নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুকের ভিতর লুকিয়ে আছে সমাজের ময়নাতদন্তের প্রতিবেদন, লুট হোক যত সভ্যতার জঞ্জাল.....

নুরহোসেন নুর

সংসার থেকে বিচ্ছিন্ন অসম্ভব আত্মঅহংকারী, আত্মকেন্দ্রিক; বাউণ্ডুলে টাইপের একজন মানব সন্তান।

নুরহোসেন নুর › বিস্তারিত পোস্টঃ

অর্ধমৃত প্রতিবাদী

২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪৩

সতর্কতা জানাচ্ছে ষষ্ঠ ইন্দ্রিয় আসছে তেড়ে বিপদ
কঙ্কাল দেহে সঞ্চিত করে শক্তি,
প্রস্তুত অসাড় রিক্ত হস্ত করতে প্রতিরোধ।

বুঝিয়ে পেতে পুর্বপুরুষের ঘামে ভেঁজা সম্পদের দাম,
পুঁজিবাদের দেওয়ালে রক্তে লেখা শ্রমিক বিদ্রোহীর নাম;
যে ঘরে তরুনী হারিয়ে ইজ্জত কুড়িয়েছে বদনাম
গুড়িয়ে দাও সেই ঘরটা,
বন্ধ করো প্রমান লোপাট চুনকাম;
চল্লিশ বছরের অত্যাচারের প্রতিশোধ নিতে চাই।

অর্থের গাইতি চালিয়ে প্রতিবাদীর যে হাত ভেঙে দিয়েছিলে,
সেই হাতেই তোমাদের গোল টেবিল আলোচনা ভেস্তে দিবো লাথি-ঘুষি-কিলে;
নীরহ গরীবের প্রচেষ্টার কাছে বিত্তবানের ক্ষমতা দুর্বল,
জারি জুরি ফাঁস হয়ে গেছে লম্পটের দল!
ক্ষান্ত দাও নারীর বস্ত্র হরণ
ভাল মানুষের ছল,
অর্ধমৃত প্রতিবাদী ফিরে এসেছে ফিরিয়ে দে বোনের ইজ্জত।

ফুটপাতে আমরা ঘুমাই ক্ষুধায় রাত কাটে নির্ঘুম
তোমরা সাঁজানো মঞ্চে মন ভোলানো বক্তব্য দাও,
আমরা অধিকার চাইলেই গুম!
আমাদের সন্তানেরা অশিক্ষিত হয়ে ইট ভাঙ্গে, হচ্ছে টোকাই, টানছে তোমাদের মাল;
প্রাপ্য মুল্য দাও তাদের তুলছো যাদের ছাল,
অধিকারের ক্ষোভ নিয়ে প্রতিবাদী ফিরে এসেছে সাধু সাবধান।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২৬

ইসিয়াক বলেছেন: অনেক সুন্দর।

২৪ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৮

নুরহোসেন নুর বলেছেন: ভালবাসা জানবেন।

২| ২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:১৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: তোমার জন্য আমার জন্য চিন্তা করে হন্যে যারা
তাদের গুপ্ত পকেট গুলো ধনধান্যে পুষ্পে ভরা।--- কবীর সুমন।

কবিতা ভালো লেগেছে।

২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪৩

নুরহোসেন নুর বলেছেন: আপনার মনোমুগ্ধকর মন্তব্যের জন্য, অসংখ্য ধন্যবাদ।

৩| ২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:০৫

হাবিব বলেছেন: দারুণ লিখেছেন.......

২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪০

নুরহোসেন নুর বলেছেন: ধন্যবাদ, প্রিয় স্যার।

৪| ২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন: এখন সময় প্রতিবাদের

এখন সময় প্রতিরোধের।

২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩৯

নুরহোসেন নুর বলেছেন: বুকে চাপিয়ে দেওয়া পাথর সরিয়ে প্রতিবাদীরা ফিরে আসুক,
সংঘর্ষ হোক অন্যায়ের সাথে ন্যায়ের!
আমরা নীরহরা জিততে চাই।

- সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

৫| ২৬ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৮

সোনালী ডানার চিল বলেছেন: কবি, কবিতায় দ্রোহ দারুন ফুটে উঠেছে।
আসলেই কবিতা আত্মবোধের হাতিয়ার।

তব, একটি শব্দ ব্যবহার চোখে লাগছে- ‘রেড’ আশা করি বিবেচনা করত:
ধৃষ্টতা মার্জনা করবেন।

শুভকামনা

২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:০৭

নুরহোসেন নুর বলেছেন: ধন্যবাদ প্রিয় লেখক।

-আমি ব্লগে নতুন, এখনও অনেক কিছু বানানে ভুল রয়ে যাচ্ছে।
আপনাদের থেকে প্রতিদিন শিখছি।
"রেড" শব্দটা পরিবর্তন করে দিয়েছি।
ভালবাসা নিবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.