![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সংসার থেকে বিচ্ছিন্ন অসম্ভব আত্মঅহংকারী, আত্মকেন্দ্রিক; বাউণ্ডুলে টাইপের একজন মানব সন্তান।
জীবন নৌকার বাইছি বৈঠা পার হচ্ছি খাল-বিল,
মেঘাচ্ছন্ন আকাশে চক্ষু ঘোরাই পেতে সুখের নীল;
বৃষ্টি শরীর সয়না আমার ভিজলে কষ্ট হয়,
প্রকৃতির খেয়াল ভিজতেই হবে না ভিজলেই নয়;
এই ভুবনের উল্টো নিয়ম ভিন্ন জীবন ধারন,
দুঃখের সময় দীর্ঘ কাটে,
সুখ এলেই মরন।
দৈবচক্রে পেতাম যদি জীবন দানের বর,
মৃত বৃক্ষ জ্যান্ত করে বাঁধতাম গোড়ায় ঘর!
ফুলে-ফলে ছড়িয়ে থাকতো দৃষ্টির আগ-পাছ,
শীতল ছায়ায় ক্লান্তি মিটাতাম নিতাম নির্মল শ্বাস;
ভাগ্য দোষে অলীক বিষয় ভাবতে হচ্ছে আজ,
বিনা ঝড়ে ডাল ভাঙ্গছে পড়ছে মাথায় বাঁজ।
অপছন্দে পছন্দ পাই সৎ চেস্টা ভুল,
ব্রাম্মন গোষ্টী চাষা হচ্ছে ছেড়ে জাতি কুল;
আমি তো এক ক্ষুদ্র মানব নই তো কারো ধন,
না করে কেউ দয়া-মায়া না দেয় কেউ মন;
গুছিয়ে নিচ্ছি আসবাব পত্র লং জার্নির ব্যাগ,
সব কিছুই অভাবেই থাক,
আমি করবো দেহ ত্যাগ।
২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:১৯
নুরহোসেন নুর বলেছেন: কৃতজ্ঞতা রইলো,
আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:২০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বাহ্। ভালো লাগলো।