নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাষার মাস ফেব্রুয়ারি আসলেই আমরা আমাদের মাতৃভাষা বাংলার জন্য শহীদ হওয়া শহীদের সন্মানে অনেক কিছুই করি। কিন্তু আমরা কি তাদের প্রতি সন্মান জানানো বাদে আর কিছু করতে পেরেছি আমাদের মাতৃভাষার জন্য??
প্রতিটি বাঙ্গালী যদি একবার চিন্তা করেন, তবে সে খুঁজে পাবে না যে তার এমন কর্ম যা বাংলা ভাষাকে সমৃদ্ধ করতে বিন্দু মাত্র কাজ করেছে।
আমরা ২১শে ফেব্রুয়ারি শহীদ মিনারে ফুল দিয়েই যদি নিজেদের সত্যিকার অর্থেই সফল বাঙ্গালী মনে করে থাকি, তবে তা মাদকাশক্ত কোন ব্যাক্তির ভ্রান্ত ধারনা বাদে আর কিছুই নয়।
এখানে আমি তুলে ধরব শুধু মাত্র অনলাইনে বাংলা ভাষার অবস্থান নিয়ে, কেননা এদিকে গুটি কয়েক মানুষের উদ্দ্যোগে কয়েকটি ব্লগ এবং সাইট খুব এগিয়ে থাকলেও এই ক্ষেত্রে যে নতুন কোন উদ্যোগ নেই তা বললেই চলে।
বাংলা ভাষায় ব্লগের অন্যতম জায়গা সামু, এ নিয়ে কারো কোন দ্বিমত নেই, আর এর পাশা পাশি আরো কয়েকটি পাব্লিক ব্লগ যে এগিয়ে এসেছে বা এগিয়ে যাচ্ছে তাতেও কোন দ্বিমত নেই।
কিন্তু যে হারে আমরা বাঙ্গালীরা অনলাইনে এক্টিভ হচ্ছি সেই তুলনায় অনলাইনে বাংলা ভাষাকে সমৃদ্ধ করার জন্য ০.১% লোক মাত্র কাজ করছে। যা প্রয়োজনের তুলনায় অনেক কম। এ আমাদের অনীহা বাদে আর কিছুই না।
এখন প্রশ্ন আসতেই পারে এত কম কেন?? আর অনলাইনে বাংলাভাষাকে সমৃদ্ধ করে বাপের পকেটের টাকা নষ্টো করা বাদে আর কিছুই হবে না। লাভহীন কাজে কে এগিয়ে আসবে বলুন??
বাস্তবতাকে বিসর্জন দিয়ে আমরা যদি শুধু চিন্তা করি যে বাংলা ভাষাকে সমৃদ্ধ করব তা নেহাতই অসম্ভব ব্যাপার। কেননা পন্ডিতেরা (!!!) বলেছেন, "মনের খুদা মিটাতে বই পড় আর পেটের খুদা মেটাতে বই বিক্রি কর।"
বর্তমান সময় আমি যদি গুগল মামার মাধ্যমে ২০টা বাংলা সাইট বা ব্লগ খুঁজে পাই তার মধ্যে
=> ৫টা অখ্যাত কুখ্যাত ভূয়া সংবাদ দানকারী পত্রিকা
=> ৬টা বাংলা চটি গল্পের সাইট
=> ৫টা ভাল পাব্লিক ব্লগ বা ভাল পত্রিকার সাইট
=> ৪টা ফেসবুকের পেজ।
আমরা বাঙ্গালীরা বড়ই আজব জাতি!!!
ফেসবুকে আবার যে পেজ পাওয়া যায় তার মধ্যে তার মধ্যে আবার বেশির ভাগ ১৮+ বাচ্চাদের জন্য
এই ৪টার মধ্যে আবার ধরুন ১টা পেজের পোষ্ট গুলি পড়তে ভাল লাগে।
তাহলে ২০টা সাইটের মধ্যে আমি পড়তে পারলাম মাত্র ৬টা সাইট!! এবার দেখুন অনলাইনে বাংলা ভাষার কি অবস্থা।
আর আমি যদি কোন কিছু লিখে ইংরেজিতে সার্চ দেই গুগল মামাতে তাহলে যে কি পরিমান সাইট পাব তা দেখে শেষ করতেও আমার নির্ঘাত এক বছর লাগবে। যদিও গুগল মামা আবার বাংলাদেশের জন্য ভিন্ন সার্চ রেজাল্ট দেখায়, তারপরেও এই অবস্থা।
যা হোক, বিষয় বস্তু অনেক বিস্তারিত কিন্তু আমার ফোকাস ছিল অনলাইনে বাংলা ভাষা, সেখাইনেই আবার ফিরে যাই...
প্রথম দিকে সমস্যা ছিল বাংলা টাইপ করা নিয়ে। আমি ২০০০ সালে যখন নিজের জন্য যখন ব্যাক্তিগত কম্পিউটার কিনি বা জোর করে আদায় করি তখন বাংলা লেখার একমাত্র পথ ছিল "বিজয় কিবোর্ড" যদিও এটি জটিল ছিল আমার কাছে কিন্তু বাংলা লেখার সব থেকে জনপ্রিয় মাধ্যম ছিল এটি। তাই অতি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে বিজয়। আর এর জন্য আমি বিজয় কিবোর্ড প্রস্তুত কারককে আমার বিনম্র সন্মান জানাই।
কিন্তু ঐ যে বললাম আমার কাছে বেশ কঠিন ছিল এতে টাইপ করা। তখন এক বড় ভাইয়ের কাছে শুনে আমি বিজয়ের পরিপূরক হিসেবে ব্যাবহার করা শুরু করি "অর্ক কিবোর্ড" যা ছিল আবার অভ্র কিবোর্ডের মতই। যদিও এই অর্কের আবার কিছু সীমাবদ্ধোতা ছিল। এটি সেটাপ দেওয়া যেত মাত্র ৪ বার আর সেটাপ দিতে ফ্লপি ড্রাইভ লাগত। তৎকালীন সময়ে মাত্র চারবার সেটাপ দিতে আমার আমার খুব বেশী দিন লাগেনি আর ছাত্র অবস্থায় ৪০০ টাকা খরচ করে আবার সিডি কেনাও বেশ কষ্টোকর ব্যাপার ছিল আর এটা আবার ঢাকার বাইরে পাওয়া যেত না। পরিস্থিতি আমাকে আবার বাধ্য করল বাংলিশে ফিরে যেতে। বাড়ি কিন্তু আমার বাংলার বিখ্যাত রয়েল বেঙ্গল আর চিত্রা হরিণের দেশে।
বর্তমানে অভ্র কীবোর্ডের কল্যানে আমরা সকলেই কম বেশি বাংলা লিখতে পারি অনলাইনে। আর এর জন্য অভ্র কীবোর্ডের প্রস্তুত কারকদের অসংখ্য ধন্যবাদ জানাই আর পাশাপাশি বিজয় কিবোর্ডকে অগ্রাহ্য করার কোন উপায় নেই।
লেখার সীমা বদ্ধোতা আমরা পেরিয়ে এসেছি, কিন্তু তারপরেও বাংলা ব্লগ বা সাইটের উন্নতি হলেও তা অন্তত্য আমার আশা অনুরূপ হইনি তা আমি বেশ বড় গলায় বলব, কেননা আমি আমার মাতৃভাষাকে নিয়ে অনেক বেশি আর বড় স্বপ্ন দেখি।
এখন কথা একটাই কেন উন্নতি হয় নাই??
আসুন দেখি আমার নিজের দৃষ্টি দিয়ে কিছুটা বোঝার চেষ্টা করে দেখি,
ইংলিশ সাইট যারা চালান তাদের সাইটে গেলেই দেখবেন বিভিন্ন প্রোডাক্টের এডভারটাইজমেন্ট আছে সাইটের বিভিন্ন অংশে। আর এর জন্য কিন্তু সাইটের সেই সকল মালিক মাসে মাসে অর্থ পান। যা তাদের ডোমেইনের মূল্য দিয়েও পকেটে বেশ টাকা রাখতে পারে।
অনলাইনে এই সকল এডের সব থেকে বড় মার্কেট হচ্ছে Adsense এর। এটি গুগলের কম্পানি। আর এদের কাছ থেকে ভাল মানের সাইট হলে মাসে মাসে ঘরে বসে ৫০০০ থেকে শুরু করে ২০,০০০+ টাকা কামানো সম্ভব।
কিন্তু এই Adsense সহ আরো কিছু অনলাইন এডভারটাইজমেন্ট প্রতিষ্ঠান বাংলা ভাষার সাইটে তাদের এড দেয় না।
অর্থাৎ বাংলা সাইটের তেমন কোন পৃষ্টপোষক নেই। নেই মানে আলবত আছে। আমার জানা মতে বাংলাদেশে বর্তমানে দু'টি কম্পানি বাংলাসাইট সহ ইংরেজি সাইটে তাদের এড দেয়। আমি কম্পানি দু'টির নাম উল্লেখ করলাম না।
এদের মধ্যে একটি যে কোন শালীন বাংলা সাইটে তাদের এড দেয়, কিন্তু এরা একদম নতুন তাই নিজেরাই এড পায় না আর বাংলা সাইট বা ব্লগের মালিকদের কি দিবে...
আরেকটি বেশ পূরাতন, সামুতেও এদের এড আছে। আর এরা বেশ বড় কম্পানি। কমার্শিয়াল এড বেশ পায় কিন্তু এরা আবার শালীন কিন্তু SubDomain এ খোলা বাংলা সাইটে এড দেয় না। তাও ভাল দেয় তো...
এখন বুঝুন, যেখানে ইংরেজি সাইটে এড দেবার কম্পানির অভাব নেই সেখানে বাংলা সাইট বা ব্লগে এড দেবার কম্পানি মাত্র দু'খানা।
অবশ্য অন্যান্য কিছু বাইরের কম্পানি আছে যারা নির্বিচারে সব সাইটেই এড দেয় কিন্তু ব্যাক্তিগত ভাবে আমি তাদের পছন্দ করি না। কেননা এতে ব্লগের মালিকের এক খুব কম ইনকাম হয়, দুই popup আর popunder এডের কারনে সাইটের ভিজিটর পর্যন্ত বিরক্ত হয়।
মূল কথা হচ্ছে, বাংলা সাইট বা ব্লগ গুলির পৃষ্টপোশক লাগবে। কেননা এই পৃষ্টপোশক বাদে পৃথিবীতে কোন কিছুই করা সম্ভব হইনি আর হবেও না। আর যদিও হয় তা ৫ দিনের কাজ হবে ৫ বছরে।
বাংলাদেশের সব অনলাইন এডভারটাইজমেন্ট কম্পানি গুলির কাছে আহবান জানাবো আপনার অন্তত্য বাংলা সাইট বা ব্লগ গুলির প্রতি কিঞ্চিৎ নমনীয়তা প্রদর্শন করুন। কেননা এতে যেমন বাংলা সাইটের সংখ্যা বাড়বে তেমনি আপনাদের এডের পাবলিশারদের সংখ্যা বাড়বে আর বাংলা সাইট বা ব্লগ গুলি পাবে তাদের পৃষ্ঠপোশক।
ব্যাক্তিগত কিছু কথাঃ পড়াশুনার জন্য হোক আর কাজের জন্য হোক আমি নিজেই বিগত ৮ বছর নিজের নাম বাদে কাগজে কলমে বাংলা লিখি নাই বললেই চলে। কিন্তু বাংলা টাইপ করেছি যে কত তা হিসেবের বাইরে। সীমাবদ্ধতা থাকবেই, কিন্তু সীমার মধ্যে থেকে অসীম কিছু করার ইচ্ছা থাকলেই হল দেখবেন কিছু না কিছু করে ফেলেছেন।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০৪
নহে মিথ্যা বলেছেন: মনে হয় আছি... তবে নিশ্চিত না... নিচে একটা লিংক দিলাম দেখে আপনি নিজেই স্বিদ্ধান্ত নিন
http://hybridknowledge.blogspot.com/
২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৯
পাঠক১৯৭১ বলেছেন: লিংক ফিংক দেবেন না; ১৯৫২ সাল থেকে ৬২ বছর পর ৫০% ভাগ বাংগালী স্কুলে যাবার চান্স পায়নি; আপনি কি বালছাল নিয়ে লিখছেন?
মানুষ কেন বাংলায় নাম লিখতে পারে না, সেটা নিয়ে লেখেন!
২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩৩
নহে মিথ্যা বলেছেন: মুখের ভাষা শুনে তুই সম্মোধন করতে বাধ্য হলাম...
তোরে তো আর বাসায় যেয়ে দাওয়াত দিয়ে আনি নাই... তুই পড়তে আইছিস কেন??? লেখা ভাল না লাগলে চইলা যা...
৫০% তোর এলাকায় যায় না... তোর মত মূর্খর সাথে কথা বলার রুচি নাই...
৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৩
পাঠক১৯৭১ বলেছেন: তুই বললে আমার কোন অসুবিধা হওয়ার কথা নয়।
যা লিখছেন এগুলো হাউকাউ
২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪২
নহে মিথ্যা বলেছেন: "তুই" করে সম্মোধন করার জন্য দুঃক্ষিত...
লেখায় তৃতীয় প্যারা... "এখানে আমি তুলে ধরব শুধু মাত্র অনলাইনে বাংলা ভাষার অবস্থান নিয়ে, কেননা এদিকে গুটি কয়েক মানুষের উদ্দ্যোগে কয়েকটি ব্লগ এবং সাইট খুব এগিয়ে থাকলেও এই ক্ষেত্রে যে নতুন কোন উদ্যোগ নেই তা বললেই চলে।"
আগেই বলেছি এখানে শুধু মাত্র অনলাইনের কথা তুলে ধরব...
©somewhere in net ltd.
১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১৭
পাঠক১৯৭১ বলেছেন:
"কিন্তু যে হারে আমরা বাঙ্গালীরা অনলাইনে এক্টিভ হচ্ছি সেই তুলনায় অনলাইনে বাংলা ভাষাকে সমৃদ্ধ করার জন্য ০.১% লোক মাত্র কাজ করছে। যা প্রয়োজনের তুলনায় অনেক কম। এ আমাদের অনীহা বাদে আর কিছুই না।
"
০.১% লোকের মাঝে আপনি আছেন?