নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনাম হীন

নূরুল আজম

নূরুল আজম › বিস্তারিত পোস্টঃ

স্মৃতিশক্তি কম? বাড়িয়ে নিন‍!!!...!

০২ রা জুলাই, ২০১৩ রাত ৯:৪২

- সকালের নাশতা সময় মত খাবেন, কোন ভাবেই যেন বাদ না পারে। সকালে নাশতা না করলে রক্তে গ্লুকোজের মাত্রা দ্রুত হ্রাস পায় এবং পুষ্টির অভাবে মাথার কার্যকারিতা মন্থর হয়ে পড়ে।



- গোলাপ ফুলের সুগন্ধি নিন। গোলাপ ফুলের সুগন্ধ সেলিব্রাল কর্টেক্সের তত্পরতা আরো সক্রিয় করে তোলে, যা স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে।



- বেশি করে কিশমিশ খাওয়া খেলে স্মৃতিশক্তি বাড়ে। কিশমিশ আছে মানবদেহের জন্য গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান বোরন। প্রতিদিন ৩.২ মিলিগ্রাম বোরন খেলে স্মৃতিশক্তি ও মনোযোগের ক্ষমতা ১০ শতাংশ বাড়বে। ২৫ গ্রাম কিশমিশের মধ্যে রয়েছে ৩.২ মিলিগ্রাম বোরন।



- একটানা ঘুমান, একটানা ঘুমালে মাথার সেলিব্রাল অনেক বেশি সক্রিয় হয়ে ওঠে। সেলিব্রাল মানুষের চিন্তার গতি ও সঠিকতা নির্ধারণ করে। সেজন্য পর্যাপ্ত ও গভীর ঘুম মানুষের স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে।



- যে হাত বেশি ব্যবহার করা হয় না, সেটা বেশি করে চর্চা বা ব্যবহার করুন। যারা ডান হাত বেশি ব্যবহার করেন, তারা মাঝে মধ্যেই বাম হাত দিয়ে দাত ব্রাশ করুন, বল খেলুন ইত্যাদি। এ ধরনের চর্চা স্নায়ু কোষ উন্নতির জন্য সহায়ক।



নজর রাখুন সাস্থ্যের প্রতি, এতে লাভ আপনারই

মন্তব্য ৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১০:০১

আন্ধার রাত বলেছেন:
আমার স্মৃতি শক্তি জন্মের আগে থেকেই মনে হয় ছেরাবেরা টাইপের, কারন কেউ কষ্ট দিলে মনে থাকে কিন্তু উপকার করলে ভুলে যাই।

এটাকে সাবুদ করা দরকার। :D

২| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১০:০৫

রাজু মাষ্টার বলেছেন: আন্ধার রাত বলেছেন:
আমার স্মৃতি শক্তি জন্মের আগে থেকেই মনে হয় ছেরাবেরা টাইপের, কারন কেউ কষ্ট দিলে মনে থাকে কিন্তু উপকার করলে ভুলে যাই।

এটাকে সাবুদ করা দরকার

একই সমসস্যায় আমিও :-& :-&

৩| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১০:১৮

মদন বলেছেন: +++

৪| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১০:৪৩

দুরন্ত-পথিক বলেছেন: ভাই হাইব্রিড গোলাপ না কি প্রাকৃতিক গোলাপ এর সুগন্ধি নিব?

৫| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১০:৪৯

টুম্পা মনি বলেছেন: হুম

৬| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১০:৫৮

ঢাকাবাসী বলেছেন: হুম ভাল, কাজে লাগতে পারে।

৭| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১১:৪৫

মাক্স বলেছেন: আমারত স্মৃতিশক্তি দুর্বল, টিপস গুলা মনে রাখুম কেমনে? B:-) B:-)

৮| ০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১:৪৯

আরজু পনি বলেছেন:

বয়স বাড়ছে ! এগুলো মনে রেখে যে স্মৃতি শক্তি বাড়াবো সেই স্মৃতিশক্তিইতো নেই :( :((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.