতানা আপা, আপনাকেও ঈদ মোবারক। আপা আমাদের সময় ঈদ খুবই মজাদার ছিলো, ফিরনি, লাচ্ছা, সেমাই, পোলাও, জর্দা, কোর্মা - দিন দিন ঈদ কেমন নিরানন্দ হয়ে গেলো! আর এবার তো ঈদ কোনদিন ছিলো তা জানাই গেলো না। আমরা এ কোন সময়ে এসে পরে গেলাম রে বোন? প্রার্থনা করি আল্লাহপাক যেনো আমাদের এই দুঃসময় থেকে উদ্ধার করেন।

১৮| ০৪ ঠা আগস্ট, ২০২০ সকাল ১১:০১

পুলক ঢালী বলেছেন: যে কাজটি আমাদের করা উচিৎ কিন্তু ইচ্ছাকৃতভাবে অনেক সময় পাশ কাটিয়ে যাই ---

অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানে চলি
বর্তমানকে চালিয়ে নিয়ে ভবিষ্যতকে গড়ি।

আপনার পোষ্ট পড়ে এই কাব্যকণাটি রচনা করে ফেললুম!! :D

দারুন একটা কোট উপহার দেওয়ার জন্য ধন্যবাদ ঠাকুরমাহমুদ ভাই।
ভাল থাকুন ।

০৪ ঠা আগস্ট, ২০২০ সকাল ১১:২৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




পুলক ঢালী ভাই,
আমি সত্যি সত্যি অভিভূত এবং গর্ববোধ করছি। একটি বিষয় কি অতীত কখনো ভুলা যাবে না, তবে অতীতকে মাথার বোঝা করেও রাখা যাবে না। আর অতীত আর বর্তমান যিনি চেইন লক করতে পেরেছেন তিনি সময়ের নায়ক। পাশার সব দান তার। জীবনটাই এক পাশা খেলা (আমি এ বিষয়ে বিস্তারিত লিখবো) আমরা পদে পদে পাশা খেলাতে জড়িয়ে পরি।

“অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানে চলি
বর্তমানকে চালিয়ে নিয়ে ভবিষ্যতকে গড়ি”

আমার আজকের লেখা সার্থক, ধন্যবাদ পুলক ঢালী ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও ঈদ মোবারক জানবেন।

১৯| ০৪ ঠা আগস্ট, ২০২০ সকাল ১১:১৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: অল্পকথা কিন্তু অনেক অর্থ।

০৪ ঠা আগস্ট, ২০২০ সকাল ১১:২৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




দেশ প্রেমিক ভাই, ছোট একটি উদাহরণ দেই, ভাবসম্প্রসারণ: - “অর্থই অনর্থের মূল” এই তিন শব্দের কথাটি কি পরিমান শক্তি রাখে তা বলার অপেক্ষা রাখে না। আপনাকে ধন্যবাদ আপনি অল্প কথার মাঝে সময় নিয়ে যা লেখা হয়েছে তা ধরতে পেরেছেন। আসলে সময়ই সব। সৃষ্টির প্রধান শক্তি সময়।

২০| ০৪ ঠা আগস্ট, ২০২০ দুপুর ১:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: এক গােরা প্রবচন শুনেছিলাম

অতীতকো গোয়ালী দংবো
বর্তমানকো রিমমি দংবো

অতীতকে ভুলে যাও
বর্তমানকে আকড়ে ধরো!

আপনার পোষ্ট পড়ে মনে পড়লো :)

০৪ ঠা আগস্ট, ২০২০ দুপুর ১:৩৩

ঠাকুরমাহমুদ বলেছেন:




বিদ্রোহী ভৃগু ভাই, শুভেচ্ছা নিবেন “ঈদ মোবারক”
বিদ্রোহী ভৃগু ভাই, আমরা প্রতিটি মানুষ রক্তে রাঙা হাতের খুনের আসামীর মতো “ভবিষ্যৎ আমাদের অজানা আর আর অতীত যা কখনো বদলাতে পারবো না” - তাই বর্তমান নিয়ে বেঁচে থাকাইটাই উত্তম। “অতীতকো গোয়ালী দংবো বর্তমানকো রিমমি দংবো”
- এটি কি আদিবাসীদের প্রবচন?

আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

২১| ০৪ ঠা আগস্ট, ২০২০ দুপুর ১:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: - এটি কি আদিবাসীদের প্রবচন?

জ্বি ভায়া। শেরপুরের এলাকার গারো এক বান্দুবী :P বলতো।
সেটাই মনে পড়ায় শেয়ার করা :)

০৪ ঠা আগস্ট, ২০২০ দুপুর ১:৪২

ঠাকুরমাহমুদ বলেছেন:




আদিবাসীরা আমার খুবই পছন্দের মানুষ। আমি জীবনে অনেক উপকার পেয়েছি তাদের কাছে। আপনার জন্য ও আপনার গারো বান্ধবীর জন্য শুভ কামনা রইলো। আপনার জন্য একটি গান: হলুদিয়া পাখি, সোনারই বরণ পাখিটি ছাড়িল কে, পাখিটি ছাড়িল কে রে আমার পাখিটি ছাড়িল কে।।

ঈদ মোবারক।

২২| ০৪ ঠা আগস্ট, ২০২০ বিকাল ৩:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসম্ভব ভালো লাগলো

০৬ ই আগস্ট, ২০২০ রাত ১১:৩২

ঠাকুরমাহমুদ বলেছেন:




অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন রইলো।

২৩| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:০৪

খায়রুল আহসান বলেছেন: কথাগুলো মূল্যবান।
বর্তমানকে উপভোগ করার চেষ্টা করি, সুখ দুঃখ সব মিলিয়ে।
অতীত এবং বর্তমান নিয়ে সন্তুষ্ট, ভবিষ্যৎ নিয়ে অযথা উৎকন্ঠা নেই।
পোস্টটি একজন যথাযোগ্য ব্যক্তিকে উৎসর্গ করেছেন, ভাল লেগেছে।
পোস্টে ভাল লাগা + +।

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:১২

ঠাকুরমাহমুদ বলেছেন:

আপনাকে আসামের মিস্টি আনারসের শুভেচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমি আন্তরিকভাবে দুঃখিত আপনার মন্তব্য উত্তর দিতে দেড়ি হয়েছে। শুভ কামনা রইলো।

২৪| ০১ লা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:২৭

নিমো বলেছেন: আপনার এই অসামান্য কথামালাই আমার জীবন চলার পাথেয়। আমার অতি পছন্দর একটা গান দিলাম। হয়তো খেয়াল করলে এতে আপনার কথামালার প্রতিফলন দেখতে পাবেন।

view this link

০৩ রা সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৩০

ঠাকুরমাহমুদ বলেছেন:



ভাই নিমো, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। Shayne Ward - No Promises। আপনাকেও আমার প্রিয় একটি গান দিয়েছি। এটি হাইওয়েতে শুনতে ভালো লাগে।

আপনার দেয়া গানটি আমার বেশ পছন্দ হয়েছে। আপনাকে আবারও ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.