নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঠোঁটকাটা কথন

মনে যা আসে, মুখে তাই বলি...

ঠোঁটকাটা

ক্যাচাল অপছন্দ, বিশেষ করে ধর্মীয় ক্যাচাল।

ঠোঁটকাটা › বিস্তারিত পোস্টঃ

প্রতিবাদটা আসতে হবে জাবি থেকে।। এবং দ্রুত।। নইলে....

২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৪

আমার জীবনে দেখা সবচেয়ে সাধাসিধে কিন্তু মেধাবী ছাত্র ছিল মিলন নামের একটা ছেলে। ও জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়-এ ভর্তি হওয়ার পর খোঁজ নিয়ে জানলাম হলে ওঠার প্রথম তিন রাত সে হলের ছাদে ঠান্ডা-বৃষ্টিতে কাটিয়েছে। আর্থিক অবস্থা ভাল না হওয়ায় অনেক লাঞ্ছিত হওয়ার পরও সে ছাড়তে পারেনি জাবি। কিন্তু ওর মনে পোষা ছিল এক আকাশ সমান ঘৃণা। পুরো ক্যাম্পাস এর উপরই।



একটা ছেলের জন্যই র‍্যাগিং এর ব্যাপারটা কখনও কখনও জীবন-মৃত্যুর কারণ হতে পারে, সেখানে একটা মেয়ের জন্য কী ভয়ানক তা নিশ্চয়ই বুঝতে কষ্ট হয় না।



জাবি থেকে এর বিরুদ্ধে প্রবল প্রতিবাদ উঠলেই তা সবচেয়ে ফলপ্রসূ হবে। জাবি'র শুভবুদ্ধিসম্পন্ন ছাত্ররা চাইলেই এটা বন্ধ হতে পারে।

সাংস্কৃতিক ক্ষেত্রে, মিডিয়ায় জাবি'র ছাত্রের সংখ্যা অনেক। তারা কেন চুপ করে আছে জাবি'র র‍্যাগিং, নারী নির্যাতন নিয়ে? নাকি এটা তাদের মৌন সম্মতি ওই নোংরা-গলিত-পুতিগন্ধময় র‍্যাগিং সংস্কৃতির প্রতি? যদি তাই হয়, যদি তারা এর বিরুদ্ধে কথা না বলে তবে আমরা তাদের বাধ্য করতে পারি।



১। প্রথম কাজ হবে আমরা আমাদের পরিচিতদের মধ্যে (বিশেষ করে মেয়ে হলে) কাউকে জাবি'তে ভর্তিতে বাধা দেব।

২। জাবি'র কারও সাথে আত্মীয়তা(আমার অনেক বন্ধুই জাবি'র মেয়েদের বিয়ে করবে না বলে শপথ নিয়েছে!!) করব না অর্থাৎ সামাজিকভাবে বয়কট করব।

৩। আমরা যারা বিভিন্ন সংস্থায় উচ্চপর্যায়ে আছি, জাবি'র কোন ছাত্রকে নিয়োগ দেব না।

৪। অনলাইন-অফলাইন সবজায়গায় ক্যাম্পেইন গড়ে তুলতে হবে।



জানি, একজনের দোষে সবাইকে পাইকারীহারে শাস্তি দেয়া হয়ে গেল। কিন্তু যারা সাধ্য থাকা সত্বেও অন্যায়ের প্রতিবাদ করে না তারাও সমান অপরাধী।

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৫

মানবিক ৩০ বলেছেন: ঠিক ........জাবি দের বয়যকট করলেই তাদের হুস হবে এর আগে না .......

২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৮

ঠোঁটকাটা বলেছেন: হুস ফেরাতেই হবে। নইলে জাবি একদিন আর কোন মেধাবীকে টানতে পারবে না। শুধু কিছু কুকুর এর খামার এ পরিণত হবে।

২| ২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৭

কষ্টসখা বলেছেন: ভাই আমি র‍্যাগিংএর পক্ষে না তবে র‍্যাগিং শুধু জাবিতে না দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে দেওয়া হয়।আর আপনি যে জঙ্গি স্টাইলে জাবির সবাইকে থ্রেট দিচ্ছেন নিজেকে কি মনে করেন?
আর যেখানে ২০০০ সিটের জন্য ১৬৫০০০ ছাত্রছাত্রী পরীক্ষা দেয় সেখানে আপনার কথা শুনে মনে হচ্ছে জাবিতে চান্স পাওয়া ডালভাত, ভালো লাগলো না তাই ফেলে দিলাম।
গুটিকয়েক খারাপ মানুষের জন্য আপনি জাবির সাধারন ছাত্র্ছাত্রীদের ঢালাওভাবে দোষারোপ করতে পারেননা।
আপনার যেসব মহাপুরূষ বন্ধু জাবির স্টুডেন্ট বিয়ে করবে না বলছে তাদের মানষিকতা থেকেই বোঝা যায় আপনারা কতবড় মহাপুরূষ।
বাংলাদেশে জাবিই একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে র‍্যাগিং এর শাস্তি অত্যন্ত কড়া এবং প্রশাসন এ বিষয়ে অনেক বেশী সচেতন।
তবে হ্যা র‍্যাগিং কখনই গ্রহনযোগ্য নয় আর বিষয়ে শুধু জাবি না প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন হওয়া উচিত

২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৩

ঠোঁটকাটা বলেছেন: আপনি পোষ্টটিকে আক্ষরিক অর্থে নিয়েছেন তাই খারাপ লেগেছে। এটা শুধু র‍্যাগিং এর ব্যপার না। রাবিতে নারী-নির্যাতনের হার সব চাইতে বেশি। বিদ্যাপীঠ না হয়ে ধর্ষণপীঠ হিসেবে একে অনেকে পরিচয় দেয়। সেঞ্চুরী এখানেই হয়েছিল।

দেখুন জাবির ছাত্ররা যাতে বিষয়টা নিয়ে সিরিয়াসলি চিন্তা করে, আমার উদ্দেশ্য ছিল তাই। আর আমিতো বলেছি তারা প্রতিবাদ করলেই আমরা স্বস্তি পাই। কিন্তু তারা তা না করলে আমাদের বোনদের রক্ষা করতে আমদেরকেই পদক্ষেপ নিতেই হবে।

৩| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১২

কষ্টসখা বলেছেন: হ্যা কালকে রাতে খবর পেয়ে আমরা আসল ঘটনা জানার চেষ্টা করেছি,আর এ বিষয়ে জাহানারা ইমাম হলে ওঠা আইটির দুই ছাত্রীর সাথে প্রশাসন কথা বলেছে এবং তাদের সাথে এমন কোন খারাপ ব্যবহার করা হয়নি বলে তারা জানিয়েছে।তাহলে এই কুৎসা রটনা করার মানে কী? আসল অবাধ তথ্য প্রবাহ আমাদেরকে স্বাধীনতা দিয়েছে কিন্তু আমরা মানুষ হতে শিখিনি তাই কোন একটা ঘটনার সত্যতা যাচাই না করেই আমরা পোষ্ট লিখতে থাকি একটু মানবতা জাহির করতে গিয়ে পুরো মনুষ্যত্ববোধ হারিয়ে ফেলি।

২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৬

ঠোঁটকাটা বলেছেন: আমি আমার নিজের পরিচিত জনদের থেকেই জানি, জাবিতে ভয়াবহ র‍্যাগ হয়। শুধু এই ঘটনার নয় আমি পুরো ব্যবস্থার পরিবর্তনের কথা বলেছি। সব বিশ্ববিদ্যালয়েই টুকটাক হলেও জাবির কথা সবসময় বেশি শোনা যায় কেন এটা বের করার দায়িত্ব আপনাদেরই।

৪| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২০

জানকিরান বলেছেন: আপনার পোষ্টে ব্যাপারে সহমত প্রকাশ করছি। জাবিতে এই ধরনের অপরাধ প্রায়ই ঘটে। অথচ লুব্ধক০১ নামের একটা কুত্তার বাচ্চা জাবির দালালি কইরা এই ব্লগে পোষ্ট দিছে।

ধিক এই সকল দালালদের।

২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৭

ঠোঁটকাটা বলেছেন: কেউই চায় না নিজের প্রতিষ্ঠানের দুর্নাম হোক। আপনার ভাষা ঠিক করুন।

৫| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৭

কষ্টসখা বলেছেন: @একজন ঘূণপোকা,দু একজন খারাপ মানুষের জন্য আপনি জাবির সব ছাত্রীকে বেশ্যা বলছেন এটা কোন ধরনের ভদ্রতা?আপনার বোন যদি এই ক্যাম্পাসে পড়ত তাহলে কি আপনার বোন ও বেশ্যা হয়ে যেত? দেশ থেকে নারী নিপিড়ন দুর করতে চান আবার নিরপরাধ মা বোনদের বেশ্যা বলে গালি দিচ্ছেন আহারে আমার সুশীল গিরি!

২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪২

ঠোঁটকাটা বলেছেন: ঘূণপোকার কমেন্টটি মুছে দিয়েছি।

৬| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
জাবি আপাতঃত এসব অস্বীকার আর ধামাচাপা দেয়ায় আছে।

২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৪

ঠোঁটকাটা বলেছেন: শোধরানোর আগে দোষ স্বীকার করতে হবে। তাহলেই বোঝা যাবে তারা আন্তরিক।

৭| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৮

হারকিউলিস বলেছেন: আবাল কষ্টসখারে সাম্ননে পেলে দুইটা চড় মারতাম। X((

২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৫

ঠোঁটকাটা বলেছেন: মারামারি ভাল না। আর বুদ্ধিমানেরা হাত দিয়ে মারে না। ;)

৮| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৫

নতুন ব্লগ বলেছেন: ভাই নিয়োগ দিবেন কি দিবেন না, সেইটা তো যোগ্যতার উপর নি্রভর করে। আপনি ত পলিটিক্যাল বক্ত্যব দিলেন। এইটা কি ঠিক হলো?

২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩০

ঠোঁটকাটা বলেছেন: তাদের কাছ থেকে কোন প্রতিবাদ না আসায় পলিটিক্সের আশ্রয় নিতে হল!

৯| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৩

দায়িত্ববান নাগরিক বলেছেন: অনেক ভালো লাগলো ভাই! ভালো লিখেছেন।

অনলাইন-অফলাইন সবজায়গায় ক্যাম্পেইন গড়ে তুলতে হবে।

২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩১

ঠোঁটকাটা বলেছেন: জাবি'র যারা নিজেকে বাঁচিয়ে চলছে তারাও অপরাধী।

১০| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:২২

স্বপনবাজ বলেছেন: আমাদের রাজনৈতিক সংস্কৃতি কিংবা জাবির আগের ইতিহাসের কারণেই যখন ঘটনা টা গুজব বলা হয় তখন আর অনেক্র মতই আমার ও বিশ্বাস করতে কষ্ট হয়েছে , না জানি আবার ক্ষমতার বলে চাপা দেয়া হচ্ছে গুমড়ে থাকা কান্না ! ঘটনা সত্যি না মিথ্যা সেটা আমি নিশ্চিত ভাবে বলতে পারছিনা ,অনেকেই পারছেন না , দুর্নিতীর এই দেশে কাগজে , কলমে , মান সম্মানের ভয় দেখিয়ে , কিবা জীবনের ভয় দেখিয়ে অনেক কিছুই চাপিয়ে রাখা সম্ভব ! ভয় টা সেখানেই ! আশা করি ঘটনাটি গুজব , যা হবার তা হয়েছে , কিন্তু এই গুজবেই জন সমর্থন কি প্রমাণ করেনা ওখানে পরিস্থিতি কিছু টা ধোয়াটে ! আশা করি এই গুজব কে সত্য ভেবে র‍্যাগিং এর বিষয়ে প্রশাসন আরো বেশী সচেতন হবে ! কিন্তু অনেক অনেক অন্যায় কিন্তু চাপা পড়েছে ক্ষমতার আড়ালে , কেউ ইচ্ছা করে খারাপ হয় না , ক্ষমতার স্বার্থে , লোভে খারাপ বানানো হয় , জাবির ভৌগলিক অবস্থানের কারণে সেখানকার অনেক কিছুই সামনে আসেনা এটা ও সত্য ! আর র‍্যাগিং কেন্দ্র করে যেসব বিষয় ঊঠে আসছে তার ব্যাপারে জাবির ছাত্র ছাত্রীরা যারা সমালোচনা করছে , তারা আরো বেশী সচেতনতার বাণি ক্যাম্পাসে প্রচার করলেই পারে , খারাপ পরিবেশের কথা যদি মানুষ জানে ভালো হলে সেটা ও জানবে !শুভকামনা থাকলো অনিন্দ্য সুন্দর জাবির সুন্দর ইমেজের জন্য !
লেখক বলেছেন: শোধরানোর আগে দোষ স্বীকার করতে হবে। তাহলেই বোঝা যাবে তারা আন্তরিক। সন্ধ্যার পর থেকে খালি এটুকুর জন্য......... ! আশা করি জাবির ওনারাও বুঝবে !

২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৩

ঠোঁটকাটা বলেছেন: জাবি'র যারা তথাকথিত সভ্য, তারা উটপাখির মত আচরণ করছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.