![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন সাধারণ মুসলমান। সাধারণ মানুষ কি বলতে কি বলি তাই জ্ঞানী লোকদের উপকারী কথা শেয়ার করে আপনাদের মাঝে বেঁচে থাকতে চাই।
সুরমার বিষয়ে কোনো কোনো লোককে বলতে শোনা যায় যে, হযরত মুসা আ. যখন তুর পাহাড়ে আল্লাহকে স্বচক্ষে দেখতে চেয়েছিলেন তখন আল্লাহর তাজাল্লীতে পাহাড় ভস্ম হয়ে গিয়েছিল। সেই ভস্মিভূত পাহাড় থেকেই সুরমার উৎপত্তি ও ব্যবহার।
এটা সম্পূর্ণ ভুল ধারণা। সুরমা একটি খণিজ দ্রব্য। এর সাথে তুর পাহাড়ের কোনো সম্পর্ক নেই। মুসা আ.-এর আল্লাহকে দেখার ইচ্ছা ও তুর পাহাড়ের মূল ঘটনাটি সত্য। কুরআন মজীদে এর পূর্ণ বিবরণ রয়েছে। (সূরা আ‘রাফ : ১৪৩ দ্রষ্টব্য) কিন্তু কোথাও এই ঘটনার সাথে সুরমাকে জড়িয়ে দেওয়ার কথাটির সামান্যতমও উল্লেখ নেই। অতএব এই ধরনের কথা পরিহার করা জরুরি।
মাসিক আলকাউসার সেপ্টেম্বর-২০১১ সংখ্যা
২| ০৮ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৩৪
ইমরান আশফাক বলেছেন: খুবই দরকারী তথ্য।
©somewhere in net ltd.
১|
০২ রা অক্টোবর, ২০১১ রাত ৮:৫০
আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
দরকারী খবর। তবে আরও একটু বিস্তারিত হলে ভালো হতো। স্বল্পশিক্ষিত বাঙ্গালী মুসলিম সমাজে প্রচলিত অন্যান্য অনেক ভুল ধারণার মতোই এটিও একটি। তবে প্রশ্ন - শুধু মুসলিমদের কাছে সুরমা এত আদরনীয় কেন? আব্রাহামিক অন্যান্য ধর্মাবলম্বীদের কাছে নয় কেন? কারণ মুসা (আঃ) আব্রাহামিক ধর্মের মধ্যে বেশী আলোচিত।
লেড বা সীসা মিশ্রিত সুরমা চোখের জন্য মারাত্মক। তবু্ও কেন এত কদর এর। প্রাসঙ্গিক অনেক প্রশ্ন এসে যায়। তাই আপনার পোষ্টটিতে পুরোপুরি তৃপ্ত হতে পারলাম না। দুঃখিত। তবে নাই মামার চেয়ে কানা মামা ভালো। তাই ছোটখাট ধন্যবাদ।