নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুকের ভিতর লুকিয়ে আছে সমাজের ময়নাতদন্তের প্রতিবেদন, লুট হোক যত সভ্যতার জঞ্জাল.....

নুরহোসেন নুর

সংসার থেকে বিচ্ছিন্ন অসম্ভব আত্মঅহংকারী, আত্মকেন্দ্রিক; বাউণ্ডুলে টাইপের একজন মানব সন্তান।

নুরহোসেন নুর › বিস্তারিত পোস্টঃ

পরস্পর ওয়াদাবদ্ধ

১৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:০৬

এক যুগ পেরিয়ে গেল তুমি নেই কৃষ্ণকলি,
তোমাদের বিক্রি করা পুরনো বাড়িটা ভেঙ্গে দুই তলা বাড়ি বানালেন কলিম মিয়া,
গতবছর তোমার সখি বুড়ো বরকে করছে বিয়া;
তুমি আমি যে ভাঙ্গা সাঁকোর পাড়ে দেখা করতাম সেটা এখন বিশাল ব্রীজ,
রাস্তাটাও হয়েছে পাকা;
খেলার মাঠটায় আগের মত খেলেনা কেউ আর,
প্রায়ই থাকে ফাঁকা।

মায়ের জন্য খুব কান্না পায়,
মা-মারা গেছেন চলছে চারবছর;
জানো, রত্না এখন বদ্ধ পাগল লাগছে জীনের আছর!
বিএসএফের গুলি লেগে শফি হারিয়েছেন ডান পা,
কালোবাজারী ধান্দা ছেড়ে টং দোকানে বেঁচেন চা;
গ্রামেও লেগেছে রাজনীতির হাওয়া কোন্দল চলছে রাত-দিন,
শহরে একটা চাকুরী জুটিয়েছি নিঃসঙ্গ লাগে তুমিহীন।

বাবা নিজের ব্যবসা ছেড়ে তাবলীগে দিলেন যোগ,
কী জানি কী খোদা জানে ধরছে বুঝি মায়ের শোক;
তরু আপু টিচার হয়ে পড়াচ্ছে গ্রামের স্কুলে,
রাতিন কাকার দুটি মেয়ে পাক ধরেছে তার চুলে;
বদলে গেছে চেনা মানুষ বদলে গেছে প্রকৃতি,
বদলায়নি আমার বুকের তোমার আমার সেই স্মৃতি;
চলছে জীবন ঘোড়ার মত মনের দরজা অবরুদ্ধ,
জানি একদিন ফিরে আসবে তুমি আমরা পরস্পর ওয়াদাবদ্ধ।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫১

ইসিয়াক বলেছেন: সুন্দর স্মৃতি রোমন্থন

১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:৪৪

নুরহোসেন নুর বলেছেন: ধন্যবাদ ভাই।

২| ১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:০১

হাবিব বলেছেন:

ভাই, আপনি যেভাবে মন্তব্যের উত্তর দেন এভাবে উত্তর দিলে আমরা বুঝতে পারবো না। আমাদের কাছে নটিফিকেশন আসবে না। আমার পোস্টে করা আপনার মন্তব্যের যখন উত্তর দিলাম আপনি কিন্তু বুঝতে পেরেছেন।

এই ভাবে আপনি উত্তর দিবেন। আপনি দেখবেন ক্রস চিহ্নের বাম পাশে একটি বাঁকা তীর চিহ্ন আছে, সেখানে ক্লিক করবেন। তারপর যে বক্স ওপেন হবে সেখানে আপনার মন্তব্য লিখবেন। সেই ঘরের নিচে ডান পাশে দেখবেন লেখা আছে " মন্তব্য প্রকাশ করুন" বাটন। সেখানে ক্লীক করলেই আপনার উত্তর মন্তব্যকারীরা দেখতে পাবেন। অন্যথায় আপনার পোস্টে কেউ মন্তব্য করতে আসবে না। আর সেই কারনে আপনার লেখা প্রথম পাতায়ও আসবে না।

১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:৫০

নুরহোসেন নুর বলেছেন: ভাই অপেরা ব্রাউজারে তালগোল লেগে যাচ্ছে, ঠিক জায়গায় প্রতিওর করছি সেটা মন্তব্য হয়ে যাচ্ছিলো, ধন্যবাদ ঠিক করে দিয়েছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.