নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখতে ভালবাসি । পাগলামি করা অসম্ভব পছন্দ করি ।

েতাফােয়ল েহােসন

Very Simple

েতাফােয়ল েহােসন › বিস্তারিত পোস্টঃ

পুরনো সেই দিনের কথা

২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪৩

হঠাত করেই ঘুম টা ভেঙ্গে গেল । তাড়াতাড়ি মোবাইল হাতে নিয়ে সময়টা দেখলাম। দেখি ৮ টা ৫০ বাজতে আর ১০ মিনিট বাকি। তাড়াতাড়ি বিছানা ছেড়ে ব্রাশ হাতে বাথরুমের দিকে গেলাম। ৫ মিনিট এর মধ্যে সব কাজ সেরে তৈরি হয়ে ক্লাসের দিকে দৌড় দিতে হবে। বাথরুমে গিয়ে দেখি সবকটা বাথরুম বদের আছারিগুলা আটকাইয়া রাখসে। X( একটা বাথরুম ফাঁকা হলে দ্রুত কাজ সেরে রুম এ ফিরে তৈরি হয়ে দিলাম ক্লাস এর দিকে ছুট । যথারীতি সেই সেমিনার রুম এ গিয়ে ঢুকলাম । আর ঢুকেই একটা ধাক্কা খেলাম নিজের ভেতরে ।ক্লাস এ যে সব জুনিয়র রা বসে আছে। যে মুখগুলা প্রতিদিন ক্লাস এ ঢুকেই দেখি সেগুলোর পরিবর্তে অন্য মুখ। একজন জিজ্ঞেস করল,"ভাইয়া কিছু দরকার?? এখানে কি করছেন?? আপনাদের তো শেষ।"
মনে পরল তখন। আসলেই তো আমাদের ক্লাস শেষ। আমাদের জন্য তো আর জায়গা নেই ঐ ক্লাসরুম এ।দীর্ঘ সাড়ে চার বছর ক্লাস করেছি ঐ রুমগুলোতে । এখন যে আর জায়গা নেই ওখানে আমাদের। চাইলেউ আর ঐ রুম এ ঢুকে পিছনে বসে দুষ্টামি করতে পারবনা। সবার সাথে বসে অনিচ্ছাসত্তেউ চুপচাপ ক্লাস করতে পারবনা। বুকের ভেতর টা কেমন যেন হাহাকার করে উঠল । চোখগুলো ঝাপসা হয়ে গেল। :(( :(( সবাইকে ডেকে বলতে ইচ্ছে করল "চল ক্লাস টা করেই যাই" । খুব ইচ্ছে করছে আবারও সেই পুরনো দিনগুলোতে ফিরে যেতে । মাথায় একটা গান ঘুরছে।
"আয় আরেকটি বার আয় রে সখা,
প্রানের মাঝে আয়
মোরা সুখের দুঃখের কথা কব
প্রাণ জুরাবে ভাই"।
ভাল থাকিস বন্ধুরা। সারাটা জীবন ভাল থাকিস।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫৫

মিজভী বাপ্পা বলেছেন: নস্টালজিক :( :(( :(( :((

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৯

কলমের কালি শেষ বলেছেন: :(( :(( :(( :((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.