![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
discovery channel এর জনপ্রিয় অনুষ্ঠান man vs wild এর presenter BEAR GRYLLS ।তার পুরো নাম EDWARD MICHAEL BEAR GRYLLS ।
জন্ম: ৭ জুন, ১৯৭৪(UK)
পেশা: লেখক, টেলিভিশন প্রেজেন্টার, চিফ স্কাউট ।
১৬মে ১৯৯৮ সালে বিয়ার মাত্র ২৩বছর বয়সে সর্বকনিষ্ট ইংরেজ হিসেবে এভারেস্টে পা রেখে বিশ্বরেকর্ড করেন ।
মার্চ ১৯৯৭ তে বিয়ার ব্রিটিশ আর্মি তে যোগদান করেন । এর আগে ৩বছর তিনি ব্রিটিশ এয়ারফোর্সে ছিলেন । ২০০৪ সালে তিনি Lieutenant commander সম্মানে ভূষিত হন ।
২০০৬সালে বিয়ার প্রথম জনপ্রিয় টিভি সিরিজ man vs wild শুরু করেন । এই সিরিজের বর্তমান দর্শক সংখ্যা ১.২ বিলিয়নেরও বেশি । বিশ্বের বিভিন্ন দেশে প্রতিকূল পরিবেশে এই সিরিজের ৬৮ টি এপিসোড বের হয়েছে ।
১৭মে ২০০৯সালে বিশ্বের ২৮মিলিয়ন স্কাউটদের মধ্যে বিয়ার কে চিফ হিসেবে ঘোষনা করা হয় । তিনিই এই পর্যন্ত সর্বকনিষ্ট চিফ স্কাউট হিসেবে নিয়োগ পেলেন । এছাড়াও বিয়ার ১০টি বই লিখেছেন ।
ব্যাক্তিগত জীবনে বিয়ার তিন সন্তানের জনক ।২০০০সালে তিনি shara grylls কে বিয়ে করেন ।
-সংগৃহিত
২১ শে আগস্ট, ২০১২ দুপুর ১:২১
থিস্ট মাইন্ড বলেছেন: বসুন্ধরা সিটি তে খুজঁতে পারেন..।
২| ২১ শে আগস্ট, ২০১২ দুপুর ১:২৯
উজবুক ইশতি বলেছেন: আমার খুব প্রিয় প্রোগ্রাম.................BEAR GRYLLS লোকটা অসাধারণ
২১ শে আগস্ট, ২০১২ দুপুর ১:৩৫
থিস্ট মাইন্ড বলেছেন: লোকটা আসলেই অসাধারণ, যদিও একটু খাচ্চর টাইপের।
৩| ২১ শে আগস্ট, ২০১২ দুপুর ১:৫৯
এ্যাপেলটন বলেছেন: .....প্রোগরামটা দেখার সময় নেসাছন্ন হয়ে যেতাম !!!!..কিন্তূ ইদানিং আর নতুন কিছু দেখায় না ।
২২ শে আগস্ট, ২০১২ রাত ১২:৪৫
থিস্ট মাইন্ড বলেছেন: হ রে ভাই
৪| ২১ শে আগস্ট, ২০১২ বিকাল ৩:৫৩
জনি ভূঁইয়া বলেছেন: হায়রে বেয়ারের ভক্তরা । বেটারেযে ডিসকভারী চাকরিচ্যুত করছে হেই খবরী জানে না । তারে আর দেখা যাবে ডিসকভারীতে , man vs wild এ
২২ শে আগস্ট, ২০১২ রাত ১২:৪৬
থিস্ট মাইন্ড বলেছেন: ভাই সাহেব, একটু ঝাইড়া কাশেন....।
৫| ২১ শে আগস্ট, ২০১২ বিকাল ৩:৫৫
স্বাধীন শোয়েব বলেছেন: লোকটার ভেতর অন্য রকম একটা মায়া আছে।
আপনি বললেন লোকটা খচ্চর টাইপের। উনি যেই অবস্থায় বা যে রকম প্রতিকূল অবস্থার কথা বিবেচনা করে অনুষ্ঠানটি করেন সেখানে আপনি কি ফখরুদ্দীন এর বিরানি আশা করেন তার কাছে থেকে?
BEAR কে যদি বলা হত শনির আখড়া থেকে যাত্রাবাড়ী-ফার্মগেট হয়ে গাবতলি যেতে। তাহলে উনি হয়ত যাত্রাবাড়ী এসে থেমে জেতেন। মিয়া আমরা বেয়ার থেকে অনেক কঠিন অবস্থায় আছি এই শহুরে জঙ্গলে।
২২ শে আগস্ট, ২০১২ রাত ১২:৪৮
থিস্ট মাইন্ড বলেছেন: আপনে যাই কন্, মইরা গেলেও ভাল্লুকের হা* খাইতাম না....
৬| ২১ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:০৩
তামিম ইবনে আমান বলেছেন:
সব দেখি গ্রিল
সাহারা গ্রিল,বিয়ার গ্রিল
২২ শে আগস্ট, ২০১২ রাত ১২:৫২
থিস্ট মাইন্ড বলেছেন: আপনার কি, গ্রিল খাইতে নাকি হৈতে মন্চায়?
৭| ২১ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:১৯
শেখ আমিনুল ইসলাম বলেছেন: আমার খুব প্রিয় প্রোগ্রাম এটা। অনেক ধন্যবাদ পোস্টটির জন্য
২২ শে আগস্ট, ২০১২ রাত ১২:৫২
থিস্ট মাইন্ড বলেছেন: স্বাগতম...
৮| ২১ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:৫৮
আয়না বাবা০০৭ বলেছেন: Click This Link
২২ শে আগস্ট, ২০১২ রাত ১:০৫
থিস্ট মাইন্ড বলেছেন: হম্
৯| ২১ শে আগস্ট, ২০১২ রাত ৯:০৪
মুখ বাঁধা শিশু বলেছেন: আমার অনেক প্রিয় একজন লোক,
কিন্তু মার্কেটে অনেক খুঁজেও কোনও কালেকশন পেলাম না প্রোগ্রাম টার
২২ শে আগস্ট, ২০১২ রাত ১:০১
থিস্ট মাইন্ড বলেছেন: বসুন্ধরা সিটি তে একটু খোঁজ নিয়ে দেখতে পারেন।
©somewhere in net ltd.
১|
২১ শে আগস্ট, ২০১২ দুপুর ১:০৫
রাফাত নুর বলেছেন: মেন ভার্সাস ওয়াইল্ড এর বাংলা ভিডিও কই পাবো বলতে পারেন ?