![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামুতে যারা আমাকে চিনেন তারা হয়তো অনেক জানেন আমি টুকটাক কিছু ভৌতিক গল্প লিখি। সামুতে লিখি, রহস্য পত্রিকায় লিখি। ফেসবুকে বেশ কিছু ভুতুড়ে গল্পের পেজ আছে যেখানে ভৌতিক গল্প প্রকাশ করা হয়। সেগুলোর প্রায় প্রত্যেকটাতেই কিভাবে যেন আমার গল্পগুলো চলে যায়। কেউ ভদ্রভাবে আমার নাম দিয়েই পোষ্ট করে আবার কেউবা কোন নাম দেয়না আবার অনেকে তো নিজের নামেই প্রকাশ করে ফেলে। নামকরা পেজগুলোয় সাধারনত আমার নামেই প্রকাশ করে। অনেক কমেন্ট আসে। ১০০ থেকে শুরু করে ৫০০+ কমেন্ট পেয়েছে আমার গল্পগুলো। এর মধ্যে প্রায় ৭০% ভালো কমেন্ট। ভালো কমেন্ট বলতে শুধু প্রসংশার কথাই বলছিনা। প্রসংশার সাথে সাথে গঠনমূলক সমালোচনাও ভালো কমেন্টের মধ্যেই পড়ে। কিন্তু বাকি ৩০% কমেন্ট হয় বড়ই ভৌতিক। ভৌতিক বলতে ভূতুড়ে না, অদ্ভূত। কমেন্টাররা যে কি বলতে চায় তা ওরাই জানে। এরা কোনদিন ভুতুড়ে বা রহস্য গল্প পড়েছে কিনা, আমার সন্দেহ আছে। এমনকি এরা কোনদিন গল্প বা উপন্যাস পড়েছে কিনা, সেটাও আমার সন্দেহ হয়। বিভিন্ন টাইপ অদ্ভূত কমেন্টের ধরন আমি উল্লেখ করছি:
১. কিছুই বুঝলাম না: : অদ্ভূত কমেন্টের মধ্যে সবচেয়ে বেশী যেটা পাই সেটা হলো, "কিছুই বুঝলাম না"। মজার ব্যাপার হলো এই ধরনের কমেন্ট যারা করে তারা অধিকাংশ গল্পেই দেখি এই একই কমেন্ট করে আসে। (ব্যটা তোদের দৌড় বই মুখস্ত করে পরীক্ষা দিয়ে আসা পর্যন্তই সীমাবদ্ধ, বোঝার ক্ষমতা তোদের নাই)
২. ধুর এরকম হয় নাকি: অদ্ভূত কমেন্টের মধ্যে ২য় স্থানের অধিকারী কমেন্ট হলো, "ধুর এরকম হয় নাকি?"। (নারে গাধার দল এরকম হয় না। এগুলো কল্পকাহীনি গল্প। এগুলোর সাথে বাস্তবের কোন সম্পর্ক নাই। বাস্তব কাহিনী পড়তে হলে বইসা বইসা ইতিহাস পড়)
৩. লেখক এরকম ভাবে ভুতের খপ্পরে পড়েছিল? : না, লেখক পড়েনি। লেখক শুধু লিখেছে। এগুলো শুধুই কল্প কাহিনী। বাস্তব কাহিনী হইলে লিখাই থাকতো "সত্য কাহিনী অবলম্বনে"
৪. গল্পের এনডিং একেবারে ভালো হয়নি: বেশীরভাগ পাঠক গল্পের শেষে সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল টাইপ এনডিং খুজে। ওরে গাধার দল এই টাইপ এনডিং খুজলে বাংলা আর হিন্দি সিনামা দেখ, হরর গল্পের এনডিং এ একটু টুইস্ট না থাকলে ছোট হরর গল্প জমে না।
৫. এটা কিছু হইলো? : না রে গাধা , এটা কিছু হয়নি। তুই নিজে গল্প লেখ নিজে পড় আর বল, "এইটা বহুত কিছু হইল"
৬. এর চেয়ে ভালো গল্প তো আমিই লিখতে পারি: লিখ গাধা, লিখ। সারাজীবন তোরা মুখেই জাবর কাটতে পারিস। পারলে কিছু করে দেখা।
আরো বহুত রকমের কমেন্ট আসে। এখন মনে পড়ছেনা। আমার কথা হলো যেকোন জিনিষের রিএকশান না থাকলে তার কোন একশান ও থাকেনা। কিন্তু সেই রিএকশান গঠনমূলক হতে হবে। বেহুদা সমালোচনা করলে একজন লেখক, কবি, অভিনেতা যেই হোকনা কেন, সে তার কাজ থেকে আগ্রহ হারায়ে ফেলে। সবাইকে তার ভালো কাজের উৎসাহ দেওয়া উচিত, গঠনমূলক সমালোচনা করা উচিত, বেহুদা কথা বলে তাকে অনুৎসাহিত করার কোন মানে হয়না।
৩১ শে আগস্ট, ২০১২ রাত ১১:৩৫
টিনটিন` বলেছেন: ধুর, এরচেয়ে ভালো কমেন্টতো আমিই লিখতে পারি।
২| ৩১ শে আগস্ট, ২০১২ রাত ১১:২৭
আসফি আজাদ বলেছেন: ধুর মিয়া, কি লিখলেন কিছুই বুঝলাম না! যা আবোলতাবোল লেখছেন, ধুর এরকম হয় নাকি না পইড়া কেউ কমেণ্ট করে? মনে হয় ভুতের খপ্পরে পড়েছিলেন! ? কি লিখতে কি লিখছেন
এটা কিছু হইলো? এনডিং একেবারে ভালো হয়নি, এর চেয়ে ভালো তো আমিই লিখতে পারি
৩১ শে আগস্ট, ২০১২ রাত ১১:৫০
টিনটিন` বলেছেন: সবাই দেখি খারি মজা লয়।
৩| ৩১ শে আগস্ট, ২০১২ রাত ১১:৩০
ফাইয়াদ ইফতিখার রাফী বলেছেন:
আমি এমো দিয়ে কি বুঝালাম কন
০১ লা সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:০০
টিনটিন` বলেছেন: = কিছুই বুঝলাম না
#: = ধুর এরকম হয় নাকি
B = আপনি এরকম ভাবে ভুতের খপ্পরে পড়েছিলেন?
গল্পের এনডিং একেবারে ভালো হয় নাইক্কা।
= এটা কিছু হইলো?
এর চেয়ে ভালো গল্প তো আমিই লিখতে পারি
৪| ৩১ শে আগস্ট, ২০১২ রাত ১১:৪২
মামুন হতভাগা বলেছেন: এটা কিছু হইলো? কিছুই বুঝলাম না,এনডিং একেবারে ভালো হয়নি: এর চেয়ে ভালো গল্প তো আমিই লিখতে পারি
০১ লা সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:১১
টিনটিন` বলেছেন: আপনিও মজা লইতাসেন, মামুন ভাই?
৫| ৩১ শে আগস্ট, ২০১২ রাত ১১:৪৮
চেয়ারম্যান০০৭ বলেছেন: পুরো লেখাটা পড়েই খুব মজা পেলাম আসলে কেউ কেউ পড়ে মন্তব্য করে,কেউ না পড়েই।আবার কেই বুঝে ,কেউ না বুঝেই।তাই এমন মন্তব্য গুলোর উৎপত্তি
বেপার না মনে নিয়েন না।৭০% তো ভালো বলে।এতেই হবে।
শুভকামনা
০১ লা সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:১৭
টিনটিন` বলেছেন: এইগুলোর জন্য দরকার রোমান্টিক গল্প। নো টুইস্ট, জাস্ট প্রেম আর না হয় ছ্যাকা।.
মনে নিই না, শুধু বুঝিনা এই গাধাগুলো গল্প কেন পড়তে আসে।
থেংকু চেয়ানম্যান সাব।
৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:২১
রাতের মারুফ বলেছেন: কিছুই তো বুঝলাম না ।
০১ লা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:২৬
টিনটিন` বলেছেন: আমিও বুঝি নাই।
৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:২৪
সুমন হায়দার বলেছেন: কিসুই বুঝলাম না
০১ লা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৪১
টিনটিন` বলেছেন: বুঝলে, আমারে বুঝাইয়া বইলেন।
৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১২ রাত ২:৩০
সায়েদ তানজিদ বলেছেন: ৫. এটা কিছু হইলো? : না রে গাধা , এটা কিছু হয়নি। তুই নিজে গল্প লেখ নিজে পড় আর বল, "এইটা বহুত কিছু হইল"
০১ লা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৩৮
টিনটিন` বলেছেন: তেনারা বহুত জ্ঞানী।
৯| ০১ লা সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:৫৯
রাফাত নুর বলেছেন: হে : হে : হে : আমি ভুতের গল্প পড়ি না।
এক রুমে একলা গুমাইতে অয়।
০২ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ১:০২
টিনটিন` বলেছেন: ভয় নাই, একলা ঘরে ঘুমালে ভুতে আপনাকে ধরবেনা।
১০| ০১ লা সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:৩৪
নিওফাইটের রাজ্যে বলেছেন:
০২ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ১:০৬
টিনটিন` বলেছেন: আমিও কিছু বুঝতে পারতাসিনা।
১১| ০২ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৩১
সায়েদ তানজিদ বলেছেন:
০২ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ১:১৩
টিনটিন` বলেছেন: সেই রকম ধইন্যা।
১২| ০২ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৩২
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: @রাফাত নুর ভাই, ভাবী কোথায়?
১৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ১:০৫
ডিজিটাল পল্লী বন্ধু বলেছেন: আরেকটা কমেন্ট হবে "" এসব ভুত টুত বলে কিছু নাই, সবই মনের ভয়"
০২ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ১:১৬
টিনটিন` বলেছেন: এরকম কমেন্ট এখনও পাইনি।
১৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ১:২০
সায়েদ তানজিদ বলেছেন: ভূতের গল্প যাদের পছন্দ তাদের থেকে এর চেয়ে ভালো কমেন্ট আশা করা অন্যায়। তারা এখন লেদা পোলায় রই গেছে। (মাইন্ড খাইয়েন না টিনটিন ভাই
)
০২ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ১:২৪
টিনটিন` বলেছেন: মাইন্ড করার কিছু নাই।
তবে, যেটা সত্যি, স্টিফেন কিং, রবীন্দ্রনাথ, হুমায়ুন আহমেদ, জাফর ইকবাল সহ পৃথিবীর প্রায় সব ভালো ভালো রাইটার ভুতের গল্প লিখেছেন, পছন্দ করেছেন। আপনার ভাষ্যমতে হয়ত তারাও ল্যাদা পোলই। কি বলেন?
১৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ১:২৮
সায়েদ তানজিদ বলেছেন: হইতে পারে। আমাকে পড়ে দেখতে হবে। ভুতের গল্প পড়া হয় না।
০২ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৩৩
টিনটিন` বলেছেন: না পড়ে নিশ্চয় কিছু বলা ঠিক না, তাই না?
১৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ২:২৪
হিবিজিবি বলেছেন: ভুতের গল্পে কিছু ভৌতিক কমেন্ট আসতেই পারে, তাই বলে এত রাগ করা ঠিক না ! সবার এন্টেনা তো আর একরকম না, তাই না!!
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:০৮
টিনটিন` বলেছেন: রাগ ১ম দিকে হতো। এখন আর হয়না। অনেক পাঠকই যে কিছু না বুঝেই পড়ে, এটা বোঝা হয়ে গেছে।
১৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ২:৩১
আমি তুমি আমরা বলেছেন: বেহুদা সমালোচনা করলে একজন লেখক,
কবি, অভিনেতা যেই হোকনা কেন,
সে তার কাজ থেকে আগ্রহ হারায়ে ফেলে।
সবাইকে তার ভালো কাজের উৎসাহ
দেওয়া উচিত, গঠনমূলক
সমালোচনা করা উচিত,
বেহুদা কথা বলে তাকে অনুৎসাহিত করার
কোন মানে হয়না।
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:০০
টিনটিন` বলেছেন: বুঝলাম না, আপনি কি সমর্থ্ন জানালেন?
১৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৩৭
মেঘেরদেশ বলেছেন: কমেন্ট নিয়েও যে ব্লগ লেখা যেতে পারে জানতাম না মানুস কিছুটা অদ্ভুট হবেই
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:০১
টিনটিন` বলেছেন: হ্যা হ্যা, অদ্ভূত তো হবেই। তবে ঐগুলো গল্প পড়ার অযথা চেষ্টা কেন করে, বুঝিনা।
১৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:০২
নগত টাকা বলেছেন: আপনি যেভাবে গাধা বলে সম্মোধন করলেন ,তাতে মনে হয় এত দিন আপনি গাধাদের জন্যই ভুতের গল্প লিখছেন .ভুতের জন্য ভুতের গল্প লিখলে এমন টা হত না
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:০৩
টিনটিন` বলেছেন: আচ্ছা, এরপর আপনার জন্য গল্প লিখুম।
২০| ০৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ২:৩৬
সুপান্থ সুরাহী বলেছেন:
টিনটিন এইডা কোন নাম হইল...
এই নামে আবার কুনো ব্লগিং হইল...
ব্লগারেদর আবার গল্প লেখার খায়েশ আেছ নাকি...
থাকলেই হেইডা আবার গল্প হইব নাকি...?
মজা এন্ড ব্যাপুক মজা...
০৬ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:১৬
টিনটিন` বলেছেন: এপনি দেখি আরো এককাঠি উপরে।
২১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ২:৪৬
রিফাত হোসেন বলেছেন: শুনেন , মানুষকে রোমান্টিক গল্প উপহার দেওয়া খুবই সোজা কিন্তু হাসি বা ভৌতিক গল্পের অনুভূতি সৃষ্টি করা খুবই দূরহ ব্যাপার !
০৬ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:২০
টিনটিন` বলেছেন: কিন্তু ঐ ৭০% আমাকে মনে করায়ে দেয়, কিছুট হলেও আমি পাঠকের দৃষ্টি আকর্ষন করতে পেরেছি। আর বাকি ৩০%? আপনি নিজে গল্প পড়ে ঐ ৩০% কমেন্ট পড়লে বুঝতে পারবেন, কের ঐগুলোকে ভৌতিক বলছি।
একটা উদাহরন দিই, ঐ পেজগুলোয় কিছু বিদেশী এবং দেশী ভালো রাইটারদের ভৌতিক গল্পও পোষ্ট করা হয়। সেইসব বিদেশী গল্প পড়েও তাদের মন্তব্য, “এইটা হিন্দী সিনামা থেকে নকল করা” :-& “এইটা কিছু হইল :-& ” ????????
২২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৫৯
সরলতা বলেছেন: পোষ্টটা মোবাইল দিয়ে পড়ছিলাম কাল রাতে। আজকে কমেন্ট করতে আসলাম। আমার দারুণ লেগেছে টিনটিন ভাই। বিশেষ করে ৫ নং এ ৫. এটা কিছু হইলো? : না রে গাধা , এটা কিছু হয়নি। তুই নিজে গল্প লেখ নিজে পড় আর বল, "এইটা বহুত কিছু হইল" এই অংশটুকু!
০৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:০৬
টিনটিন` বলেছেন: অনেক ধন্যবাদ, সরলতা।
তুমি কি এখন রেগুলার না মানুষের পালস দেখতেই ব্যাস্ত?
২৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:২০
সরলতা বলেছেন: হাহাহা। অল্প কয়েকদিনের জন্য খুব ভালোমত রেগুলার টিনটিন ভাই। তারপর আবার হাওয়া হয়ে যাব ব্লগ থেকে। তবে মানুষের পালস দেখতে না, ভালোমত পালস দেখাটা রপ্ত করতে। ফিফথ ইয়ার শুরু হবে পনেরো তারিখ থেকে। দোয়া করবেন।
০৭ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৫১
টিনটিন` বলেছেন: অবশ্যই দোয়া করবো আর সাথে এটাও চাইবো যেন তুমি ব্লগে রেগুলার হও।
২৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১২ ভোর ৬:০৪
ফারিয়া বলেছেন: হাসতে হাসতে!
বেশ বলেছেন, আহা, এমন রিপ্লাই দেয়া গেলে..
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৩৬
টিনটিন` বলেছেন: এমন রিপ্লাই দেওয়া গেলে, অন্তত মনটা একটু শান্ত হতো।
কিন্তু কি করা, ভদ্রতা বলে একটা কথা আছেনা?
২৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:১৯
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: অদ্ভুত লেখকের লেখায় অদ্ভুত কমেন্ট ! এ আর নতুন কি অদ্ভুত ! ভূতের গল্পগুলো কিভাবে পড়তে পারবো ? লিঙ্ক চাই !
১২ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:৪৬
টিনটিন` বলেছেন:
নেন আপলোড করে দিলাম। ফ্রেস পিডিএফ কপি। এখানে সবগুলো পাবেন।
http://www.mediafire.com/?9asqs438l9om9p9
আর এইখান থেইক্কা কয়েকটা পড়তে পারেন। এইখানে ২টা গল্প নাই মনে হয়।
Click This Link
২৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ২:০৭
মাসুদ রান৮২ বলেছেন: ধুর এমন হয় নাকি
২৫ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ২:০৮
টিনটিন` বলেছেন: হয় তো। হয় বলেই তো লিখেছি।
২৭| ০১ লা অক্টোবর, ২০১২ রাত ১২:১৬
ৈহমনতী বলেছেন: দুরর কিচুই বুঝবার পারি নাইককা।খালি হুদা প্যচাল
০১ লা অক্টোবর, ২০১২ রাত ২:২২
টিনটিন` বলেছেন: কাজ-কাম নাইতো তাই হুদাই প্যাচাল পারি। )
২৮| ০১ লা নভেম্বর, ২০১২ সকাল ৯:৩১
আহমাদ জাদীদ বলেছেন: স্বাভাবিক, ঐ কমেনটাররা জোকারি ভালৈ করে.
০১ লা নভেম্বর, ২০১২ রাত ৯:০৭
টিনটিন` বলেছেন: চরম হাস্যকর। এত সামান্য বদ্ধি নিয়ে এরা আসে ব্লগিং আর সোশ্যাল নেটওয়ার্কিং করতে।
©somewhere in net ltd.
১|
৩১ শে আগস্ট, ২০১২ রাত ১১:১৪
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: কিছুই বুঝলাম না: : অদ্ভূত কমেন্টের মধ্যে সবচেয়ে বেশী যেটা পাই সেটা হলো, "কিছুই বুঝলাম না"। মজার ব্যাপার হলো এই ধরনের কমেন্ট যারা করে তারা অধিকাংশ গল্পেই দেখি এই একই কমেন্ট করে আসে। (ব্যটা তোদের দৌড় বই মুখস্ত করে পরীক্ষা দিয়ে আসা পর্যন্তই সীমাবদ্ধ, বোঝার ক্ষমতা তোদের নাই)