নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি কেমন করে গান করো হে গুনী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি ।।

ঠাকুরমাহমুদ

sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful

ঠাকুরমাহমুদ › বিস্তারিত পোস্টঃ

রাজীব নুরের চে গুয়েভারা

১৯ শে মার্চ, ২০২৫ রাত ৯:২৯



(১)
কয়েক দিন যাবত রাজীব নুরের মারাত্মক ধরনের মন খারাপ, তাঁর সেলফোন বন্ধ হয়ে গিয়েছে এখন আর চার্জ নিচ্ছে না, অনও হচ্ছে না! মনে হয় নষ্ট হয়ে গিয়েছে। একদিকে ভালোই হয়েছে ফোন যন্ত্রনা থেকে মুক্তি পাওয়া গিয়েছে। আজ শনিবার রাজীব নুরের মন আরও খারাপ, খারাপ হওয়ার কারণ আছে! তাঁর মানিব্যাগ হারানো গিয়েছে। মানিব্যাগে বাজারের টাকা ছিলো, এখন পকেটে সামান্য ভাংতি টাকাও নেই - যে, এক কাপ চা খাওয়া যাবে। সামনে চায়ের দোকানে তিন-চারজন মিলে খুব আড্ডা দিচ্ছে চা খাচ্ছে। মনে হয়, চায়ের সাথে দেশ উদ্ধার করছে! রাজীব নুর মনে মনে বলে - “করুক দেশ উদ্ধার! দেশ উদ্ধার হওয়ার দরকার আছে”। কোনো দিন যদি সত্যি সত্যি দেশ উদ্ধার হয়! রাজীব নুরের বাড়ির সামনে দিয়ে যারা যাবে সবাইকে বিনা পয়সায় ফ্রিতে চা খাওয়াবে। ছোট ছোট কাপে করে না, বড় মগ ভর্তি ধূমায়িত চা।

মালিবাগ রেললাইন ধরে রাজীব নুর কমলাপুরের দিকে হাটতে থাকে। সময় হয়তো বেলা বারোটা-সাড়ে বারোটা হবে। কমলাপুরে আজ তেমন যাত্রী নেই, মনের অজান্তে রাজীব নুর কখন কোন ট্রেনে উঠে একটি খালি সিট পেয়ে বসে গিয়েছে সে নিজেও জানে না। শত মাইল হেটে আসা ক্লান্ত পথিকের মতো রাজীব নুর ঘুমিয়ে পড়ে ট্রেনের সিটে। যখন রাজীব নুরের ঘুম ভাঙ্গে তখন অনেক দেড়ি হয়ে গিয়েছে - আন্তঃনগর ট্রেন শো শো করে উড়ে চলেছে। ট্রেনের জানালার বাইরে রাতের অন্ধকার! রাজীব নুর পাশের সিটে বসা এক সহযাত্রীর কাছে জানতে চান “আমাদের ট্রেন এখন কোথায় আছে? ভদ্রলোক চাটগাঁয়ের ভাষায় বলেন “প্রায় চট্টগাম হবে”! ইয়া আল্লাহ একি বিপদ! সব বিপদ বেছে বেছে রাজীব নুরের উপরেই কেনো আসে, সে বুঝতে পারে না। তাঁর কাছে এক টাকাও নেই, সে আবার বসে আছে ট্রেনের ফার্স্ট ক্লাস এসি কোচে। আরও ভয়ংকর বিষয় রাজীব নুরের সিট নাম্বার ১৩! এখন যদি টিসি এসে ধরে তাহলে মান ইজ্জত নিয়ে টানাটানি অবস্থা হবে। রাজীব নুরের ইচ্ছে করছে চলন্ত ট্রেন থেকে ঝাপিয়ে পড়ে! ইউনুস নবী মাছের পেটে আল্লাহকে ডেকে উদ্ধার হয়েছিলেন, রাজীব নুর ট্রেনের পেটে বসে আল্লাহকে ডাকতে থাকে! রাজীব নুরের ডাক আল্লাহ শুনতে পেয়েছেন কিনা জানা নেই, তবে ট্রেন সীতাকুণ্ড আউটারে কি কারণে যেনো পাঁচ সেকেন্ডের জন্য থামে বা গতি ধীর করে! - রাজীব নুর প্রায় লাফিয়ে ট্রেন থেকে নেমে হাফ ছেড়ে বাঁচে। ইয়া আল্লাহ টিসি ধরলে মান ইজ্জত নিয়ে ভয়াবহ অবস্থা হতো। রাজীব নুর জীবনে টিকেট ছাড়া ট্রেনে উঠেনি।

(২)
ট্রেন থেকে নেমে রাজীব নুরের মনে হলো, বিরাট ভুল হয়ে গিয়েছে। গহীন অন্ধকার রাত, আকাশের সাথে লেগে আছে অন্ধকার পাহাড়! আশে পাশে কোনো বাড়ি ঘর নেই। ক্ষুধার জ্বালায় পেটে আগুন জ্বলছে, সকালে দুইগ্লাস পানি আর তিনটি গ্লোকোজ বিস্কুট খেয়েছিলো মাত্র। এই খাবার খেয়ে একটি চড়ুই পাখিও দিন পাড়ি দিতে পারবে না। আর রাজীব নুর'তো আস্ত জলজ্যান্ত একজন মানুষ। হঠাৎ রাজীব নুরের চোখে পড়ে আগুনের আলো! রেল লাইনের পাশে একটি ছোট্ট ঘর - খুব সম্ভব টিমটিম করে রান্নার আগুন জ্বলছে! রাজীব নুরের খুশিতে মাটিতে গড়াগড়ি করতে ইচ্ছে করে। সে দৌড়ে প্রায় উড়ে ঘরটির পাশে গিয়ে দাড়ায়! একটি কুঁড়েঘর আর সত্যি সত্যি রান্না হচ্ছে - মাটির চুলোতে চাল ডাল আলু টমেটো দিয়ে খিঁচুড়ি রান্না হচ্ছে। অসম্ভব মজাদার ঘ্রাণের রান্না! এতো মজাদার ঘ্রাণের খিচুড়ি মনে হয় শুধু স্বর্গে পাওয়া সম্ভব। আরও আশ্চর্যের বিষয়, রাতের অন্ধকারে কুপির আগুনের সামনে বসে মাটির চুলোতে আলো আঁধারে যিনি রান্না করছেন তিনি বিশ্ব বিখ্যাত “চে গুয়েভারা”!

(৩)
চে গুয়েভারা ধূমায়িত মগ ভর্তি চা রাজীব নুরের দিকে বাড়িয়ে দিয়ে হতবাক করে পরিচ্ছন্ন শুদ্ধ বাংলায় বলেন “রাজীব নুর আপনি কেমন আছেন? আপনার কন্যা ফারাজা কেমন আছে? - আমি চাঁদগাজী।






ছবি: Che Guevara









মন্তব্য ২০ টি রেটিং +৫/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০২৫ রাত ৯:৪৮

কামাল১৮ বলেছেন: দিন কয়েক আগেও চাঁদগাজীকে ব্লগে দেখেছিলাম।দুই দিন থেকে আর দেখছিনা।

১৯ শে মার্চ, ২০২৫ রাত ১০:৫৪

ঠাকুরমাহমুদ বলেছেন:



ছোট বাচ্চাদের ভাঙ্গা খেলনা নিয়ে টানাটানি করার মতো মজাদার বিষয়।


২| ১৯ শে মার্চ, ২০২৫ রাত ১০:১৫

রাজীব নুর বলেছেন: ভালো গল্প।
গল্পে চমক আছে।
একদিন আমি আর আমার কন্যা নিউ ইয়র্ক গিয়ে চাঁদগাজীকে চমকে দিবো।

১৯ শে মার্চ, ২০২৫ রাত ১০:৫৫

ঠাকুরমাহমুদ বলেছেন:



গাজী সাহেব দেশে আসলে আপনাকে জানাবো, চলে আসবেন। দেখা হবে।

৩| ১৯ শে মার্চ, ২০২৫ রাত ১০:২৬

সৈয়দ কুতুব বলেছেন: রাজিব নুরের উপর উনার প্রভাব অনেক বেশি !

১৯ শে মার্চ, ২০২৫ রাত ১০:৫৭

ঠাকুরমাহমুদ বলেছেন:



রাজীব নুর নিরহংকারী একজন মানুষ। সময় সুযোগ হলে আপনার মন্তব্যে’র “প্রভাব” নিয়ে আমি লিখবো।



৪| ১৯ শে মার্চ, ২০২৫ রাত ১০:৪১

রাজীব নুর বলেছেন: চাঁদগাজী একজন ভালো মানুষ।
মানবিক এবং হৃদয়বান। কিন্তু এই সামু চাঁদগাজীকে তার প্রাপ্য সম্মান দেয় নাই। কোনোদিন ব্লগের ইতিহাস লিখতে হলে সেখানে অবধারিত ভাবে চাঁদগাজীর নাম এসে যাবে। এই দুদিন আগে আমি ব্লগটিম ও মডারেটরকে অনুরোধ করেছিলাম- তাকে শান্তিতে ব্লগিং করতে দিন। ব্লগটিম আমার কথা কর্নপাত করেন নাই। আমি একজন পুরাতন ব্লগার। তাহারা আমার কথার মূল্য দেন নাই। আমি হতবাক। আমি আর অনুরোধ করবো না। ভালো মানুষের দাম নেই এই সমাজে।

এই দেশে চোর, ডাকাত, ধর্ষক, দূর্নীতিবাজ বহাল তবিয়তে আছে।
কিন্তু তসলিমা নাসরিনকে থাকতে দেওয়া হয় নাই। ঠিক তেমনি তারা ঠিক করেছে রাজ্যের ইতর সামুতে থাকবে। কিন্তু চাঁদগাজী সামুতে থাকতে পারিবে না। চাঁদ্গাজী যে কি ক্ষতি করলো ভেবে পাই না। একজন শিক্ষক, একজন পরোপকারী, একজন মুক্তিযোদ্ধা, একজন হৃদয়বান মানুষ, একজন পিএইচডি ডিগ্রীধারীকে সামুতে থাকতে দেওয়া হবে না। সামুতে কি বুদ্ধিমান মানুষ থাকবে না? যারা একজন গ্রেট ব্লগারকে ব্যান করে দিলেন, তাদের কি বুক কাঁপেনি? অপরাধবোধ হয়নি?

১৯ শে মার্চ, ২০২৫ রাত ১০:৫২

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনি শাহেদ জামালকে নিয়ে লিখুন। চাঁদগাজীকে তাঁর মতো চলতে দিন। কারও কাছে বারংবার অনুরোধ করা কোনো ভালো কাজ নয়। চাঁদগাজী যদি শুধুমাত্র নিজের ব্লগ লিখতেন, মনে হয় কোনো সমস্যা হতো না, তাঁকে মন্তব্য করতে দেওয়া একটি গুরুতর ভুল কাজ। চাঁদগাজী ব্লগিং করলেও যা না করলেও তা। কিছু আসে যায় না। আপনি আপনার মতো লেখালেখি করুন।

৫| ১৯ শে মার্চ, ২০২৫ রাত ১১:২৫

নকল কাক বলেছেন: মজা পেলাম

১৯ শে মার্চ, ২০২৫ রাত ১১:৩৬

ঠাকুরমাহমুদ বলেছেন:



ধন্যবাদ।

৬| ১৯ শে মার্চ, ২০২৫ রাত ১১:২৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: গল্প ভালো হইছে।

১৯ শে মার্চ, ২০২৫ রাত ১১:৩৭

ঠাকুরমাহমুদ বলেছেন:



ধন্যবাদ।


৭| ২০ শে মার্চ, ২০২৫ রাত ১২:০০

ডার্ক ম্যান বলেছেন: কেমন আছেন আপনি

২০ শে মার্চ, ২০২৫ রাত ১২:১০

ঠাকুরমাহমুদ বলেছেন:



আমি ভালো আছি। আপনি কেমন আছেন, আপনার ব্যবসা কর্ম কেমন চলছে।


৮| ২০ শে মার্চ, ২০২৫ রাত ১২:১৬

ডার্ক ম্যান বলেছেন: মোটামুটি আছি। ব্যবসা নেই এখন। হঠাৎ করে বাবা মারা যাওয়ায় সব এলেমেলো হয়ে গেছে। নতুন করে শুরু করতপ হবে।

২০ শে মার্চ, ২০২৫ রাত ১২:২৩

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনার আব্বার জন্য দোয়া করি, আল্লাহপাক যেনো তাঁকে বেহেস্ত নসীব দান করেন। আপনি নতুন করে কাজ কারবার শুরু করুন। পার্টনারশীপে নয় একা কাজ করুন।

৯| ২০ শে মার্চ, ২০২৫ রাত ১২:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- স্বপ্নদৃশ্যে গুরুজ্বীকে প্রাপ্তি!!

২০ শে মার্চ, ২০২৫ রাত ১২:৩৭

ঠাকুরমাহমুদ বলেছেন:



স্বপ্নে পাওয়া ঔষধের মতো অবস্থা! এক সময় অনেক অনেক কবিরাজ সহ বহু তালেবর ছিলো যারা স্বপ্নযোগে ঔষধ পেতো। বাটপার চিটার কতো রকমের হতে পারে তার নমুনা বাংলাদেশে আছে। এরা খুব সম্ভব মিশরী মানুষের বংশধর। আমাদের দেশে এক সময় মিশর থেকে আফগান থেকে লোক আসতো টোটকা তাবিজ তন্ত্র মন্ত্র জাদু টোনা বিক্রি করতো।

১০| ২০ শে মার্চ, ২০২৫ ভোর ৪:৩৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



অল্প কয়েকজন ব্লগারের লেখা পড়তে ব্লগে আসি।
রাজিব নুর ও চাঁদগাজী তাদের মধ্যে অন্যতম।

১১| ২০ শে মার্চ, ২০২৫ সকাল ৭:৪২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


শফিক রেহমান সাহেব আবার সাংবাদিকতায় নেমেছেন।
তবে এখন আর আগের মতো পাঠক নেই।
পাঠক অনেক বড় জিনিস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.