নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনাম হীন

নূরুল আজম

নূরুল আজম › বিস্তারিত পোস্টঃ

কোমরে ব্যথায় ১০ পরামর্শ

২৩ শে জুন, ২০১৩ রাত ১০:০০

১. নিচ থেকে বা মাটি থেকে কিছু তুলতে হলে না ঝুঁকে হাঁটু ভাঁজ করে বসুন ও তারপর তুলুন।



২. ঘাড়ে ভারী কিছু ওঠাবেন না। ভারী জিনিস শরীরের কাছাকছি রাখুন। পিঠে ভারী কিছু বহন করতে হলে সামনে ঝুঁকে বহন করুন।



৩. ৩০ মিনিটের বেশি একনাগাড়ে দাঁড়িয়ে বা বসে থাকবেন না। হাঁটু না ভেঙে সামনের দিকে ঝুঁকবেন না। দীর্ঘ সময় হাঁটতে হলে উঁচু হিল পরবেন না। অনেকক্ষণ একনাগাড়ে দাঁড়িয়ে থাকতে হলে কিছুক্ষণ পর পর শরীরের ভর এক পা থেকে অন্য পায়ে নিন। একটু বসে বিশ্রাম নিন।



৪. গাড়ি চালানোর সময় স্টিয়ারিং হুইল থেকে দূরে সরে না বসে সোজা হয়ে বসুন।



৫. চেয়ার টেবিল থেকে বেশি দূরে থাকবে না। সামনে ঝুঁকে কাজ করবেন না। কোমরের পেছনে সাপোর্ট দিন। এমনভাবে বসুন, যেন হাঁটু ও ঊরু মাটির সমান্তরালে থাকে। নরম গদি বা সিপ্রংযুক্ত চেয়ার পরিহার করুন। ছোট ফুট রেস্ট ব্যবহার করুন।



৬. উপুড় হয়ে শোবেন না। ফোম বা সিপ্রংয়ের গদিযুক্ত বিছানা পরিহার করুন। বিছানা শক্ত ও চওড়া হলে এবং তোশক পাতলা ও সমান হলে ভালো।



৭. ওজন নিয়ন্ত্রণে রাখুন। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলুন।



৮. নিয়মিত কায়িক শ্রম করুন বা ব্যায়াম করুন। নিয়মিত হাঁটুন।



৯. কাটা-কোটা, রান্না, মসলা পেষা, ঘর মোছা, কাপড়কাচা, ঝাঁট দেওয়া বা নলকূপ চাপার সময় মেরুদণ্ড সাধারণ অবস্থায় এবং কোমর সোজা রাখুন।



১০. যাঁরা কোমরের ব্যথায় ভুগছেন, তাঁরা বিছানা থেকে ওঠার সময় সতর্ক হোন। চিত হয়ে শুয়ে প্রথমে হাঁটু ভাঁজ করুন। এবার ধীরে ধীরে এক পাশে কাত হোন। পা দুটি বিছানা থেকে ঝুলিয়ে দিন, কাত হওয়া দিকে কনুই ও অপর হাতের তালুর ওপর ভর দিয়ে ধীরে ধীরে উঠে বসুন।

মন্তব্য ৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১৩ রাত ১১:৫০

অিপ পোদ্‌দার বলেছেন:

২| ২৪ শে জুন, ২০১৩ রাত ২:০৪

মুকুল সালাহউদ্দীন বলেছেন: কোমরের ব্যাথা সর্ম্পকে সবার খুবই সচেতন থাকা খুবই জরুরী,
আমি নিজে প্রথমে কোমর ব্যাথা সর্ম্পকে না বুঝে ইচ্ছামত নিচু হয়ে যখন তখন কাজ করতে গিয়ে মারাত্বক বিপদে পড়েছি।
আমার কোমরের স্পাইন ( এল ৫ এস১ ) নামক ডিস্ক প্রলাপ্স হয়, যার ফলে মেরুদন্ডের একটি জয়েন্ট হতে নার্ভ বাইরে চলে আসে, শেষ পর্যন্ত অন্ত্রাপাচার করাতে বাধ্য হয়, গত ১১ তারিখ কুয়েতে একটি সরকারী বিখ্যাত হাসপাতালে আমার ওপারেশন হয়, এখনো ভাল করে হাটতে , বসতে , কাজ করতে পারতেছিনা, ডাক্তার বলেছে অন্তত এক মাস সর্ম্পণ রেষ্টএ থাকতে হবে, আল্লাহর রহমতে আগের তুলনায় অনেক অনেক সুস্থ ও ভাল আছি,

সাবধান কোমরের ব্যাথা নিয়ে এক মুর্হুতও বসে থাকবেন না,
দ্রুত অর্থপেডিক্স আর পিজিক্যোল ডাক্তারের পরামর্শ নিন।


আমি যে অপারেশন করিয়েছি তা খুবই ব্যায়বহুল , সাবধান,

৩| ২৪ শে জুন, ২০১৩ সকাল ৯:৩৭

রাতুল_শাহ বলেছেন: সুন্দর পোষ্ট

৪| ২৫ শে জুন, ২০১৩ রাত ৯:৫৫

নূরুল আজম বলেছেন: সবাইকে ধন্যবাদ

৫| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ৩:১১

হাসান মুহিব বলেছেন: সুন্দর পোষ্ট ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.