![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসসালামু-আলাইকুম । সবাই কেমন আছেন । আশা করি আল্লাহ্র অশেষ মেহেরবানিতে ভালই আছেন।টাচস্ক্রিন/স্মার্টফোন মোবাইলের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে । কারন, টাচস্ক্রিন আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে চলতে সক্ষম ।টাচস্ক্রিন ফোনগুলো স্পর্শের মাদ্ধমে কাজ করে বলে কিছু সতর্কতা অবলম্বন করে ব্যবহার করতে হয় । সামান্য কারনেও টাচ স্ক্রিনের অনেক ক্ষতি হয়ে যায়।
আসুন জেনে নিই,কিভাবে টাচস্ক্রিন/স্মার্টফোন মোবাইলের যত্ন নিতে হবেঃ
টাচস্ক্রিন ফোন এ টাচ সিস্টেমটি নষ্ট হওয়ার অন্যতম কারন হচ্ছে, টাচ এ জোরে চাপ দিয়ে কাজ করা যা কখনো উচিৎ নয় ।
টাচস্ক্রিন মোবাইলের স্ক্রিনে পানি/ঘাম/তেল পড়লে এর টাচ এর কর্ম ক্ষমতা নষ্ট হয়ে যায় । আর মোবাইল জোরে ঝাঁকাবেন না ।
ধুলোবালি স্থানে মোবাইল রাখলে টাচ এর স্পর্শকাতরতা কমে যায় । এতে, এক পর্যায়ে টাচ স্থায়ীভাবে নষ্ট হয়ে যায় ।
রোদে/অতিরিক্ত তাপে ফোন ব্যবহার করলে টাচ এর মারাত্মক ক্ষতি হয় । মোবাইলের টাচ কে রক্ষা করার জন্য পাতলা স্ক্রিনপেপার ব্যবহার করতে পারবেন । কেননা, স্ক্রিনপেপার ব্যবহারে টাচ এ সহজে দাগ/ময়লা পড়ে না ।
টাচ পরিস্কার করার জন্য সাবান/পানি/দ্রবন ব্যবহার করা যাবে না । পরিস্কার করার জন্য নরম কাপড়/টিস্যু ব্যবহার করতে হবে । টাচ পরিস্কার করার সময় অবশ্যই মোবাইল ফোন বন্ধ করে পরিস্কার করতে হবে ।
টিস্যু
মোবাইল যেন হাত থেকে পড়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন । কেননা, এতে আপনার টাচ ফেটে যেতে পারে ।
মোবাইলের পর্দায় পানি পড়লে সাথে সাথে মোবাইল বন্ধ করে ব্যাটারি খুলে ফেলুন । ভেজা অবস্থায় মোবাইলফোন চালু করতে যাবেন না ।
উল্লেখিত, নিয়মগুলো মেনে চললে টাচ সিস্টেম দীর্ঘদিন টেকসই হবে ।
২| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৯:৫৪
ফারিয়া বলেছেন: টাচস্ক্রিন ফোন না থাকলে?
৩| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৯:৫৭
প্রিন্স অফ ব-দ্বীপ বলেছেন: সবচে বড় কথা টাচ স্ক্রিনে টাচ না করাই ভাল
৪| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১০:৪৭
নতুন বলেছেন: প্রিন্স অফ ব-দ্বীপ বলেছেন: সবচে বড় কথা টাচ স্ক্রিনে বেশি টাচ না করাই ভাল
৫| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১০:৫৩
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: অনেক ধন্যবাদ !!!!!!!!!!!!!!!!!
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৯:২৫
পাকাচুল বলেছেন: ও-আলাইকুম আস-সালাম। আল্লাহর রহমতে ভালো আছি।
আমার টাচ একটু দুর্বল হয়ে পড়েছে। আমার টাচ খানার জন্য দোয়া করবেন।