![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তবে মনের মধ্যে প্রচণ্ড আতঙ্ক ঢুকে গেছে তাঁর৷ বাংলাদেশে আর নিজেকে নিরাপদ মনে করেন না এই ব্লগার৷ তিনি বলেন, ‘‘যে কোনো সময় যে কোনো মানুষকে, বিরুদ্ধ মতকে এখানে হত্যা করে ফেলা খুব সহজ৷ কেউ এগিয়ে আসবে না, কেউ কিছু বলবে না৷''
অবশেষে হিসাবটা মিলে গেল। এটা আজকের ডয়েচভেলের রিপোর্টে পড়লাম। কিছু বুঝলেন? সমঝদারকে লিয়ে ইশারাই...
এভাবে ধীরে ধীরে প্রতিষ্ঠিত করা হবে আসিফ বাংলাদেশে নিরাপদ নয়। তারপর.......তারপর আসিফকে আর রিকশা করে অফিসে যেতে হবে না। অ্যাসাইলামের বদৌলতে, সোশ্যাল সিকিউরিটির টাকায় ইউরোপের কোন ফ্লাটে বসে অন্যের বিশ্বাস, শ্রদ্ধেয় রাজনৈতিক ব্যক্তিত্বকে গালাগাল করে বমি করলেও আর কেউ ওকে কিচ্ছুটি করতে পারবে না।
যাক, ছেলেটার একটা গতি হল। এরকম নিচুমানের সাহিত্যিক প্রতিভা নিয়ে ও কখনও হুমায়ুন আজাদ হতে পারত না। এটা ও নিজেও জানত। তাই প্রথম থেকেই চেষ্টা ছিল বিতর্কিত কিছু করে যদি দেশের বাইরে একটা ব্যবস্থা করা যায়। অবশ্য তসলিমাকে দেখেই ওর মাথায় প্রথম এই আইডিয়াটা আসে বলে ওয়াকিবহাল মহলের বিশ্বাস।
২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৭
ঠোঁটকাটা বলেছেন: না হয়ে যাবে কই। মহান ব্লগার বলে কথা।
২| ২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৫
ফাঁকা মাঠ বলেছেন: মগাচিপ কে নিয়ে পোস্ট দেয়ার কারনে আমার একটা নিক ১৫ মিনিটের মাঝেই ওয়াচে চলে গেছে। সাধু সাবধান থাকবেন। ওরে মডুরা ভালো পায়। যে কোন সময় ব্যান খেয়ে যাবেন মগাচিপ কে নিয়ে পোস্ট দেবার কারনে।
২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫০
ঠোঁটকাটা বলেছেন: ঠোঁট কাটা থাকলে সত্য বেরিয়ে যায়। কান্ট হেল্প ইট।
৩| ২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৯
ড্যানিশ কনডেন্সড মিল্ক বলেছেন: আচিপের এতো নাটক করার কি ছিলো......তসলিমাকে বিয়ে করে ইন্ডিয়া চলে গেলেই পারতো......লেখাচোর আচিপের জন্য কয়েকজনের মায়াকান্না দেখে আমি আবেগে আপ্লুত
২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫০
ঠোঁটকাটা বলেছেন:
৪| ২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৪
লিউনেল মেসি বলেছেন: মগার মিশন পসিবল!!!
২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৮
ঠোঁটকাটা বলেছেন: ব্যানার বানান ভাই, এয়ারপোর্টে ফেয়ার ওয়েল দিতে হবে। আমি হয়ত তখন দেশে থাকব না, আপনাদের কিন্তু আসতেই হবে।
৫| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৭
ক্ষুধিত পাষাণ বলেছেন: শয়তানের কু পরিকল্পনা সফল!
২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৭
ঠোঁটকাটা বলেছেন: আমাদের সহযোগীতায়!!
৬| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৩
তামিম ইবনে আমান বলেছেন:
২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৭
ঠোঁটকাটা বলেছেন:
৭| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৪
সমস্যাটা কী? বলেছেন: ভাই কোন দেশে জায় ???
২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৮
ঠোঁটকাটা বলেছেন: আপাতদৃষ্টিতে মনে হচ্ছে ইউরোপ ই টার্গেট।
©somewhere in net ltd.
১|
২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪২
বিডি আমিনুর বলেছেন: তা হলে আচিপের প্ল্যান সফল হতে চলছে.....................