![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামুতে কতদিন হলো আমার? ১ বছর ৩-৪ মাস? অথচ এই অল্প সময়েই সামুকে এত আপন লাগে কেন আমার? কেন এমন মনে হয়, যে সামুর বন্ধুদের যুগ যুগ ধরে চিনি? কেন এমন লাগে, সামু আমার জীবনেরই একটা অংশ?
মাঝে মাঝেই এর উত্তর গুলো জানতে ইচ্ছা করে। শুধু আমি না, আমার মনে হয় আমার মতো আরও অনেক ব্লগারেরই জানতে ইচ্ছা করে।
আসলে সমাহয়্যার ইন ব্লগ হলো একটা পরিবার। আর দশটা পরিবারের মতোই একটা পরিবার। আর আমরা সকল ব্লগারই হলাম এই পরিবারের এক একটা অঙ্গ, এক একজন সদস্য।
কেন এমন মনে হয়?
হবে না কেন?
ধরা যাক, আজ একজন পোষ্ট দিল, "আমার এই সাহায্য দরকার"।
সাথে সাথে আমরা ব্লগাররা ঝাপিয়ে পড়লাম কিভাবে সেই ব্লগারকে সাহায্য করা যায় সেই চেষ্টায়।
একজন ব্লগার হয়তো পোষ্ট দিল, তার বাবা অসুস্থ, রক্তের দরকার।
দেখা গেল, যাদের সেই গ্রুপের রক্ত আছে, তারা সবাই সেই ব্লগারের বাবাকে রক্ত দিতে ইচ্ছুক।
একজন ব্লগার পোষ্ট দিল, একজন মুমূর্ষ রোগীর জন্য অর্থ সংগ্রহ প্রয়োজন।
আমরা তখন সব ব্লগাররা বিভিন্ন আয়োজনের মাধ্যমে সেই অর্থ সংগ্রহের চেষ্টা করি।
কারো জন্মদিনের দিন, আমরা তাকে চিনি আর না চিনি, সবাই মিলে শুভেচ্ছা জানাই, কারো বিয়ে হলে তাকে শুভ কামনা জানাই, কারো বাচ্চা হলে তাদের সাথে আমরাও আনন্দিত হই। অন্যের সুখে সুখী হই, অন্যের দুঃখে দুঃখ পাই।
কেন?
ঐ যে বললাম, আমরা একটা পরিবার। সবাই একই বন্ধনে আবদ্ধ।
এখন প্রশ্ন হলো, আমাদের মধ্যে কি ঝগড়া বাধেনা? একে অন্যকে ছোট করার চেষ্টা করা হয়না? গালাগালি, ঝগড়াঝাটি হয়না?
হয়।
এবার আমার একটা প্রশ্নের উত্তর দিন তো।
এমন কোন পরিবার দেখাতে পারবেন কি, যেখানে ঝগড়া হয় না? একে অন্যের সাথে মনমালিন্য হয়না? মতবিরোধ হয়না?
চেষ্টা করুন তো, এরকম একটা পরিবার খুজে পান কিনা।
আমরা একটা মিলিত শক্তি। আমাদের মিলিত শক্তি সকল বাধা বিপত্তি জয় করতে সক্ষম। সকল বিপদ আপদ কাটিয়ে উঠতে সক্ষম।
ততক্ষন, যতক্ষন আমরা একে অন্যকে সঙ্গ দেব, একে অন্যের পাশে থাকবো, একে অন্যকে বুঝতে পারবো।
আর তেমন কিছু বলার নাই। এই পরিবার আপনার-আমার। এই পরিবারের ভালো মন্দ দেখার দায়িত্বও আপনার-আমার। আজ আমাদের মধ্যে ঝগাড়া হলো, মনোমালিন্য হলো (হতেই পারে), হোক। কিন্তু কাল যেন আবার আমরা পুরোনো বন্ধুর মতো আবার কথা বলা শুরু করি।
এই মিলিত শক্তি দিয়ে আমরা গড়ে তুলবো আমাদের নিজেদেরকে, আমাদের সমাজকে। বিশ্বের দরবারে পরিচিত করবো আমাদের দেশকে।
কখনও যেন এই পরিবারে ভাঙ্গন না ধরে।
১১ ই অক্টোবর, ২০১০ বিকাল ৪:৩৮
টিনটিন` বলেছেন: ধন্যবাদ।
আসলেই আমরা একটা পরিবার।
ধন্যবাদ মন্তব্যের জন্য।
২| ১১ ই অক্টোবর, ২০১০ বিকাল ৪:০৯
মোঃ আমিন বলেছেন: আমাদের এই পারিবারিক বন্ধন আরো দৃঢ় হোক ! উই আর এ্যা হ্যাপী ফ্যামেলী !
১১ ই অক্টোবর, ২০১০ বিকাল ৪:৪৪
টিনটিন` বলেছেন: উই আর এ্যা ভেরী হ্যাপী ফ্যামেলী।
৩| ১১ ই অক্টোবর, ২০১০ বিকাল ৪:১৬
প্যাঁচনাই বলেছেন: কেনু কেনু ????????
১১ ই অক্টোবর, ২০১০ বিকাল ৪:৫০
টিনটিন` বলেছেন: এমনিই।
৪| ১১ ই অক্টোবর, ২০১০ বিকাল ৪:১৭
টুনা বলেছেন: আপনার উপরের আর্টিকেলটি ভাল লেগেছে।আপনার প্লাস পাওয়ার অধিকার রয়েছে।সেই সঙ্গে আমার ব্লগ পরিদর্শনের জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার প্রতি আমার অন্তরের অন্তস্থল থেকে কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি।প্লাস / মাইনাস বুঝিনা।মন্তব্য করলে নিজেকে শোধরানোর সুযোগ থাকতো।আশা করি ভবিষ্যতে ভুলবেন না।পরিশেষে আপনার জীবন প্রষ্ফুটিত ফুলের মতো সুবাসিত হওক,এই কামনা মহান আল্লাহর দরবারে।
১১ ই অক্টোবর, ২০১০ বিকাল ৫:১৫
টিনটিন` বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
আপনার ব্লগে এর আগে কখনও গেছি বলে মনে পড়ছেনা। এখন যেয়ে দেখলাম। ভালো লেখেন আপনি। পরেরবার যেয়ে অবশ্যই মন্তব্য করবো।
আবারো ধন্যবাদ।
৫| ১১ ই অক্টোবর, ২০১০ বিকাল ৪:২১
শিপু ভাই বলেছেন: আফনের তো ১ বছর,
আমার ১মাস ৩ সপ্তাহ, আইজকাই জিনারেল হইলাম।
এই সময় প্রতি দিন ৬-৮ ঘন্টা সামুতে পইড়া থাকতাম।
আমারো আপন লাগে।
পোস্টে প্লাস
১১ ই অক্টোবর, ২০১০ বিকাল ৫:২৬
টিনটিন` বলেছেন: না ভাইয়া, আমার ১ বছর ৪ মাস।
অনেক ধন্যবাদ।
৬| ১১ ই অক্টোবর, ২০১০ বিকাল ৪:২৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ভয়ানক ভাল একটা পোস্ট দিয়েছেন। + তো দিতেই হবে।
১১ ই অক্টোবর, ২০১০ বিকাল ৫:৪০
টিনটিন` বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
৭| ১১ ই অক্টোবর, ২০১০ বিকাল ৪:৩৭
ছোটমির্জা বলেছেন: হুম"""
১১ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:১৩
টিনটিন` বলেছেন: জ্বী
৮| ১১ ই অক্টোবর, ২০১০ বিকাল ৪:৫৬
আজম মাহমুদ বলেছেন: সব ঠিক আছে।
আপনার সব কথা একদম সত্য কিন্তু সমস্যা হয়েছে কি, ইদানিং এই ব্লগে অত্যন্ত নিচু মনের ও অভদ্র স্বভাবের কিছু ইউজার ঢুকে পড়েছে ফলে এখানে আর আগের মতো ভালো লাগে না।
এই ব্লগের উপকারীতা দেহে রক্তের মতো। কিন্তু এই রক্তে ইদানিং দুষিত জার্ম ঢুকে গেছে। এছাড়া আর সব ঠিক ঠাক।
ধন্যবাদ আপনার আর্টিকেলের জন্য।
১১ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:১৫
টিনটিন` বলেছেন: অনেক পরিবারেই কিছু পথভোলা মানুষ থাকে, তাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনা পরিবারেরই কর্তব্য।
আপনাকেও অনেক ধন্যবাদ।
৯| ১১ ই অক্টোবর, ২০১০ বিকাল ৪:৫৬
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
প্লাস দিয়ে গেলাম।
ভালো পোস্ট।
১১ ই অক্টোবর, ২০১০ রাত ৯:৪৩
টিনটিন` বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
১০| ১১ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:৩২
চতুষ্কোণ বলেছেন: সুন্দর ভাবনা।
১১ ই অক্টোবর, ২০১০ রাত ১১:৩৭
টিনটিন` বলেছেন: ধন্যবাদ।
১১| ১১ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:৪২
নিশম বলেছেন: সাউতে আসলে আরাম আরাম লাগে। ঘুম থেকে উঠেই লগ ইন করি। আগে আমি পুররা ফেসবুকের প্রতি ম্যানিয়াক ছিলাম, এখন দিনে মনে হয় ১ ঘন্টাও ফেসবুকে থাকিনা। সামুতে এসে ১টা সেই পর্যায়ের ভাই পেয়েছি। আর ততক্ষনাত উপস্থিত যত জ্ঞান আছে, যত্তো সাহিত্য আছে, ভান্ডার!@ সামুতে না আসলে এইগুলান যে কই পাইতাম, আল্লাহ পাকই জানেন!
অনেক সুন্দর করে ফিলিংস এক্সপ্রেস করেছেন, আমি এত্তো সুন্দর করে পারিনা। ধন্যবাদ ভাইয়া
১১ ই অক্টোবর, ২০১০ রাত ১১:৫১
টিনটিন` বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ, নিশম।
১২| ১১ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:৫২
আহাদিল বলেছেন: হুমম...তাই।
১২ ই অক্টোবর, ২০১০ রাত ১২:০৪
টিনটিন` বলেছেন: ধন্যবাদ।
১৩| ১১ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:২৮
হায়রে ভালবাসা বলেছেন: হুম...........
১২ ই অক্টোবর, ২০১০ রাত ১২:৩৭
টিনটিন` বলেছেন: হুম.......
১৪| ১১ ই অক্টোবর, ২০১০ রাত ৮:১৩
সায়েম মুন বলেছেন:
১২ ই অক্টোবর, ২০১০ রাত ১২:৫৫
টিনটিন` বলেছেন:
১৫| ১১ ই অক্টোবর, ২০১০ রাত ১১:৫৪
এক্স বলেছেন: হ... সামুর ফ্যামিলি পুরাই হিন্দি চিরিয়ালের ফ্যামিলি... চাচ কাবি বাহু থি
১২ ই অক্টোবর, ২০১০ রাত ১:১৬
টিনটিন` বলেছেন:
১৬| ১২ ই অক্টোবর, ২০১০ রাত ১২:০৫
কালপুরুষ বলেছেন: ভাল লিখেছেন। আমি গর্বিত আমি এই পরিবারেরই একজন সদস্য।
১২ ই অক্টোবর, ২০১০ রাত ২:৩২
টিনটিন` বলেছেন: ধন্যবাদ। কালপুরুষদা।
আমিও গর্বিত।
১৭| ১২ ই অক্টোবর, ২০১০ রাত ১:২৫
স্বপ্নবাজী বলেছেন: হুম আমারও ঠিক তাই মনে হয়। তবে কি আমি এই ব্লগে একদমই নতুন। সবে একমাস পার করলাম। এই পরিবারের একজন সদস্য হতে পেরে ভালো লাগছে। তবে সবাই যে অচেনা। একই পরিবারের সদস্যরা কি অচেনা হলে মানায়।
ভালো থাকবেন।
১২ ই অক্টোবর, ২০১০ রাত ২:৫৫
টিনটিন` বলেছেন: কিছুদিন যাক, অনেক ভালো বন্ধু পেয়ে যাবেন।
আমরা নতু সদস্যদের সবসময় সুস্বাগতম জানাই।
আপনাকেও ধন্যবাদ।
১৮| ১২ ই অক্টোবর, ২০১০ রাত ১:২৮
তাকা বলেছেন: আই এম প্রাইড টু বি আ মেম্বার অভ দিস ফ্যামিলি!!
ভিভা সামু!!
১২ ই অক্টোবর, ২০১০ রাত ৩:১৬
টিনটিন` বলেছেন: ভিভা কথাটা অনেক শুনেছি, মানে জানিনা।
আই এম প্রাইড টু বি আ মেম্বার অভ দিস ফ্যামিলি!!
@
সহমত
১৯| ১২ ই অক্টোবর, ২০১০ রাত ২:১৯
আবদুল্লাহ আল মনসুর বলেছেন:
১২ ই অক্টোবর, ২০১০ দুপুর ২:২৮
টিনটিন` বলেছেন:
২০| ১২ ই অক্টোবর, ২০১০ রাত ২:৩৫
শেখ আমিনুল ইসলাম বলেছেন: আমি ১০০% সহমত
১২ ই অক্টোবর, ২০১০ রাত ৯:১৫
টিনটিন` বলেছেন: আমিও ১০০% সহমত।
২১| ১৩ ই অক্টোবর, ২০১০ রাত ৯:২৯
জুন বলেছেন: টিনটিন আমি একথাটাই একজনকে বলেছি যে নেটের বাইরে না আসলে বোঝা যায়না সামু কে মিস করলে কি কস্ট লাগে। নীল নদের রিভার ক্রুজের আনন্দ ও মাটি হয়ে গেল নেট কানেকশন তথা সামু থেকে বিচ্ছিন্ন হয়ে।
১৩ ই অক্টোবর, ২০১০ রাত ১০:৫৩
টিনটিন` বলেছেন: আসলে অনেকেই এই অনুভবটা করতে পারেনা।নেটের বাইরে থাকলে সামু আর সামু বন্ধুদের প্রচন্ড মিস করি।
ভালো থাকবেন, জুন আপু।
©somewhere in net ltd.
১|
১১ ই অক্টোবর, ২০১০ বিকাল ৪:০৬
অর্ফিয়াস বলেছেন: ভালো লিখেছেন। আসলেইতো পরিবার না হলে আমরা কেন আমাদের অনুভুতিগুলো শেয়ার করবো একে অপনের সাথে?