![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি অবস্থা! এই দেশের সাভারের রানা প্লাজা ধসের ঘটনা আজ সারা বিশ্ব তাকিয়ে দেখছে। গার্মেন্সগুলোকে নিয়ে বিগত ঘটনা গুলোতে ও আমরা ভালো নাম করেছি বিদেশের কাছে। আমাদের দেশের রাজনীতি, অর্থনীতি সকল কিছুর অবস্থা আশংকা জনক। হয়তবা এ নিয়ে কিছুদিন হবে কিছু কথা বার্তা, হবে না কোন বিচার। এজন্য এ কথা বল্লাম বিগত তাজরিন গার্মেন্স এর ঘটনা দেখে। এভাবে দিনের পর দিন ঘটবে আরও অনেক ঘটনা তাই বলতে চাই... ধসে যাওয়া রানা প্লাজা নিয়ে কোন রাজনীতি হোক চাই না, চাই না লাশ গুম। আমি মনে প্রাণে বিশ্বাস করি সকল কিছুর মুলে আমাদের দেশের দূর্নীতি। দূর্নীতি না হলে এতো বড় দূর্ঘটনা ঘটত না। আমরা চাই একটু শান্তি মত বেঁচে থাকতে, লড়াই করে নয়। আমরা রাজনীতির ছায়া পরে ভুলে গেছি আমাদের নিজেদের অধিকার টুকু আদায় করতে। আমরা আন্দোলন এ বিশ্বাসী এতোই যদি আন্দোলন করতে হয় তবে হবে দূর্নীতি নিয়ে আন্দোলন। তাহলে হবে শান্তির দেশ আমার সোনার বাংলাদেশ....
আমি সাভার রানা প্লাজা ধসের ঘটনায় শোকাহত...
এটা আমার প্রথম লেখা, জানিনা কেমন হয়েছে। আমি যেটা বিশ্বাস করি সেটাই আমি উপস্থাপন করেছি....
©somewhere in net ltd.