নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঠোঁটকাটা কথন

মনে যা আসে, মুখে তাই বলি...

ঠোঁটকাটা

ক্যাচাল অপছন্দ, বিশেষ করে ধর্মীয় ক্যাচাল।

ঠোঁটকাটা › বিস্তারিত পোস্টঃ

শিবির আগুন নিয়ে খেলছে না।। সরকার খেলছে শিবির নিয়ে।।

২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৩

আমি যদি বলি আম্লীগ এর হাইকমান্ড এর ইচ্ছানুযায়ী সব হচ্ছে!! আমি কি ভুল বলব? গত কয়েক মাসের ঘটনাবলী দেখে কিছু ব্যপার খেয়াল করুন।

ফুলিশ এর সন্দেহজনক আচরণ-

*শিবির এর মিছিলে জলকামানের ঠাণ্ডা-গরম-রঙ্গিন পানি ছিটানো দেখেছেন?

*পিপার স্প্রে দেখেছেন?

*সাউন্ড/স্ট্যান গ্রেনেড এর ব্যবহার দেখেছেন?

*অসংখ্য মামলায় শিবির এর প্রথমসারির নেতাদের দীর্ঘদিন জেলে রাখার নজির দেখেছেন?

*আম্লীগ এর স্টার ফুলিশ পা-চাটাদের (যেমনঃ হারুন) শিবির এর বিরুদ্ধে কোন একশনে দেখেছেন?

কেন দেখেননি? যেখানে নিরীহ শিক্ষকদের রেহাই দেয়া হয় না, সেখানে শিবির নিয়ে সরকার কেন যেন দুধ-ভাত খেলছে। পেছনের গল্প হয়ত অন্যরকম।

মন্তব্য ৪৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৪

দি ফিউরিয়াস ওয়ান বলেছেন: শিবির কি ঘোষণা দিয়ে মিছিল করে কয়টা, যে পুলিশ জলকামান আর পেপার স্প্রে ছিটাবে ?? আজকেরটা সহ বেশীরভাগই তো "অতর্কিত হামলা"!

জামাত শিবিরের অনেক নেতাই তো জেলে, ২ দিন পর পর নতুন কোনো নেতাে গ্রেফতারের খবর দেখি!


একটু বেশী ভাইবা ফেলছেন.....

২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৩

ঠোঁটকাটা বলেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই বলেছেন তাদের কাছে খবর ছিল। আর অনেক
সঙ্ঘর্ষ/বিক্ষোভই ঘণ্টাখানেক ধরে চলেছে। এর মাঝে তারা কি কিছুই করতে পারেনি?

২| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২০

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: :(( :(( আল্লাহ , শিবিরকে হেফাজত করুক , বাংলাদেশে যেহেতু গুলি খাইতে হবে , সেহেতু তাদের পাকিস্তানের হিজরতের তৌফিক দান করুক

২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৪

ঠোঁটকাটা বলেছেন: গুলি দিয়ে হবে না। তবে পরেরটা চিন্তা করে দেখা যেতে পারে।

৩| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৬

শয়ন কুমার বলেছেন: বাংলার স্বাধীনতার বিরুদ্ধে অধিনস্ত রাজাকারদের অস্ত্র হাতে নিতে মুজাহিদের নির্দেশঃ X(( X(( X(( সঙ্গে
১৯৭১ এর গনহত্যাকারী আলবদর বাহিনীকে একশনে উৎসাহিত করতে আলবদরের নেতা নিজামীর প্রচেষ্টার নমুনাঃ


২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৯

ঠোঁটকাটা বলেছেন: দাদা নিজেকে আর হাস্যকর করে তুল্বেবেন না। এটা শিবির এর পক্ষে দেয়া কোন পোষ্ট ছিল না। বরং শিবির এর বিরুদ্ধে সরকার এর ব্যর্থতার কারণ অনুসন্ধান করাই ছিল উদ্দেশ্য। অপ্রসাংগিক হওয়ার কারণে আপনার আর একটা কমেন্ট মুছে দিয়েছি। প্লিজ পোষ্ট পড়ে কমেন্ট করুন। নইলে কেমন যেন পেইড পেইড গন্ধ পাওয়া যায়। :P

৪| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৯

বিডিট্রন বলেছেন: ফিউরিয়াস ভাই, আমাদের পুলিশ প্রধান তো বলেছিলেন তাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল। তাহলে জল কামান, পিপার স্প্রে নিয়ে প্রস্তুত ছিল না কেন? কোথাও একটা ঘাপলা আছে, কেউ একজন মিথ্যা বলছে মনে হয় ...............

২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪০

ঠোঁটকাটা বলেছেন: কথা তো বলছে শুধু সরকারের কর্তাব্যক্তিরাই। তাই সেই কেউ একজন সরকারে মাঝেই আছে ধরে নেয়াই যায়।

৫| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৭

সাহসী আমি বলেছেন: তাই !!!!

২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৩

ঠোঁটকাটা বলেছেন: আমারতো তাই মনে হয়।

৬| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০০

টাইটান ১ বলেছেন: আমরা সবাই সন্দেহের মধ্যে। এমনটা হতেই পারে। দেশটা যেহেতু চরিত্রের দিক থেকে একটু দুর্বল।

২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২১

ঠোঁটকাটা বলেছেন: জ্বী ভাই। এইসব 'পল্টি'সিয়ানদের বিশ্বাস নেই।

৭| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৩

সাকিন উল আলম ইভান বলেছেন: তো কত পাইলেন পেমেন্ট ? মগবাজারের হালচাল ভালো তো ?

২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০১

ঠোঁটকাটা বলেছেন: আপনার একটি পোস্টের স্ক্রীণশটটি দেখেই বোঝা যায় আপনি আম্লীগের পক্ষে প্রপাগান্ডা চালানোর জন্যই ব্লগ লিখেন। যেমন ওখানে আপনি গত বছরই প্রমাণ করতে চেয়েছিলেন পদ্মা সেতু হচ্ছে। তাই সবাইকেই নিজের মত ভাবাই আপনার জন্য স্বাভাবিক। যাই হোক রুচি না হওয়ায় আপনার কমেন্টের জবাব দিলাম না।

৮| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩১

অপরাজেয় বিদ্রোহি বলেছেন: সাকিন উল আলম ইভান বলেছেন: তো কত পাইলেন পেমেন্ট ? মগবাজারের হালচাল ভালো তো ?

২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৩

ঠোঁটকাটা বলেছেন: ভাই কমেন্টটাও কপি-পেস্ট ছাড়া দিতে পারেন না? ব্লগ আইতে কে কইছে আপনেরে? যাই হোক জবাব উপরে দেখে নেন।

৯| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪২

প্রতিবাদী_কন্ঠ বলেছেন: Ki tajjob bepar! ar ghumayen na! bohut dekhsen sopno.

২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৫

ঠোঁটকাটা বলেছেন: স্বপ্ন হলেই ভাল হতো ভাই। আমজনতা নিরাপদে দুটি খেয়ে পড়ে বাঁচত। দুই পক্ষের মাঝে পড়ে আমরাও চাই এই দুঃস্বপ্ন ভেঙ্গে যাক।

১০| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৪

শার্লক বলেছেন: হুম যেহেতু এরকম চোরা হামলা প্রায়ই হচ্ছে তাহলে পুলিশ কেন আগে থেকেই প্রস্তুত থাকে না, না কি তারা ফুলিশ বলে পারে না? যাহোক জলকামান, পিপার স্প্রে নিশ্চয় কক্সবাজারে রাখা নেই যে আসতে আসতে ১ দিন লেগে যাবে। নিরীহ মানুষের উপর গোলাপী পানি, পিপার স্প্রে করতে পারলো আর শিবিরের উপর প্রয়োগ করতে পারলো না ব্যাপারটা আম জনতা হয়ে হজম করতে পারলুম না। দেশপতিদের লীলা বোঝা বড় দায়।

২৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

ঠোঁটকাটা বলেছেন: বুঝতে পারলে একটাও পলানের দিশা পাইত না।

১১| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

নিয়েল ( হিমু ) বলেছেন: শিবির আজ পর্যন্ত কোন মিছিল অনুমতি নিয়া কর্ছে কৈয়া মনে পরে না যে পুলিশ রেডি থাকবে ।
একটা কমেন্টের জবাবে বলছেন স্বরাষ্ট্র মন্ত্রী বলেছেন খবর ছিল ।
হ্যা হয়ত খবর ছিল কিন্তু কখন একশানে নামবে শিবির এটা তো জানা নাও থাকতে পারে । এর পরেও যদি পিছনে কিছু খবর থাকে আমি তো মনে করি সেটা ভালৈ থাকার কথা । শিবিরকে জংগি বাদের সুযোগ দেয়া হচ্ছে এতে বাংলার মানুষের চির অক্ষয় দাবি জাশি নিষিদ্ধ করা আরো সহজ হবে জংগিবাদের দায়ে ।
কেমুন লাগে ;) ;)

২৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১০

ঠোঁটকাটা বলেছেন: তারমানে আপনিও স্বীকার করে নিচ্ছেন এখানে একটা ষড়যন্ত্র চললেও চলতে পারে। হ্যাঁ, হয়ত সাময়িক কিছু সুবিধা আম্লীগ পাবে। কিন্তু দীর্ঘ-মেয়াদে তা দেশের জন্য ভাল বয়ে আনতে পারে না।

১২| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

নিয়েল ( হিমু ) বলেছেন: শিবিরের বিরুদ্ধে সকল ধরনের ষড়যন্ত্র যায়েজ নাকি নাযায়েজ এটা বলেন আগে ।

২৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

ঠোঁটকাটা বলেছেন: যেকারো বিরুদ্ধে যেকোন ধরনের ষড়যন্ত্রই অন্যায়। তবে শিবিরের অপরাধীদের যারা জননিরাপত্তার বিঘ্ন ঘটিয়ে সহিংসতা করছে তাদের দেশের প্রচলিত আইনে বিচার করে সাজা দেয়া রাষ্ট্রে দায়িত্ব। মনে রাখবেন, রাষ্ট্রের কাছে সবাই সমান বিচার পাওয়ার অধিকার রাখে। কেউ এ থেকে বঞ্চিত হলে অন্যরাও পরোক্ষভাবে হলেও ক্ষতির শিকার হয়।

১৩| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

তামিম ইবনে আমান বলেছেন: লেঞ্জা

২৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

ঠোঁটকাটা বলেছেন: আপনারা ভুলে যান এদেশে আম্লীগ আর জামাতের বাইরেও মানুষ বলে আর একটা প্রজাতি বাস করে। আর তাদের কোন লেঞ্জা থাকে না।

১৪| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

এমদাদুল কদির বলেছেন: পুলিশ যদি মিছিলে বাধা না দিত তাহলে এত কিছু হত না। অনেক দিন ধরে দেখছি একটি নিবন্ধিত দল কোন সভা সমাবেশ করলেই পুলিশÑই এ্যাকশন শুরু হয়ে যায়। এই যদি হয় অবস্থা তাহলে ১৯৯৬ সালে আওয়ামী লীগ রাজপথে সরকারি কমচারী-কর্মকতাদের যেভাবে অপদস্থ করেছিল তা আমরা অজও ভুলি নাই।

অনেক ধন্যবাদ ।

৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৫

ঠোঁটকাটা বলেছেন: ভুক্তভূগী সেই জনগণ। এই পক্ষ একই থেকে যায়।

১৫| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

না তুমি না আমি বলেছেন:
উহারা শক্তের ভক্ত নরমের যম!!!!

৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৫

ঠোঁটকাটা বলেছেন: এটা সবার জন্যই প্রযোজ্য।

১৬| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০১

আবদুল্লাহ আল জাফর মালেক বলেছেন: Click This Link

৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২১

ঠোঁটকাটা বলেছেন: এটা আগেই দেখেছি। এই পোস্টের সাথে এর কী সম্পর্ক একটু বুঝিয়ে বলবেন? সরকারের সমালোচনা দেখলেই অসঙ্গলগ্ন আচরণ শুরু করে দেন কেন?

১৭| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২০

মিতক্ষরা বলেছেন: উহারা শক্তের ভক্ত নরমের যম!!!!

ফারুককে পিটানো পুলিশ পুরষ্কৃত হয়, ফখরুল জেল থেকে বের হতে পারে না। বাট শিবির তান্ডব করতে পারে।

৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৪

ঠোঁটকাটা বলেছেন: বিম্পির কথা আর বইলেন না। আমার দেখা সবচাইতে বড় হিজড়া দল এই বিম্পি। জনগণের স্বার্থ রক্ষা দূরের কথা, তারা সরকারের দেশ-বিরোধী কর্মকাণ্ডের সামান্য প্রতিবাদও করতে পারে নাই। এইসব ইস্যু যদি আম্লীগ পাইত দেখতেন আন্দোলন কারে কয়।

১৮| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৪

িবদ্রহী বলেছেন: বাকশাল মানেই যে সবই খারাপ এমন নয় । ঠিক শিবির মানেই খারাপ , এদের সভা করতে দেয়া যাবেনা মিছিল করলে গুলি মারবে সরকার এটাও ঠিক না।

দেশে যদি গনতন্ত্র থাকতো তাহলে সবাই ভালো ভাবে রাজনীতি করতে পারতও .।

পুলিশ এখন পুলিশ লীগ
ছাত্রলীগ ধর্ষণে ব্যাস্ত
ছাত্রদল মাজা ভাংতে বসেছে বয়স্কদের চাপে
বাম দল গুলো তাদের নীতি হারাতে বসেছে (বিয়া সাদি কইরা সংসার গুছাইয়া কেমনে ফেসবুকে একটা সুন্দর ছবি দিবো সেই কাজে ব্যাস্ত)
আর ছাত্র শিবির তার গুরুদের জেল জুলুমে অতিষ্ট হয়ে পথে নেমেছে , শুরু করেছে অরাজক পরিস্থিতি ......।

এখন সরকারের বোঝা উচিৎ হিজবুৎ নিষিদ্ধ করে লাভ কি হইছে? ওরা তো আর বসে নেই .।ওরাও হইতো শিবিরে যোগ দিছএ। পারলে জামাতও নিষিদ্ধ করুক সবাই খেলাফত মজলিশে যোগ দিবোনা ..যোগ দিবো বিএনপিতে । তার পর বিএনপি ক্ষমতায় সারা জীবন।

৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৯

ঠোঁটকাটা বলেছেন: অত্যাচার করলে উল্টো ফল হবে। যেমনটা হয়েছে ব্রাদারহুডের বেলায়।

একটু বুঝিয়ে বলি। জামাত-শিবিরের অনেক নেতা-কর্মীই এখন ব্যবসা-বাণিজ্য খুলে বসে আরামপ্রিয় জীবন-যাপনে অভ্যস্ত হয়ে যাচ্ছে। একটা প্রান্তিক রাজনৈতিক দল এর জন্য এটা একটা খারাপ লক্ষণ। বিম্পির রাজনৈতিক কর্মসূচিতে ডেডিকেটেড কর্মী না পাওয়ার এটা একটা কারণ। এখন সরকার যদি এদেরকে রাজনৈতিক ভাবে এক্টিভ থাকতে বাধ্য করে তবে তাদের রাজনৈতিক শক্তিই বৃদ্ধি পাবে।
এক্ষেতে আপনি হিজবুত তাহরির এর উদাহরণ টানতে পারেন। তারা কিন্তু দমন এর কারণে আরও বেশি একটিভ হয়েছে ইদানীংকালে।

১৯| ৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৫

রাফা বলেছেন: জামাত/শিবির যা চায় সরকার কি তাই করবে?

নাকি সরকারই ওদের খেলিয়ে খোয়ার ঢুকাবে?

আপনার বুঝতে বহু দেড়ি আছে!ওয়েট এন্ড ছি।

৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৭

ঠোঁটকাটা বলেছেন: সরকার এর খেলাধুলায় জনগণের যে ধুলা ধুলা অবস্থা হয়ে যাচ্ছে। অনেকের ই হয়ত মনিটরের সামনে বসে আপনার মত ওয়েট এন্ড ছি করার সুযোগ নেই। তাদের সকালে উঠে বিশ্বজিতের মত দোকানে যেতে হয়, শিবির এর ভাঙচুর করা বাসে উঠে অফিস এ যেতে হয়। সরকার কি তাদের কথা চিন্তা করে?

২০| ৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৩

দায়িত্ববান নাগরিক বলেছেন: যেই আগুন নিয়ে খেলুক না কেনো, ছাগলের বারবিকিউ খাবো।

৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩২

ঠোঁটকাটা বলেছেন: সবসময়ই আলুপোড়া খাবার জন্য কিছু লোক সুযোগে থাকে, আপনি কি ওরকম?

২১| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩২

িবদ্রহী বলেছেন: এখন সরকার যদি এদেরকে রাজনৈতিক ভাবে এক্টিভ থাকতে বাধ্য করে তবে তাদের রাজনৈতিক শক্তিই বৃদ্ধি পাবে।



খুব ই সত্য েকটা কথা বলেছেন

৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৮

ঠোঁটকাটা বলেছেন: সবার সত্য কথা ভাল লাগে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.