![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আম্লীগ নেতারা দেশের সব প্রাথমিক বিদ্যালয় সহ অন্যান্য শিশু শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুলীগ গঠনের চিন্তা ভাবনা করছেন। তৃণমূল পর্যায়ে গণতন্ত্রের সুফল পৌঁছে দিতে আম্লীগ এর অঙ্গ-সংগঠন হিসেবে স্কুলে স্কুলে আওয়ামী-সমর্থক কমিটি গড়ে তুলতে চাচ্ছেন।
আজ গণতন্ত্রের মানসকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে আয়োজিত এক সভায় এ ব্যপারে আলোচনা শুরু করেন শ্রমিকবন্ধু নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি স্কুলে স্কুলে আওয়ামী লীগের সমর্থক কমিটি করার প্রস্তাব করেন। এসময় অন্যান্য নেতারা টেবিল চাপড়ে সমর্থন জানান।
আজকের শিশুরাই আগামীর ভবিষ্যত। তাই সরকারের এই পদক্ষেপ এক মাইলফলক হয়ে থাকবে জাতির জীবনে।
২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৫
ঠোঁটকাটা বলেছেন: শাহাজান খান কোথাও বলেননি তিনি শিক্ষকের দায়িত্ব পালন করবেন। তিনি নিজেও প্রাথমিকের গণ্ডি পেরোননি এবং তিনি এব্যপারে সচেতন। মূলত একজন শ্রমিক নেতা হিসেবেই তার উঠে আসা।
২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৮
রিওমারে বলেছেন: আওয়ামী লিগ দলটায় গন্ডমুর্খ দের পদচারনা খুব বেশী।কি যে শুরু হইছে দলে। পাগল ছাগল দেশের মন্ত্রি হইতাছে।এই ছাগলদের কারনেই এক সময় আওয়ামিলিগের অস্তিত্ত বিলিন হয়ে যাবে।
২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
ঠোঁটকাটা বলেছেন: আসলে ব্যপারটা হচ্ছে দায়িত্বর চাপ। ১৬ কোটি মানুষের দেশপ্রেমের ঠিকাদারী!! কম তো না।
৩| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩
শার্লক বলেছেন: এক ছাত্রলীগের জ্বালায় দেশবাসী অস্থির তার উপর আবার শিশু লীগ। হায় খোদা আমাদের রক্ষা করো। আমরা বাঁচতে চাই।
২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬
ঠোঁটকাটা বলেছেন: হয়ত তারা এটা এই টার্মে গঠন করবেনা। পাবলিকরে ভয় দেখানোর জন্য বলেছে। পাবলিক ডরাইলে তেনারা মজা পান।
৪| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪২
আমিতপু বলেছেন: আয় হায়!!!
আরও লীগ????
এতো দেখি গোঁদের উপর বিষফোঁড়া নয় একেবারে ক্যানসার।
চাত্র লিগেরে তো কুত্তালীগ বোলাই
। এইটারে কি ডাকুম??? কুত্তারবাচ্চা লীগ???
২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৩
ঠোঁটকাটা বলেছেন: সময় থাকতে বয়স ক্যাটাগরি অনুযায়ী আম্লীগ এ যোগ দিয়ে ফেলুন। নইলে সব অন্ধকার!!!
৫| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
গৃহন্ডুলে বলেছেন: ইশকুলের ছার আর মেডামগো লাইগা টেনশন হইতাছে! :-<
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৮
ঠোঁটকাটা বলেছেন: ছমছ্যা নাই। তেনারা শিক্ষকলীগ।।
©somewhere in net ltd.
১|
২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০২
ঢাকাবাসী বলেছেন: ঐশিশুদের শাজাহান খান শিখাবে কি করে প্রকাশ্যে মানুষের চোখ তুলতে হয় বা মাওলানাদের নিক্ষিপ্ত জুতা খেতে হয়।