নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব সত্য বলিব... নচেত চুপ থাকিব...

সত্য তখনই দাম পায়, যখন তার পাশে মিথ্যা নামক অদৃশ্য বস্তুটি স্থান পায়......

নহে মিথ্যা

নহে মিথ্যা › বিস্তারিত পোস্টঃ

মানুষের তৈরি ভাসমান দ্বীপ

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৪





চারিদিকে পানি আর তার মাঝে শুষ্ক স্থান, যেখানে বিকাশ ঘটে জীবের, তাকেই বলে দ্বীপ। প্রকৃতিতে এরকম দ্বীপের অভাব নেই বললেই চলে। কিন্তু আজ আপনাদের এমন এক দ্বীপের সাথে পরিচয় করিয়ে দিব যে দ্বীপ সম্পূর্ন তৈরি হয়েছে মানুষের দ্বারা, আর সব থেকে মজার বিষয় এই দ্বীপ ভাসমান, অর্থাৎ এই দ্বীপের স্থান পরিবর্তন করা যায় অনায়াসে। তাহলে চলুন শুরু করা যাক,



দক্ষিন আমেরিকার টিটিকাকা (Titicaca) হ্রদে ভাসমান এই দ্বীপ, ছোট ছোট মোট ৪৮টি দ্বীপ মিলে তৈরি হয়েছে বিশাল এই দ্বীপ। এই দ্বীপে বসবাস করে "উরু" (Uru People) জাতীগোষ্টির মানুষ, প্রাচীন এই জাতীগোষ্টি নিজেরা দ্বীপ বানিয়ে বসবাস করা শুরু করে ১৪ শতক থেকে, এর আগে এরা আমাদের দেশের বেদে জাতী গোষ্টির মত খড় বা ছনের তৈরি নৌকাতে বসবাস করত। তারা পানির উপর বসবাস শুরু করে অনেকটা নিজেদের আতঃরক্ষার তাগিদেই, এরা যে অঞ্চলে বসবাস করে সে অঞ্চলে বসবাস করে "এমারা ইন্ডিয়ান" (Aymara Indians) নামে আরেক জাতী গোষ্টি। আর একই এলাকায় দু'টি ভিন্ন জাতী গোষ্টি থাকলে যা হয়, এলাকা নিয়ে সব সময় হতাহতের মত ঘটনা ঘটত। আর উরু জাতী গোষ্টি এমারা ইন্ডিয়ানদের মত শক্তিশালী না হওয়ায় এরা নিজেদের সরিয়ে নেয় পানির উপর। আর এভাবেই তারা তৈরি করে ফেলে নিজেদের জন্য দ্বীপ। যে দ্বীপে শত শত বছর ধরে বসবাস করছে।















এই দ্বীপ তৈরি করা হয়েছে মূলত আঁখের গাছ দিয়ে, যার আঞ্চলিক নাম "টরটোরা" (Tortora), এছাড়াও থাকে বিভিন্ন গাছের মূল আর কান্ড, যা এই দ্বীপকে আরো দৃড় করতে সহায়তা করে। যেহেতু এই দ্বীপ মূলত আঁখ গাছ দিয়ে তৈরি আর এটি পানির উপরে সব সময় ভাসমান থাকে, তাই প্রতি মাসেই পুরাতন আঁখ গুলি যে গুলি দিয়ে দ্বীপটি বানানো হয়েছিল সেটি পরিবর্তন করা লাগে। আর এই কাজের জন্য প্রতিমাসে এই দ্বীপে বসবাসকারি একজন নির্বাচিত হন, যিনি পুরাতন আঁখ গাছ গুলি বদলে দেন। এই দ্বীপের উপর তৈরি বাড়ি আর নৌকা গুলিও একই ভাবে তৈরি করা হয়। এই নৌকা আর বাড়ি গুলির জীবন কাল বেশ কম হয়।

















অনেক কেউ দেখলাম বেশ ব্যাস্ত থাকে লেখার কপি করার উৎস জানার জন্য :P



ঠিক আছে নেন এটা উৎস:D:D

মন্তব্য ২৮ টি রেটিং +২/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৬

সুফিয়া বলেছেন: খুবই সুন্দর পোস্ট। ধন্যবাদ।

++++++++++

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৫

নহে মিথ্যা বলেছেন: ধন্যবাদ :)

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১৩

সুমন কর বলেছেন: গুড পোস্ট।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৫

নহে মিথ্যা বলেছেন: ধন্যবাদ... :)

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৮

স্বপ্নবাজ অভি বলেছেন: খুবই চমৎকার !

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৬

নহে মিথ্যা বলেছেন: ধন্যবাদ... :)

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫০

পথহারা নাবিক বলেছেন: এই রকম একটি পোষ্ট অনেক আগে সামুতে এসেছিলো!! অইটা অনেক তথ্যবহুল ছিলো!! তারপরও আপনাকে পোষ্টের জন্য ধন্যবাদ!!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৬

নহে মিথ্যা বলেছেন: হুম থাকতে পারে... ব্যাপার না... :)

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: সুন্দর পোস্ট।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৬

নহে মিথ্যা বলেছেন: ধন্যবাদ... :)

৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫০

মরেনো বলেছেন: আপনার তথ্যে মারাত্মক ভুল আছে। লেক টিটিকাকা আফ্রিকায় নয়, দক্ষিন আমেরিকার বিলিভিয়াতে - বলিভিয়া আর পেরুর বর্ডারে। আমি ২০০৩ এর ডিসেম্বরে লেক টিটিকাকার ওই রিডের তৈরি ভাসমান দ্বিপগুলোতে গিয়েছিলাম। আমার নিজের তোলা কটা ছবি দিলাম।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৬

নহে মিথ্যা বলেছেন: অসংখ্য ধন্যবাদ :)

৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২৩

বেকার সব ০০৭ বলেছেন: এই রকম একটি পোষ্ট অনেক আগে সামুতে এসেছিলো, সেই পোস্টে অনেক গুলো ভাসমান দ্বীপ নিয়ে লেখা ছিল।

আপনার পোস্ট দেখে সেই পোস্টের কথা মনে পরল


সুন্দর পোস্টের জন্য ++++++++++++++++++++++++দিলাম

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫৯

নহে মিথ্যা বলেছেন: হুম অনেক আগে আমিও পরেছিলাম কিন্তু গুগলি করে পাইলাম না... :(

৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৫

আরুশা বলেছেন: চমৎকার :) +++++

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৭

নহে মিথ্যা বলেছেন: ধন্যবাদ... :)

৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:৪৩

তৌফিক মাসুদ বলেছেন: ভাল লাগল তথ্যবহুল লেখাটি।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪

নহে মিথ্যা বলেছেন: ধন্যবাদ... :)

১০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: চরমভাবে ভাল লেগেছে

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫

নহে মিথ্যা বলেছেন: চরম ধন্যবাদ... :)

১১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৩

নীল ভোমরা বলেছেন: সুন্দর!

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫

নহে মিথ্যা বলেছেন: ধন্যবাদ... :)

১২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৮

চতুষ্কোণ বলেছেন: দারুন!

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫

নহে মিথ্যা বলেছেন: ধন্যবাদ... :D

১৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪১

কালোপরী বলেছেন: চমৎকার

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৭

নহে মিথ্যা বলেছেন: ধন্যবাদ... :)

১৪| ০১ লা মার্চ, ২০১৪ সকাল ৯:৪৩

এহসান সাবির বলেছেন: দারুন।

০১ লা মার্চ, ২০১৪ দুপুর ২:৪৭

নহে মিথ্যা বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.